বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়!‌ বয়কট সংসদ ভবনের উদ্বোধনও

নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়!‌ বয়কট সংসদ ভবনের উদ্বোধনও

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে পিটিআই)

বাংলার মুখ্যমন্ত্রী গত কয়েক মাসে বৈঠক করেছেন কুমারস্বামী, অখিলেশ যাদব, নীতীশ কুমার, নবীন পট্টনায়েক এবং অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। তারপরই নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না বলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর। এমনকী ১৯টি বিরোধী দলই জানিয়ে দিয়েছে, নয়া সংসদ ভবনের উদ্বোধনে তাঁরা উপস্থিত থাকবেন না।

আগামী ২৭ মে নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন এই মুহূর্তে এমন খবরই মিলেছে। গতকাল নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন তিনি। তাঁকে সমর্থন করার কথাও ঘোষণা করেন। আর আজ, বুধবার নবান্ন থেকে জানা যাচ্ছে নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী যোগ দেবেন না। আর এটা যদি সত্যি হয় তাহলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বড় সংঘাতের পথ প্রশস্ত হবে বলে মনে করা হচ্ছে। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করার পর এমন সিদ্ধান্ত সত্যিই তাৎপর্যপূর্ণ।

এদিকে আগামী ২৬ মে অর্থাৎ একদিন আগেই নয়াদিল্লি যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরেরদিন ২৭ মে দেশের অন্যান্য রাজ্যের মুখ‌্যমন্ত্রীর সঙ্গে একসঙ্গে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রীর। কিন্তু মাসের শেষের এই বৈঠকে তিনি উপস্থিত থাকছেন না বলে সূত্রের খবর। আর তিনি যদি না যান তাহলে নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হতে হবে না। ইতিমধ্যেই নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছে তৃণমূল কংগ্রেস। সেই পথে হাঁটতে পারে বাকি বিরোধী দলও।

অন্যদিকে এই সংসদ ভবনের অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত টুইট করে জানিয়ে দিয়েছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন। তিনি টুইট করে জানিয়ে দেন, রবিবারের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস উপস্থিত থাকবেন না। এই টুইট প্রকাশ্যে আসার পরই মুখ্যমন্ত্রীর নীতি আয়োগের বৈঠকে যোগ না দেওয়ার কথা সামনে চলে আসে। তবে মুখ্যমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। এখন কেন্দ্রের বিরুদ্ধে সব বিরোধীরাই এককাট্টা হচ্ছেন। সেখানে এমন সিদ্ধান্ত নিয়ে যোগ না দেওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আর কী জানা যাচ্ছে?‌ বাংলার মুখ্যমন্ত্রী গত কয়েক মাসে বৈঠক করেছেন কুমারস্বামী, অখিলেশ যাদব, নীতীশ কুমার, নবীন পট্টনায়েক এবং অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। সেখানে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও। তারপরই নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না বলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর। এমনকী ১৯টি বিরোধী দলই জানিয়ে দিয়েছে, রবিবারের নয়া সংসদ ভবনের উদ্বোধনে তাঁরা উপস্থিত থাকবেন না। সুতরাং শুরুতেই বড় ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। তার মধ্যেই নীতি আয়োগের বৈঠকেও যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সংঘাত কোন পর্যায়ে পৌঁছয় এখন সেটাই দেখার বিষয়।

বাংলার মুখ খবর

Latest News

'পুজোয় ফিরে আসুন', জনতার উদ্দেশে আর্জি মমতার আরজি কর কাণ্ডের একমাস পর এখনও ধৃত সঞ্জয়ই মূল অভিযুক্ত! কীভাবে এগিয়েছে CBI? আতঙ্কের বাংলাদেশ! সুনীলের জন্ম ভিটে দখল করল বিএনপি নেতা,লাইব্রেরি ভেঙে হল গুদাম ‘দিদি টাকা তখনই নেব যখন…’ মমতাকে যোগ্য জবাব দিলেন নির্যাতিতা চিকিৎসকের মা ‘দয়া করে……’, রাজ্য কর্মচারীদের কড়া বার্তা মমতার! ২ লাইনেই বুঝিয়ে দিলেন সবকিছু অশ্বিনের কার্বন কপি! টিম ইন্ডিয়ার প্রস্তুতি শিবিরে ডাক পাওয়া কে এই হিমাংশু সিং? আগামিকাল ললিতা সপ্তমী, কে হন তিনি? রাধারানীর প্রিয় ললিতা-পুজো মাহাত্ম্য রইল আরজি কর মামলায় কি দুটি FIR হয়েছিল? চালান কোথায়? ময়নাতদন্তে নর্থবেঙ্গল লবি! 'রেপ-টেপ সব জায়গাতেই হয় কিন্তু…',আরজি করের নৃশংস ঘটনা নিয়ে সৌরভের পর বেফাঁস ডোনা চালান আনতে হবে! ভরা কোর্টে ব্যাকফুটে সিব্বল, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.