বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌রাজভবনে নজরদারির নির্ভরযোগ্য তথ্য রয়েছে’‌, এবার বোমা ফাটালেন রাজ্যপাল

‘‌রাজভবনে নজরদারির নির্ভরযোগ্য তথ্য রয়েছে’‌, এবার বোমা ফাটালেন রাজ্যপাল

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। (HT_PRINT)

তবে কে বা কারা নজরদারি করার চেষ্টা করছে রাজ্যপাল সে বিষয়ে কোনও তথ্য দেননি। নানা ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে তাঁর মতপার্থক্য রয়েছে। সংঘাতের বাতাবরণ বারবার তৈরি হয়েছে। তাই সন্দেহ ওই দিকেই যাচ্ছে অনেকের। কারণ রাজ্যপাল সাংবিধানিক প্রধান। সুতরাং সেখানে যেই নজরদারি করছে সেটা সম্পূর্ণ অপরাধের সামিল।

রাজভবনে গোপনে নজরদারি চালানোর অভিযোগ আগে তুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার রাজ্যপাল আজ, মঙ্গলবার সরাসরি অভিযোগ করেন, এমন প্রচেষ্টাই রাজভবনে করা হয়েছিল। এই কথা আবার বলার সঙ্গে সঙ্গে রাজ্য–রাজনীতি সরগরম হয়েছে। রাজভবনে এবং রাজ্যপালের উপর নজরদারি করা হচ্ছে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত দীর্ঘদিনের। সেখানে এমন অভিযোগ বেশ তাৎপর্যপূর্ণ। আগে এই অভিযোগের উপর ভিত্তি করে তিনজন পুলিশ কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেখানে মোতায়েন করা হয়।

এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস একটি সাংবাদিক বৈঠক করেন। কারণ বাংলার তাঁর একবছর পূর্তি হতে চলেছে। আগামী ২৩ নভেম্বর রাজ্যপালের বাংলায় একবছর পূর্ণ হবে। রাজ্যপালের কথায়, ‘‌রাজভবনে নজরদারি করার নির্ভরযোগ্য তথ্য রয়েছে।’‌ গোটা রাজভবন এবং রাজ্যপালের উপর নজরদারি কারা করছেন?‌ এটা নিয়ে উঠছে প্রশ্ন। এই প্রসঙ্গ আজ রাজ্যপাল প্রকাশ্যে নিয়ে আসায় আবার জোর চর্চা শুরু হয়েছে। এই পরিস্থিতির মধ্যে রাজভবনে নজরদারির অভিযোগ বেশ তাৎপর্যপূর্ণ। তবে বিষয়টি নিয়ে রাজ্যপাল নিজে কারও বিরুদ্ধে মুখ খোলেননি। আগে পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন।

তাহলে এবার কে বা কারা?‌ এই নজরদারির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে বলে আজ জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সংবাদসংস্থা পিটিআই– কে আজ, মঙ্গলবার রাজ্যপাল বলেন, ‘‌এটা অত্যন্ত বাস্তব। আমার কাছে নির্ভরযোগ্য তথ্য এসেছে যে, রাজভবনে নজরদারি করা হচ্ছে। এই ইস্যুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে। আমি অপেক্ষা এবং নজর রাখছি।’‌ তবে কে বা কারা এই নজরদারি করার চেষ্টা করছে রাজ্যপাল সে বিষয়ে কোনও তথ্য দেননি। তবে নানা ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে তাঁর মতপার্থক্য রয়েছে। তা থেকে সংঘাতের বাতাবরণ বারবার তৈরি হয়েছে। তাই সন্দেহ ওই দিকেই যাচ্ছে অনেকের।

আরও পড়ুন:‌ রাজ্যে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল দেবী শেঠির, বিপুল পরিমাণ কর্মসংস্থানের ঘোষণা

আর কী জানা যাচ্ছে?‌ রাজভবনে নজরদারির অভিযোগ ওঠা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ রাজ্যপাল সাংবিধানিক প্রধান। সুতরাং সেখানে যেই নজরদারি করছে বা করেছে সেটা সম্পূর্ণ অপরাধের সামিল। সূত্রের খবর, রাজভবনের অফিসে ঠিক কী কাজকর্ম হচ্ছে? কারা এখানে আসছেন? এসবের উপর নজরদারি চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ট্যাপ করা হচ্ছে রাজ্যপালের টেলিফোন বলেও অভিযোগ আগে উঠেছিল। এবার এই বিষয়ে তাঁর কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে। এমনই দাবি করেছেন রাজ্যপাল। তাহলে সেই তথ্য প্রকাশ্যে আনছেন না কেন?‌ উঠছে প্রশ্ন।

বাংলার মুখ খবর

Latest News

‘সেদিন আমার কান্না দেখে ওর চোখেও ছিল জল’, কোয়েলকে নিয়ে অকপট তাঁরই সহকর্মী ‘ওকে রাখতেই হবে বিশ্বকাপের স্কোয়াডে’,সঞ্জুকে নিয়ে বার্তা টি২০ বিশ্বকাপজয়ী তারকার জট কাটিয়ে VIP রোডে শুরু র‍্যাম্পের কাজ! কবে বেলেঘাটা পর্যন্ত চালু ছুটবে মেট্রো? বিশ্বজুড়ে ১০০ কোটি আয় অক্ষয়ের বড়ে মিয়াঁর, ১৭ দিন পর কী হাল অজয়ের ময়দানের? ডিভোর্সে সিলমোহর, মুম্বইয়ে সোহমের সঙ্গে মুভি ডেটে শোলাঙ্কি! প্রেমে ইস্তেহার? লাগাতার তাপপ্রবাহের মধ্যেই এল বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন কবে হবে কালবৈশাখী? আপনারাই মদত দেন রাশিয়াকে, এটা না থামালে আমরা কিন্তু…চিনকে কড়া কথা আমেরিকার মণিপুরে শহিদ জওয়ানের দেহ ফিরল বাঁকুড়ার গ্রামে, গান স্যালুটে শেষকৃত্য মুখ্যমন্ত্রীকে জুতোপেটা করার নিদান, স্বপন মজুমদারের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে TMC সোশ্যাল মিডিয়ায় অন্য অভিনেত্রীদের প্রবল অস্তিত্বকে কটাক্ষ পায়েলের? বললেন কী?

Latest IPL News

‘ওকে রাখতেই হবে বিশ্বকাপের স্কোয়াডে’,সঞ্জুকে নিয়ে বার্তা টি২০ বিশ্বকাপজয়ী তারকার হাতে আঁকা রয়েছে সময়, কেন এমন ট্যাটু করেছেন নাইটদের রিঙ্কু সিং? ফাঁস করলেন রহস্য ‘প্রথমবার দেখেই বিরাট বলেছিল’…অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স নাচতে না জানলে উঠোন বাঁকা! ইডেনের পিচ নিয়ে নিন্দে শুনতে নারাজ কিউরেটর স্ট্যান্ডের দিকে তাকিয়ে স্যালুট, সেনাকর্মী বাবাকে অভিনব সম্মান ধ্রুব জুরেলের রাগে গজগজ করতে করতে কোচের সঙ্গেই তর্ক পৃথ্বীর, বাদ পড়েই কি ক্ষোভে ফেটে পড়লেন? কেন ভারতের বিশ্বকাপ দলে ১ম পছন্দের কিপার হওয়া উচিত সঞ্জুর, বলে দিচ্ছে পরিসংখ্যান IPL-এর নিয়ম ভেঙে শাস্তির মুুখে ইশান কিষান, ছেড়ে কথা বলল না BCCI দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.