গোটা দেশে এবছর বৃষ্টি স্বাভাবিকের থেকে খানিকটা বেশ... more
গোটা দেশে এবছর বৃষ্টি স্বাভাবিকের থেকে খানিকটা বেশি হয়েছে। তবে পশ্চিমবঙ্গে চিত্রটা আলাদা। এবছর বঙ্গে বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছে। উল্লেখ্য, গত পাঁচবছরে এই নিয়ে চতুর্থবার বর্ষাকালে বৃষ্টির ঘাটতি দেখা গেল রাজ্যে।
1/5গত ২০ অক্টোবর রাজ্য থেকে পুরোপুরি বিদায় নেয় মৌসুমী বায়ু। এরপর ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়ে প্রতিবেশী দেশে। এর খানিকটা প্রভাব পড়ে এরাজ্যেও। তবে মোটের উপর বর্ষাকালে রাজ্যে বৃষ্টির ঘাটতির পরিমাণ ২০ শতাংশ। (REUTERS)
3/5১ জুন থেকে ২০ অক্টোবর, দক্ষিণবঙ্গে ঘাটতি দাঁড়ায় ২৪ শতাংশে। এর আগে ২০১০ সালে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ছিল ৩১ শতাংশ। সেবার রাজ্যে খড়া দেখা দিয়েছিল। তবে পুজোর পাঁচদিনই বৃষ্টি হয় পশ্চিমবঙ্গে। সবকটি জেলাই ভাসে বৃষ্টিতে। (REUTERS)
4/5এবছর ভারতে আগাম প্রবেশ করেছিল বর্ষা। তবে দক্ষিণবঙ্গে বর্ষার ‘পাওয়ারপ্লে’ চলেছিল মন্থর গতিতে। এদিকে পুজোর সময় ‘স্লগ ওভারে’ জমিয়ে ব্যাট করেছে বর্ষা। এর ফলে স্বাভাবিকের থেকে ৮২ শতাংশ বেশি বৃষ্টি হয় পুজোর পাঁচদিন। (REUTERS)
5/5এদিকে হিসেব মতো বাংলা থেকে বর্ষা বিদায় নেওয়ার কথা ছিল ১২ অক্টোবর। তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার প্রক্রিয়া জারি থাকয় মৌসুমী বায়ু বিদায়ে বিলম্ব ঘটে। শেষ পর্যন্ত ম্যাচ হারিয়ে রাজ্য থেকে বর্ষা বিদায় নেয় ২০ অক্টোবর। (REUTERS)