HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বাংলার মুখ > ‘আদানির জন্য রাজ্যের প্রকল্প আটকাবে না,' শুভেন্দুর খোঁচায় জবাব কুণালের

‘আদানির জন্য রাজ্যের প্রকল্প আটকাবে না,' শুভেন্দুর খোঁচায় জবাব কুণালের

তৃণমূল মুখপাত্র বলেন, ‘আদানি গোষ্ঠীকে কেন্দ্র করে একটি বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু তার মানে এই নয় অন্য গোষ্ঠী এগিয়ে আসার জন্য অপেক্ষায় নেই। যদি তারা করতে পারেন, ভাল। যদি তারা করতে না পারে বা যদি কোনও জটিলতা তৈরি হয়, তাহলে রাজ্য সরকার বিকল্প পথে যাবে।’

ফাইল ছবি: পিটিআই, টুইটার

আদানি গোষ্ঠীর শেয়ারে ধস। আর তাই নিয়ে তোলপাড় রাজনীতি। আদানি গ্রুপের হাতে থাকা বেশ কিছু সরকারি প্রকল্পের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছে। আর তাতে বাদ নেই পশ্চিমবঙ্গও। বাংলার শিল্পে বড় বিনিয়োগ করার কথা আদানি গোষ্ঠীর। গৌতম আদানি নিজেই এসেছিলেন নবান্নে। দেখা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। নিউ টাউনের ইকো পার্কে গৌতম আদানির ছেলে কিরণ আদানির হাতে তাজপুর বন্দরের কাজ শুরুর অনুমতিপত্র তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দেখুন সেই ছবি: তাজপুর বন্দরের নথি আদানির হাতে তুলে দিলেন মমতা, বিজয়াতে শিল্পদিশা

তাজপুর বন্দরসহ বেশ কিছু বড় প্রকল্পের ভার নেওয়ার কথা গৌতম আদানির। কিন্তু এভাবে আদানি গোষ্ঠীর শেয়ারে পতন ও বিতর্ক চললে, তা আদৌ বাস্তবায়িত হবে কিনা, তাই নিয়ে উঠছে প্রশ্ন।গত সপ্তাহে মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চ এক রিপোর্ট প্রকাশ করে। তাতে দাবি করা হয়, আদানি গোষ্ঠীর আর্থিক পরিস্থিতি ঝুঁকিপূর্ণ। প্রচুর ঋণ রয়েছে। এরপর থেকেই আদানি গ্রুপের শেয়ারে পতন শুরু হয়। যদিও এই দাবি অস্বীকার করেছে আদানি গোষ্ঠী।

শুভেন্দু অধিকারীর প্রশ্ন

বৃহস্পতিবার এই নিয়ে প্রশ্ন তোলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে মমতা-আদানি সাক্ষাত্পর্বের ছবি নিয়ে হাজির হন সাংবাদিকদের সামনে। সেই ছবি দেখিয়ে তিনি বলেন, 'আমি কোনও মন্তব্য করব না। সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়।'

এরপরেই তাজপুর বন্দরের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। তিনি বলেন, 'তাজপুরের কী হবে? দেউচা পাচামির পাথর কে কিনবে? ইলেকটোরাল বন্ড কী করে আসবে?'

তাজপুরে বন্দরের প্রকল্প আদৌ হবে তো? বৃহস্পতিবার সংবাদসংস্থা ANI-এর সামনে সেই প্রশ্নই তোলেন শুভেন্দু। তিনি বলেন, 'আমরা সবাই জানি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর (আদানি) সঙ্গে একটা গোপন আঁতাঁত করেছিলেন। আমি তাজপুর বন্দর নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছি। ২৫,০০০ কোটি বিনিয়োগের কথা বলা হয়েছিল। ১০ লাখ চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল। সেই প্রতিশ্রুতির এবার কী হবে?'

পাল্টা যুক্তি কুণালের

আদানি-মমতার ছবির সঙ্গে এই শেয়ার বাজার বিতর্কের যোগ কী? এদিন পাল্টা প্রশ্ন করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এক ধাপ এগিয়ে তিনি বলেন, 'আদানির সঙ্গে কি নরেন্দ্র মোদীর ছবি নেই? যাঁরা গেশের প্রথম সারির শিল্পপতি, তাঁদের সঙ্গে যেমন দেশের প্রধানমন্ত্রীর ছবি রয়েছে, তেমনই অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও ছবি রয়েছে।'

গৌতম আদানি ও মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি, টুইটার

তিনি যুক্তি দেন, বাংলায় বিনিয়োগের পরিবেশ রয়েছে। সেই কারণে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে আদানির ছবি থাকতেই পারে। তিনি বলেন, 'শিল্পগোষ্ঠীর অভ্যন্তরীণ কোনও বিতর্ক নিয়ে যদি কেউ তাঁর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর ছবি জড়িয়ে কিছু বলেন, তাহলে তিনি বদ্ধ পাগল ছাড়া আর কিছু নন।'

আদানির আধিকারিকরা পরিদর্শনও করে গিয়েছেন

তাজপুর বন্দর নির্মাণের বরাত পান আদানিরা। তারপর গত বছর ডিসেম্বরের শুরুতেই আদানি গ্রুপের প্রতিনিধিরা প্রস্তাবিত এলাকা পরিদর্শন করে গিয়েছেন। তাজপুর গভীর সমুদ্র বন্দরের জন্য পরিবেশ দফতরের ছাড়পত্র পেতে আবেদন করেছে আদানি গ্রুপ। সবুজ সংকেত পেলেই প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হবে। এই সম্পর্কে বিশদে জানতে এই খবরটি পড়ুন: তাজপুরে পরিদর্শনে আদানি গ্রুপ, বন্দর নির্মাণের কাজ শুরু কবে থেকে?‌

রামনগর–২ ব্লকের দাদনপত্রবাড়, দক্ষিণ পুরুষোত্তমপুর এবং অরক বনিয়া মৌজার হাজার একরের মতো জমি আদানি গোষ্ঠীকে দেওয়া হবে।

এর আগে সেপ্টেম্বরে এই বিষয়ে ঘোষণা করেছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছিলেন, এই বন্দর নির্মাণ হলে এখানে ২৫ হাজার কর্মসংস্থান হবে। তাজপুরে এই গভীর সমুদ্রবন্দরটি নিয়ে রাজ্যের প্রস্তাব অনেক দিনের। কিন্তু কেন্দ্র-রাজ্য টালবাহানায় তা আটকে ছিল। অবশেষে রাজ্য জানায় তারাই এই বন্দরের জন্য জমি দেবে।

এখন এই নিয়ে কুণাল কী বলছেন?

কুণাল ঘোষের স্পষ্ট বক্তব্য, ‘রাজ্য সরকার যে প্রকল্পগুলি করবে বলে ঠিক করেছে, কোনও একটি গোষ্ঠীর অভ্যন্তরীণ কোনও গন্ডগোলের জন্য সেই প্রকল্পগুলি কখনও থেমে যাওয়ার মতো অবস্থায় যাবে না।’

তৃণমূল মুখপাত্র বলেন, ‘আদানি গোষ্ঠীকে কেন্দ্র করে একটি বিতর্ক তৈরি হয়েছে। বিপজ্জনক একটি অভিযোগ এসেছে। আদানি গোষ্ঠীও তাদের বক্তব্য রেখেছে। সব মিলিয়ে একটি ডামাডোল চলছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু রাজ্যের কিছু প্রকল্প, যেখানে আদানি গোষ্ঠীর কোনও ইনভল্ভমেন্ট রয়েছে… সেখানে এমন চিন্তা করার কোনও কারণ নেই সেই প্রকল্পগুলি অনিশ্চয়তায় পড়ে গেল। একটি গোষ্ঠী এগিয়ে এসেছিল। কিন্তু তার মানে এই নয় অন্য গোষ্ঠী এগিয়ে আসার জন্য অপেক্ষায় নেই। যদি তারা করতে পারেন, ভাল। যদি তারা করতে না পারে বা যদি কোনও জটিলতা তৈরি হয়, তাহলে রাজ্য সরকার বিকল্প পথে যাবে।’

বাংলার মুখ খবর

Latest News

আগামিকাল ভালো যাবে তো? গরমে শরীর ঠিক থাকবে? জানুন ৩০ এপ্রিলের রাশিফল UGC-NET 2024 Exam New Date:পরীক্ষার দিন বদলে গিয়ে হল ১৮ই জুন, কেন এই সিদ্ধান্ত? সোহমের হাতে হরলিক্সের কৌটো ধরালেন মহিলা, কী করলেন অভিনেতা? জমির কাগজ বাংলার, ভোট দেন ঝাড়খণ্ডে, দুর্দশার মধ্যেই বললেন 'আমি বাংলা চাই' সন্দেশখালি থেকে আরও অস্ত্র পেয়েছিল NSG? বড় কথা জানাল CBI, এবার ঘুম উড়বেই! ভোট প্রচারে 'হরলিক্স'-এর কৌটো উপহার মহিলার, প্রকাশ্যে এমন কাণ্ডে কী করলেন সোহম? লক্ষ্মী কাকিমার একি রূপ! কালো শর্ট ড্রেসে উদ্দাম নেচে রাত পার্টি জমালেন অপরাজিতা প্রতি বছর পাঠ্যপুস্তক পর্যালোচনা করতে হবে NCERTকে, নির্দেশ দিল শিক্ষামন্ত্রক 'তৃণমূল 'ভুল' সংশোধন করে যোগ্যদের…'সুপ্রিম রায়ের পরেই নয়া সাফাই কুণালের ‘যোগ্যদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে দল,’ চাকরিহারাদের বার্তা অভিষেকের

Latest IPL News

আমার মন খারাপ হয়ে গিয়েছিল… শতরান মিস করা নয়, এই কারণে চাপে ছিলেন রুতুরাজ India's T20 World Cup squad: হার্দিককে বুড়ো আঙুল দেখিয়ে সহ-অধিনায়ক হবেন পন্ত? IPL 2024: ধোনির জন্য বান্ধবীর সঙ্গে ব্রেক আপ করলেন মাহি ভক্ত! ভাইরাল হল পোস্টার বেটিং অ্যাপের হয়ে প্রচার, মহারাষ্ট্র সাইবার সেল তলবে হাজিরা দিলেন না তামান্না রোহিত-দ্রাবিড়-আগরকরের ২ ঘণ্টার বৈঠক! কী নিয়ে আলোচনা হল? সামনে আসছে বড় খবর IPL 2024: সেই সময়ে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই- কী নিয়ে বললেন শ্রেয়স আইয়ার সৌরভদের নেটে তোমরা কেন? ইডেনে KKR-কে DC-র অনুশীলন পিচ ব্যবহারে বাধা কিউরেটরের! ভারত সফরে না গিয়ে ঠাকুমার শেষ দিনে পাশে থাকতে পেরে খুশি ব্রুক, জানালেন মনের কথা LSG-র বিরুদ্ধে দলকে জিতিয়ে চিৎকার করে উঠলেন সঞ্জু! এই গর্জন কি নির্বাচকদের জন্য কীভাবে স্পিন সামলাতে হবে, টিপস দিয়েছিলেন কোহলি,ঝড় তুলে সেঞ্চুরির পর অকপট জ্যাকস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.