বাংলা নিউজ > হাতে গরম > নাইজেরিয়ায় জলদস্যুর কবল থেকে উদ্ধার ১৮ ভারতীয়

নাইজেরিয়ায় জলদস্যুর কবল থেকে উদ্ধার ১৮ ভারতীয়

অপহৃত ভারতীয়দের উদ্ধারে সাহায্য করে নাইজেরিয়া প্রশাসন।

৩ ডিসেম্বর নাইজেরিয়া উপকূলে এমটি নেভ কনস্টেলেশন নামে ওই জাহাজ আটক করার পরে মোট ১৯ জনকে অপহরণ করে জলদস্যুরা। তাঁদের মধ্যে ১৮ জন ভারতীয় নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।

নাইজেরিয়া উপকূলে জলদস্যুদের হাতে বন্দি হংকংয়ের একটি জাহাজ থেকে অপহৃত ১৮ জন ভারতীয় নাবিককে মুক্তি দেওয়া হয়েছে। রবিবার এই তথ্য জানিয়েছে নাইজেরিয়ায় ভারতীয় হাই কমিশন।

বিশ্বে সমুদ্রবর্তী অঞ্চলের খবর সরবরাহকারী সংবাদসংস্থা এআরএক্স মেরিটাইম জানিয়েছে, গত ৩ ডিসেম্বর এমটি নেভ কনস্টেলেশন নামে ওই জাহাজ আটক করার পরে মোট ১৯ জনকে অপহরণ করে জলদস্যুরা। তাঁদের মধ্যে ১৮ জন ভারতীয় নাগরিক ছিলেন।

সংবাদসংস্থার দাবি, ‘নাইজেরিয়ান নেভি অ্যান্ড শিপিং কোম্পানি ১৮ জন ভারতীয় নাগরিকের মুক্তির খবর স্বীকার করেছে। ভারতীয় হাই কমিশনের তরফে সাহায্যকারী সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।’

অপহরণের খবর পাওয়ার পরে নাইজেরিয়া প্রশানের অধিকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় নাগরিকদের জলদস্যুদের কবল থেকে উদ্ধারের জন্য আবেদন জানিয়েছিল হাই কমিশন।

বন্ধ করুন