প্রত্যাশা মতোই সেনাপ্রধান বিপিন রাওয়াতকে চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে নিযুক্ত করল মোদী সরকার। স্থল, বায়ু ও নৌসেনার মধ্যে সমন্বয় বৃদ্ধি করাই হবে তাঁর মূল কাজ। সরকারি আদেশ অনুসারে ৩১ ডিসেম্বর থেকে সিডিএস পদের দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।
মঙ্গলবার দুই বছরের মেয়াদকালের পর সেনাপ্রধান পদ থেকে অবসর নেওয়ার কথা ছিল রাওয়াতের। নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি গত সপ্তাহের মঙ্গলবার সিডিএস পদ সৃষ্টির চূড়ান্ত ছাড়পত্র দেয়। তিন বাহিনী সংক্রান্ত যাবতীয় বিষয় প্রতিরক্ষামন্ত্রীর মুখ্য পরামর্শদাতা হবেন চিফ অফ ডিফেন্স স্টাফ। কীভাবে প্রতিরক্ষা খাতে অর্থ আরও ভালো ভাবে কাজে লাগানো যায়, এক সঙ্গে তিনটি বাহিনী আরও বেশি অপারেশন করতে পারে, সেটি খতিয়ে দেখবে সিডিএস।
কার্গিল যুদ্ধের সময় থেকেই এই পদের প্রয়োজন অনুভূত হয়। প্রায় দুই দশক অতিক্রান্ত হবার পর অবশেষে প্রথম সিডিএস পেল ভারত।