HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > হাতে গরম > হজে এবার ভারতীয়দের পাঠানো হবে না : কেন্দ্র

হজে এবার ভারতীয়দের পাঠানো হবে না : কেন্দ্র

পুরুষ আত্মীয় ছাড়াই এবার ২,৩০০-এর বেশি মহিলা হজে যাওয়ার আবেদন করেছিলেন।

করোনা পরিস্থিতিতে সীমিত সংখ্যক তীর্থযাত্রীদের হজে যাওয়ার অনুমতি সৌদির (ফাইল ছবি, সৌজন্য এএফপি)

করোনাভাইরাস পরিস্থিতিতে এবার ভারত থেকে হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। জানালেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি। 

তিনি জানান, গতরাতে সৌদি আরবের হজ এবং উমরাহ বিষয়ক মন্ত্রী মহম্মদ সালেহ বিন তাহের বেনতেন ফোন করেন। করোনা পরিস্থিতিতে ভারতের তীর্থযাত্রীদের হজে না পাঠানোর আর্জি জানান তিনি। সেই আর্জির ভিত্তিতেই এবার ভারতীয়েদর হজে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নকভি।

পরে টুইটারে নকভি বলেন, 'করোনা মহামারীর গুরুতর সমস্যার পরিস্থিতিতে সৌদি আরবের সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এবং মানুষের স্বাস্থ্য এবং মঙ্গলের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে হজ পালনের জন্য মুসলিমরা ভারত থেকে সৌদি আরবে যাবেন না।'

পাশাপাশি তিনি জানান, চলতি বছর হজে যাওয়ার জন্য মোট ২১৩,০০০ আবেদন জমা পড়েছিল। আবেদনকারীরা যে টাকা জমা দিয়েছিলেন, তার পুরোটাই ফেরানোর প্রক্রিয়া মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে। সরাসরি আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়াও পুরুষ আত্মীয় ছাড়াই এবার ২,৩০০-এর বেশি মহিলা হজে যাওয়ার আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতেই তাঁরা আগামী বছর হজে যেতে পারবেন। পাশাপাশি আগামী বছর যে মহিলারা পুরুষ আত্মীয় ছাড়া হজে যাওয়ার আবেদন করবেন, তাঁদেরও তীর্থযাত্রায় অনুমতি দেওয়া হবে।

ইতিমধ্যে সোমবার সৌদি আবরের তরফে ঘোষণা করা হয়েছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিদেশি তীর্থযাত্রীদের হজে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। সৌদিতে বসবাসকারী সীমিত সংখ্যক মানুষই হজে যাওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছে সৌদি সরকার। একটি বিবৃতিতে প্রশাসনের তরফে বলা হয়েছে, 'জনস্বাস্থ্য সংক্রান্ত দৃষ্টিভঙ্গি থেকে সুরক্ষিতভাবে হজ পালন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' 

হাতে গরম খবর

Latest IPL News

4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি এবার বেটিংয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা, সহজেই জুয়াড়িরা বুঝে নিচ্ছেন ম্যাচের ভবিষ্যৎ দামে কম কাজে সমান, স্টার্কের মতোই রান খরচ করেছেন চামিরা, কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় প্রথাগত বোলিং করলে হবে না, অভিনব ট্যাকটিক্স নিতে হবে, নাইটদের দাওয়াই টেন্ডোর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.