অসংগঠিত ক্ষেত্রে এবার থেকে প্রভিডেন্ট ফান্ড খাতে কোনও অর্থ জোগাতে হবে না শ্রমিকদের। এবার থেকে প্রভিডেন্ট ফান্ডের সব টাকাই দেবে রাজ্য সরকার।
রাজ্য বাজেটে এই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় দেড় কোটি শ্রমিক পরিবার।
এবারের রাজ্য বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয় অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের বিনামূল্যে সামাজিক সুরক্ষা দেওয়ার কর্মসূচি। ঠিক হয়, এই সমস্ত শ্রমিকের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে। তার জেরেই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার।
এর আগে প্রভিডেন্ট ফান্ড খাতে প্রতি মাসে শ্রমিকদের দিতে হত মাথাপিছু ২৫ টাকা। পাশাপাশি, ওই খাতে রাজ্য সরকার দিত শ্রমিকপিছু ৩০ টাকা।
পরিবর্তিত ব্যবস্থায় এবার থেকে শ্রমিকদের দেওয়া টাকাও দেবে রাজ্যই। ফলে এই খাতে, প্রতি মাসে শ্রমিকদের কোনও অর্থ দিতে হবে না।