Uchaa Madhyamik Pariksha Result-শুক্রবার দ্বাদশ শ্রেণির ফলাফল, কীভাবে চেক করবেন SMS দিয়ে
1 মিনিটে পড়ুন . Updated: 16 Jul 2020, 10:14 PM IST- এমনিতে wbresults.nic.in বা wbchse.nic.in-এ. এছাড়াও রেজাল্ট দেখা যাবে
আর মাত্র কয়েক ঘণ্টা পরে উচ্চমাধ্যমিকে ফলাফল। প্রতীক্ষায় বসে আছেন আট লক্ষ ছাত্রছাত্রী ও তাঁদের বাড়ির লোকেরা। বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন এবার। এখনই হাতে মার্কশিট পাবেন না পড়ুয়ারা।
এমনিতে wbresults.nic.in বা wbchse.nic.in-এ. এছাড়াও রেজাল্ট দেখা যাবে। এগুলিতে না পেলে আপনারা লগ-ইন করতে পারেন exametc.com, results.shiksha, westbengal.shiksha, westbengalonline.in ইত্যাদি সাইটে।
তবে অনেকেই প্রান্তিক অঞ্চলে থাকেন। সেখানে হয়তো নেট কানেকশন তেমন ভালো নয়। অনেকে আবার সেকেন্ড চেক করতে চান তাদের ফলাফল। সেই জন্য আছে মোবাইলে নম্বর চেক করার ব্যবস্থা। জেনে নিন কীভাবে একটি এসএমএস করেই জানতে পারবেন বহু প্রতীক্ষিত এই ফলাফল।
জেনে নিন এসএমএসে কীভাবে রেজাল্ট জানতে পারবেন উচ্চমাধ্যমিকের-
মোবাইলে টাইপ করুন WB12<SPACE>RollNo
পাঠয়ে দিন ৫৪২৪২, ৫৬২৬৩ বা ৫৬৭৬৭৫০।