বাংলা নিউজ > কর্মখালি > Teaching Job News: ৪৩টি বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার পদ খালি! এদিকে ‘চাকরি নেই’ বাজারে

Teaching Job News: ৪৩টি বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার পদ খালি! এদিকে ‘চাকরি নেই’ বাজারে

ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস (HT Photo)

Huge Vacancies in Universities: সারা দেশে অবস্থিত মোট ৪৩টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছবি এমনই। দেশের অন্যতম নামী প্রতিষ্ঠান দিল্লি বিশ্ববিদ্যালয়। আর সেখানেই সর্বাধিক শিক্ষকের পদ খালি রয়েছে। বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় ৯০০ শূন্যপদ রয়েছে।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে সাড়ে ৬ হাজারেরও বেশি পদ খালি রয়েছে। সোমবার লোকসভায় এমনটাই জানাল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। শিক্ষাকর্মী সংক্রান্ত পদ সবকটিই।

তথ্য বলছে, সারা দেশে অবস্থিত মোট ৪৩টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছবি এমনই। দেশের অন্যতম নামী প্রতিষ্ঠান দিল্লি বিশ্ববিদ্যালয়। আর সেখানেই সর্বাধিক শিক্ষকের পদ খালি রয়েছে। বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় ৯০০ শূন্যপদ রয়েছে। বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডির প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষা মন্ত্রক এই তথ্য দিয়েছে।

অন্য এক প্রশ্নের উত্তর কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয়ে মোট ৫২ জন শিক্ষক অ্যাড-হক ভিত্তিতে কাজ করছেন। ২৪৮ জন অতিথি শিক্ষক আছেন। অন্যদিকে ১,০৪৪ জন চুক্তি ভিত্তিতে নিযুক্ত আছেন।

'বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (UGC) অ্যাড-হক শিক্ষকদের স্থায়ী শিক্ষক হিসেবে নিয়োগের কোনো প্রস্তাব বিবেচনাধীন নেই। শিক্ষা মন্ত্রক এবং ইউজিসি সময়ে সময়ে সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কেই নিয়মিতভাবে পদগুলি পূরণ করার জন্য অনুরোধ করেছে,' জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

শূন্যপদের ভিত্তিতে এর পরেই রয়েছে- এলাহাবাদ বিশ্ববিদ্যালয় (৬২২), বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (৫৩২), আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (৪৯৮) এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (৩২৬)। ২০২১ সালের অগস্ট থেকে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ৪,৮০৭ টি পদে নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়া চলছে বসে জানিয়েছে শিক্ষা মন্ত্রক।

বন্ধ করুন