জাতীয় শিক্ষানীতিকে কার্যকরী রূপ দিতে এবার নতুন দু'টি পোর্টাল খুলেছে ইউজিসি। নতুন পোর্টাল ঘিরে এক বিশেষ ঘোষণা করেছে ইউজিসি। প্রতিষ্ঠানের তরফে প্রধান এম জগদেশ কুমার এই ঘোষণা করেছেন। তিনি বলছেন, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের ক্ষেত্রে নানানভাবে কাজে আসবে এই পোর্টাল।
1/5জাতীয় শিক্ষানীতিকে মাথায় রেখে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে হাঁটছে কেন্দ্র। সেই নীতি অনুযায়ী, বহু বড়সড় পরিবর্তন এসেছে দেশের শিক্ষা ব্যবস্থায়। শুধু যে সিলেবাস তা নয়। পঠনাঠনের ধরণ, পরীক্ষার ধরণ, প্রবেশিকার নিয়মে এসেছে বহু পরিবর্তন। আর এই লক্ষ্যে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা ইউজিসি নিয়েছে বড়সড় কিছু পদক্ষেপ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)
2/5জাতীয় শিক্ষানীতিকে কার্যকরী রূপ দিতে এবার নতুন দু'টি পোর্টাল খুলেছে ইউজিসি। নতুন পোর্টাল ঘিরে এক বিশেষ ঘোষণা করেছে ইউজিসি। প্রতিষ্ঠানের তরফে প্রধান এম জগদেশ কুমার এই ঘোষণা করেছেন। তিনি বলছেন, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের ক্ষেত্রে নানানভাবে কাজে আসবে এই পোর্টাল।
3/5যে দুটি পোর্টাল সামনে আসছে, তারা হল- আন্ডারটেকিং ট্রান্সফ্রমেটিভ স্ট্র্যাটেজিস অ্যান্ড অ্যাকশন টেকিং ইন হায়ার এডুকেশন, পিওপি( প্রফেসর অব প্র্যাকটিক্যাল পোর্টাল)। এছাড়াও UTSAH Portal এ সমস্ত উত্তশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে রেজিস্টার করার বিষয়ে জানানো হয়েছে। । (ছবিটি প্রতীকী, সৌজন্যে সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)
4/5শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদের সুবিধার্থে পোর্টালটির হোমপেজে থাকবে দুটি বিভাগ। এছাড়াও ইউজিসি কোনও বিজ্ঞপ্তি বা নিয়ম বিধি প্রকাশ্যে আনলে তা এখান থেকে দেখতে পাবেন পড়ুয়ারা বা প্রতিষ্ঠানের সদস্যরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5
ইউজিসির কিছু জানানোর থাকলে তা পোর্টাল থেকে সরাসরি তারা জানাতে পারবেন পড়ুয়াদের। অপর দিকে পড়ুয়াদের কোনও তথ্য সংগ্রহের লক্ষ্য থাকলে তা তারা পাবেন পোর্টাল থেকে। এই বিষয়ে জানিয়েছেন, জগদেশ কুমার।