দুপুর ২ টো ৩০ মিনিটে রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা ছিল। তবে দুপুর ২ টো ৪৫ মিনিট পর্যন্ত wbresults.nic.in-তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসসির চূড়ান্ত সেমেস্টার তথা ষষ্ঠ সেমেস্টারের রেজাল্টের (BA/BSc Semester VI - Honours/General/Major - CBCS Results 2023) লিঙ্ক দেখা যাচ্ছিল না বলে অভিযোগ তোলেন পড়ুয়াদের একাংশ। অবশেষে দুপুর ২ টো ৫০ মিনিট থেকে wbresults.nic.in-তে রেজাল্টের লিঙ্ক দেখাচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। তবে অপর যে ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যাওয়ার কথা আছে, এখনও অনেকের কাছে সেই ওয়েবসাইট (www.exametc.com) খুলছে না বলে অভিযোগ তুলেছেন পড়ুয়াদের একাংশ। তবে নিদেনপক্ষে একটি ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যাওয়ায় তাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। গত বুধবার থেকে যে টেনশন চলছে, তাতে ইতি পড়েছে।
আরও পড়ুন: SSC 2023-এর CGL, CHSL, JE ও SI পরীক্ষার তারিখ ঘোষিত, সাইট থেকে কীভাবে জানবেন তথ্য, দেখে নিন
কীভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসসির ষষ্ঠ সেমেস্টারের রেজাল্ট দেখবেন?
১) wbresults.nic.in-তে যেতে হবে।
২) হোমপেজের প্রথমেই 'Latest Announcement' আছে। সেটার ঠিক নীচেই আছে ‘B.A./B.Sc.Semester-VI (Honours/General/Major) Examinations, 2023 (Under CBCS), Results published on Wednesday, the 28th June, 2023 at 2.30 PM’। তাতে ক্লিক করতে হবে।
৩) নয়া একটি পেজ খুলে যাবে। তাতে 'B.A./B.Sc. Semester-I (Honours/General/Major) Examinations,2022 (Under CBCS)' আছে। সেখানে 'Please Enter Your Roll No' দেখতে পাবেন পড়ুয়ারা। সেখানে রোল নম্বর (হাইফেন দেবেন না) দেওয়ার পর 'Enter Captcha' বক্স পূরণ করতে হবে। তারপর 'Submit'-এ ক্লিক করতে হবে পড়ুয়াদের।
৪) স্ক্রিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসসির ষষ্ঠ সেমেস্টারের (অনার্স, জেনারেল,মেজর) রেজাল্ট দেখাবে। যা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিতে হবে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসসির ষষ্ঠ সেমেস্টারের (অনার্স, জেনারেল,মেজর) রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে
কবে মার্কশিট দেওয়া হবে?
কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তফে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার দুপুর ২ টো ৩০ মিনিট থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের 'রেজাল্ট (মেজর) অ্যান্ড কম্পিউটার সেল-১ সেকশন' থেকে কলেজের প্রতিনিধিদের হাতে গেজেট এবং গ্রেডশিট তুলে দেওয়া হবে। তারপর কলেজ থেকে নিজেদের মার্কশিট সংগ্রহ করতে হবে পড়ুয়াদের।