পাক্কা ৬০ মিনিটের অপেক্ষা। তারপরই প্রকাশিত হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসসির চতুর্থ সেমেস্টারের (অনার্স বা জেনারেল বা মেজর) ফলাফল (BA/BSc Semester IV - Honours/General/Major - CBCS Results 2023)। পড়ুয়ারা বিকেল ৪ টে ৩০ মিনিট থেকে wbresults.nic.in এবং www.exametc.com ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পারবেন। যাঁরা এখনই নিজেদের হাতে মার্কশিট পাবেন না। মার্কশিট পাওয়ার জন্য তাঁদের কমপক্ষে আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেদিন দুপুর ২ টো ৩০ মিনিট থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে কলেজের প্রতিনিধিরা মার্কশিট সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ২৫ বছরের কম বয়সী পাঁচজন স্নাতকের মধ্যে দুজন কোভিডের পর চাকরি না পেয়ে ঘরে বসে
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই ঘোষণার পর এক পড়ুয়ার বক্তব্য, শেষপর্যন্ত যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসসির চতুর্থ সেমেস্টারের (অনার্স বা জেনারেল বা মেজর) ফলাফল প্রকাশিত হচ্ছে, সেটাই স্বস্তির বিষয়। দীর্ঘদিন ধরে রেজাল্টের জন্য অপেক্ষা করছেন বলে জানান ওই পড়ুয়া। যে রেজাল্ট আজ বিকেল ৪ টে ৩০ মিনিট থেকে অনলাইনে দেখা যাবে।
কীভাবে বিএ এবং বিএসসির চতুর্থ সেমেস্টারের রেজাল্ট দেখতে পারবেন?
১) প্রথমেই wbresults.nic.in-তে যেতে হবে পড়ুয়াদের। সেজন্য এখানে ক্লিক করুন - https://wbresults.nic.in/। সেখানেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসসির চতুর্থ সেমেস্টারের (অনার্স বা জেনারেল বা মেজর) ফলাফল দেখা যাবে।
২) ওই পেজেই ‘Latest Announcement’-র নীচেই ‘B.A./B.Sc. Semester-IV (Honours/General/Major) Examinations, 2023 (Under CBCS) Results published on Tuesday, 26th September, 2023 at 4.30 PM’ দেখতে পাবেন। তাতে ক্লিক করতে হবে। নতুন একটি পেজ খুলে যাবে।
৩) ওই নতুন পেজের একেবারে ‘B.A./B.Sc. Semester-IV (Honours/General/Major) Examinations, 2023 (Under CBCS)’ দেখতে পাবেন। সেটার নীচেই রোল নম্বর টাইপ করার অপশন পাবেন পড়ুয়ারা। সেখানে হাইফেন ছাড়া নিজের রোল নম্বর দিতে হবে। তারপর ক্যাপটা দিতে হবে পড়ুয়াদের। নীচেই ‘Submit’ বাটন দেখতে পাবেন। তাতে ক্লিক করতে হবে।
৪) আপনার ফোন বা কম্পিউটার স্ক্রিনে নিজের রেজাল্ট দেখতে পাবেন। যা ভবিষ্যতের জন্য রেখে দিতে পারেন। ডাউনলোড করে রেখে দিন। নাহলে স্ক্রিনশট তুলেও রেখে দিতে পারেন।