সশস্ত্র বাহিনীতে দেশের হয়ে কাজের স্বপ্ন অনেকেই দেখেন। এবার তারই সুবর্ণ সুযোগ। হেড কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র সীমা বল (SSB)। গ্রুপ-সি, নন-গেজেটেড পদে নিয়োগ করা হবে সফল প্রার্থীদের।
যে কোনও রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দারা আবেদন করতে পারবেন।
কোন পদে নিয়োগ করা হবে?
কেন্দ্রীয় বাহিনীর হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা-
যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। সেই সঙ্গে টাইপিং করার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা
১৮ থেকে ২৫ বছর। যদিও SC, ST, OBC তালিকাভুক্তদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
লিখিত পরীক্ষা ও শারীরিক সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে গ্রুপ সি স্তরের পরীক্ষার প্রস্তুতি নিলেই হবে। আর শারীরিক সক্ষমতার জন্য দৌড়ের অভ্যাস থাকতে হবে।
বেতন
মাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা।
আবেদন করার ওয়েবসাইট
সরাসরি অনলাইনে আবেদন করা যাবে। ওয়েবসাইটের লিঙ্ক : http://www.ssbrectt.gov.in/
আবেদন কবে পর্যন্ত?
অনলাইনে আবেদন করার শেষ তারিখ ৬ অগস্ট, ২০২১।
আবেদনের ফি
জেনারেল প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি। তবে সংরক্ষিত তালিকাভুক্ত এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি লাগবে না।
মোট শূন্যপদ : ১১৫টি