আইবিপিএসের ক্লার্ক পদে নিয়োগ হবে ৬০৩০টি পদে। তবে নিয়োগের ক্ষেত্রে রয়েছে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া। এছাড়াও বিশেষ ন্যূনতম যোগ্যতার ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু দিক। একনজরে দেখা যাক, এই চাকরিতে আবেদন সংক্রান্ত বিভিন্ন দিকগুলি।
1/5 ঘোষিত হল ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনের ২০২৩ এর জন্য আইবিপিএস এর ক্লার্কপদে নিয়োগের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে নিয়োগের ক্ষেত্রে ১ জুলাই থেকে শুরু হয়ে যাবে রেজিস্ট্রেশন। কীভাবে করা যাবে রেজিস্ট্রেশন, ন্যূনতম যোগ্যতাই বা কি, জেনে নিন সব তথ্য একনজরে।
2/5 আইবিপিএসের ক্লার্ক পদে নিয়োগ হবে ৬০৩০টি পদে। তবে নিয়োগের ক্ষেত্রে রয়েছে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া। এছাড়াও বিশেষ ন্যূনতম যোগ্যতার ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু দিক। একনজরে দেখা যাক, এই চাকরিতে আবেদন সংক্রান্ত বিভিন্ন দিকগুলি।
3/5 আইবিপিএসের ক্লার্ক নোটিফিকেশনের আবেদন জমা নেওয়া শুরু হবে ১ জুলাই ২০২৩ সাল থেকে। আর আবেদনের শেষ তারিখ ২১ জুলাই ২০২৩। এছাড়াও শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড হল যোকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। এছাড়াও এই পরীক্ষা দিতে গেলে বয়সসীমা হতে হবে ২০ থেকে ২৮ বছর।
4/5 আগ্রহী প্রার্থীরা ibps.in এই সাইটে গিয়ে গোটা রেজিস্ট্রেশনের প্রক্রিয়া দেখতে পাবেন। এই নিয়োগের ক্ষেত্রে থাকবে প্রাথমিক পরীক্ষা। তারপর থাকবে মূল পরীক্ষা। মূল পরীক্ষার কল লেটার ওয়েবসাইটেই থাকবে।
5/5 জেনারেল কোটায় প্রতি আবেদনকারীর জন্য এই আবেদনেক ফি হল ৮৫০ টাকা, আর সংরক্ষিত আসনের পরীক্ষার্থীদের জন্য এই ফি হল ১৭৫ টাকা। সমস্ত পেমেন্ট হবে অনলাইনে। আইবিপিএস ক্লার্ক পদ ছাড়াও কল্যানী এইমস-এ সিনিয়ার রেসিডেন্ট নিয়োগ শুরু হচ্ছে। ২০২৩ সালে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। https://aiimskalyani.edu.in/ এই অফিশিয়াল সাইটে রয়েছে যাবতীয় তথ্য।