বাংলা নিউজ > কর্মখালি > IT Companies Warn Against Moonlighting: ‘চাঁদ ছোঁয়ার ইচ্ছে হলেই খোয়াতে হতে পারে চাকরি’, একযোগে হুঁশিয়ারি একাধিক সংস্থার

IT Companies Warn Against Moonlighting: ‘চাঁদ ছোঁয়ার ইচ্ছে হলেই খোয়াতে হতে পারে চাকরি’, একযোগে হুঁশিয়ারি একাধিক সংস্থার

একটি চাকরির বেতনে সন্তুষ্ট নন? এই আবহে অনেকেই নিজে... more

একটি চাকরির বেতনে সন্তুষ্ট নন? এই আবহে অনেকেই নিজের স্থায়ী চাকরির পাশাপাশি আরও কাজ করে থাকেন উপার্জনের জন্য। এই বিষয়টিকে মুনলাইটিং বলা হয়ে থাকে। সম্প্রতি সুইগি নিজের কর্মীদের ‘মুনলাইটিং’-এর অনুমতি দেয়। এরপর থেকেই এই বিষয়টি খবরের শিরোনামে। সুইগি কর্মীদের ‘মুনলাইটিং’-এর অনুমতি দিলেও তাবড় প্রযুক্তি সংস্থাগুলি কর্মীদের হুঁশিয়ার করে দিয়েছে, মুনলাইটিং ধরা পড়লেই যাবে চাকরি।