টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এর নতুন সিইও কৃতি কৃত্তিবাসন। একজন সাধারণ কর্মী হিসাবে যোগদানের পর, প্রায় ৩ দশকের প্রচেষ্টায় CEO হয়েছেন তিনি। দেশ তথা বিশ্বের অন্যতম বৃহত্ তথ্যপ্রযুক্তি সংস্থার কর্তা হলেন কৃতি। নিঃসন্দেহে এটি এক বড় চ্যালেঞ্জ। কিন্তু তিনি নিজে এমনটা মনে করছেন না। তাঁর কথায়, চেন্নাই থেকে মুম্বই আসার প্রক্রিয়াটি তাঁর পক্ষে অনেক বেশি কঠিন ছিল।
টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এ প্রায় ৩৪ বছরেরও বেশি সময় ধরে আছেন তিনি। সিইও হিসাবে মনোনীত হওয়ার আগে, তিনি সংস্থার ব্যাঙ্কিং, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ইন্স্যুরেন্স (BFASI) বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট এবং গ্লোবাল হেড ছিলেন। আয়ের দিক থেকে এটিই টিসিএস-এর সবচেয়ে বড় ভার্টিকাল। আরও পড়ুন: TCS থেকে ইস্তফা দিলেন CEO রাজেশ গোপীনাথন, কে দায়িত্ব পেলেন?
ছোট থেকেই কৃতি সত্যিই 'কৃতি' পড়ুয়া ছিলেন। ১৯৮৫ সালে কোয়াম্বাটোর ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক কৃত্তিবাসন। এরপর ১৯৮৭ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) কানপুর থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং পাশ করেন।
শুক্রবার সকালে বিদায়ী TCS CEO রাজেশ গোপীনাথনের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে, কৃত্তিবাসনকে জিজ্ঞাসা করা হয়, 'তাঁর কাছে কোনটা বেশি বড় চ্যালেঞ্জ, TCS-এর CEO হওয়া, নাকি মুম্বইয়ে চলে আসা?'
এর উত্তর দিতে গিয়ে হেসে ফেলেন দুঁদে আইটি কর্তা। তিনি বলেন, 'আমার কাছে মুম্বই এসে থাকাটাই বেশি বড় চ্যালেঞ্জ।' এর ব্যাখা করে জানান, 'চেন্নাই ছেড়ে যাওয়া একটি বেশ কঠিন সিদ্ধান্ত। যাঁরা সেখানকার সংস্কৃতির সম্পর্কে ওয়াকিবহাল, তাঁরাই এর মানেটা বুঝতে পারবেন।'
সাংবাদিক সম্মেলনে হিন্দিতে প্রশ্ন করা হলেও তাই নিয়ে একটি মজার ঘটনা হয়। কৃত্তিবাসন হাসতে হাসতে বলেন, 'আমার হিন্দি ভাষা খুবই প্রিয়। কিন্তু এখানে ভুলভাল হিন্দি বলতে চাই না।'
বিদায়ী CEO রাজেশ গোপীনাথন আপাতত তাঁর সঙ্গে সঙ্গে আগামী সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন। নিয়মমাফিক সমস্ত কাজ বুঝিয়ে দিয়ে তবেই যাবেন তিনি। আপাতত দ্রুত সেই প্রস্তুতি নিয়ে নেওয়াই চ্যালেঞ্জ হবে কৃত্তিবাসনের। বিশেষত, বর্তমানে বিশ্ব জুড়েই প্রযুক্তি ক্ষেত্র একটি মন্দার আবহের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মধ্যেই টিসিএস-এর মতো সংস্থার দায়িত্ব গ্রহণ করা মোটেও সহজ হবে না।
আরও পড়ুন: ছাঁটাই তো নয়ই, বরং চাকরি হারানো কর্মীদের সুযোগ দেওয়া হবে, বড় সিদ্ধান্ত TCS-র
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup