প্রকাশিত হল কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের ফাইনাল পরীক্ষার ফলাফল। পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড, পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন প্রার্থীরা। যে প্রার্থীরা ফাইনাল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আগামী ১৮ জানুয়ারি থেকে তাঁদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। সেজন্য সম্ভবত সোমবার (৮ জানুয়ারি) থেকে অনলাইনে ই-কললেটার ডাউনলোড করা যাবে। পরবর্তীতে নির্দিষ্ট দিনক্ষণ জানানো হবে বলে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে।
কীভাবে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের ফাইনাল পরীক্ষার ফলাফল দেখবেন?
১) প্রার্থীদের পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in-তে যেতে হবে। সেইসঙ্গে কলকাতা পুলিশের ওয়েবসাইট www.kolkatapolice.gov.in-তে যেতে পারবেন প্রার্থীরা।
২) যে প্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েছেন, তাঁরা হোমপেজে ‘Recruitment’ ট্যাব দেখতে পারবেন। সেখানে ক্লিক করতে হবে। বেছে নিতে হবে ‘Recruitment’।
৩) একটি নয়া পেজ খুলে যাবে। ‘Recruitment’-র নীচেই দেখতে পাবেন 'Recruitment to the post of Constables and Lady Constables in Kolkata Police 2022'। সেটার পাশেই 'Get Details' দেখতে পাবেন। তাতে ক্লিক করতে হবে প্রার্থীদের।
৪) উপরেই আছে 'Recruitment to the post of Constables and Lady Constables in Kolkata Police 2022'। নীচে আছে 'Result of Final Written Examination'। পাশেই দেখতে পাবেন 'Get Details'। তাতে ক্লিক করতে হবে।
৫) একটি নয়া পেজ খুলে যাবে। উপরেই লেখা আছে 'Result of Final Written Examination for the post of Constables and Lady Constables in Kolkata Police 2022' এবং 'Candidates can find their result by entering their Application Sl. No. and DOB'। এবার অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে ‘Submit’ করতে হবে।
৬) স্ক্রিনে একটি নয়া পেজ খুলে যাবে। সেখানে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের ফাইনাল পরীক্ষার ফলাফল দেখাবে। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিতে পারেন প্রার্থীরা।
কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের ফাইনাল পরীক্ষার ফলাফল দেখার ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে
কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের ইন্টারভিউয়ের কললেটার ডাউনলোড করতে কী কী লাগবে?
পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে কললেটার ডাউনলোড করার জন্য কয়েকটি নথি আপলোড করতে হবে। কী কী নথি আপলোড করতে হবে, তা দেখে নিন।
১) জন্মের প্রমাণপত্র: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড লাগবে।
২) পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষায় যে উত্তীর্ণ হয়েছেন, সেটার প্রামাণ্য নথি হিসেবে সার্টিফিকেট বা মার্কশিট আপলোড করতে হবে।
৩) ডোমিসাইল সার্টিফিকেট: দার্জিলিং এবং কালিম্পং জেলার পাহাড়ের মহকুমার প্রার্থীদের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে।
৪) অন্যান্য অনগ্রসর শ্রেণি, তফসিলি জাতি, তফসিলি জনজাতি প্রার্থীদের সরকারি সার্টিফিকেট আপলোড করতে হবে।
৫) মেধাবী ক্রীড়াবিদদের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি লাগবে।
৬) যে প্রার্থীরা রাজ্য সরকারের অধীনস্থ প্রতিষ্ঠানে কাজ করেন, তাঁদের 'নো অবজেকশন সার্টিফিকেট' (এনওসি) দিতে হবে। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের এনরোলমেন্ট সার্টিফিকেট জমা দিতে হবে প্রার্থীদের।
আরও পড়ুন: Fake Agencies: বিদেশে চাকরি খুঁজছেন? ৩০০০ ভুয়ো এজেন্সি থেকে সাবধান! বিস্ফোরক তথ্য কেন্দ্রের