কলকাতায় যে ক'টি তথ্যপ্রযুক্তি সংস্থা রয়েছে, তার মধ্যে অন্যতম বড় সংস্থা হল লারসেন অ্যান্ড টুব্রো মাইন্ডট্রির বা এলটিআই মাইন্ডট্রি। ভবিষ্যতে বাংলায় তাদের কর্মকাণ্ড আরও বাড়াতে চলেছে এলটিআই মাইন্ডট্রি। বাংলায় আরও কর্মী নিয়োগ করতে চলেছে তারা। বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে এমনই ঘোষণা করলেন সংস্থার সিওও নচিকেত দেশপাণ্ডে। সম্মেলনে নচিকেত জানান, বর্তমানে সল্টলেকে তাদের যে অফিস আছে, সেখানে ৩৫০০ জন কর্মী নিযুক্ত আছেন। এছাড়াও সিলিকন ভ্যালিতে তৈরি হচ্ছে আলাদা ক্যাম্পাস। সেটি তাদের সংস্থার নিজস্ব ক্যাম্পাস হবে। আগামী ৪ থেকে ৫ বছরে সেই ক্যাম্পাসে ১৫ থেকে ২০ হাজার কর্মী নিয়োগ করা হবে বলে ঘোষণা করেন নচিকেত। (আরও পড়ুন: বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বড় ঘোষণা কোকা-কোলার, বাংলার চা বোতলজাত হয়ে পৌঁছবে বাজারে)
আরও পড়ুন: কতটা বৈধ রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত আইন, খতিয়ে দেখতে পারে ৭ সদস্যের সাংবিধানিক বেঞ্চ
উল্লেখ্য, কয়েক বছর আগে কলকাতায় প্রথম দফতর চালু করেছিল লারসেন অ্যান্ড টুব্রো মাইন্ডট্রি। এখন কলকাতায় নিজেদের কর্মকাণ্ড আরও বাড়াতে চলেছে তারা। এই প্রসঙ্গে সংস্থার সিওও জানান, ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রসার ঘটায় প্রযুক্তি ক্ষেত্রে এই সব বিষয়ের চাহিদা বেড়েছে। এই পরিস্থিতিতে কাজের চাহিদাকে পূরণ করতে এখানে নিজেদের কর্মকাণ্ড বৃদ্ধি করতে চলেছেন তারা। আর তাই আরও হাজার হাজার কর্মীকে আগামী দিনে নিয়োগ করবে তারা। এতে কলকাতার তরুণ প্রজন্মের মুখে হাসি ফুটবে। (আরও পড়ুন: ১৭ অক্টোবরের সুপ্রিম রায়ে বৈধতা পায়নি সমকামী বিবাহ, ৩৭ দিন পর রিভিউতে সায় আদালতের)
আরও পড়ুন: 'কেউ খুশি নয়, ওপিএস ফেরানো হোক', অর্থমন্ত্রীকে বার্তা RSS-এর শ্রমিক সংগঠনের
উল্লেখ্য, ১৯৯৬ সালে পথ চলা শুরু লারসেন অ্যান্ড টুব্রো ইনফোটেকের। মুম্বই ভিত্তিক এই সংস্থাটি লারসেন অ্যান্ড টুব্রোর সহযোগী প্রতিষ্ঠান। প্রায় ৮২ হাজার কর্মীকে নিয়োগ করে তারা। ২০১৯ সালে লারসেন অ্যান্ড টুব্রো ইনফোটেক বেঙ্গালুরু ভিত্তিক মাইন্ডট্রি নামক সংস্থাকে অধিগ্রহণ করে। ২০২২ সালে এই মার্জার সম্পন্ন হয়। এরপর এটি ভারতের পঞ্চম বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা হয়। লারসেন অ্যান্ড টুব্রো মাইন্ডট্রির বিভিন্ন দেশে সহযোগী সংস্থা রয়েছে। জার্মানি, চিন, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, স্পেন, দক্ষিণ আফ্রিকা, কানাডা সহ একাধিক দেশে আছে এলটিআই মাইন্ডট্রির সাবসিডিয়ারি। এদিকে ভারতে কলকাতা ছাড়াও সংস্থার অফিস আছে মুম্বই, বেঙ্গালুরু, পুণে, চেন্নাই, হায়দরাবাদ, কোচি, দিল্লি, মাইসোর, নাগপুর, ভুবনেশ্বর, কোয়েম্বাটুর। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে আছে সংস্থার অফিস।