বাংলা নিউজ > কর্মখালি > Madhyamik 2023 Full Schedule: পালটে গেল মাধ্যমিকের সূচি, কবে কোন পরীক্ষা হবে? দেখে নিন সময় ও পুরো তালিকা

Madhyamik 2023 Full Schedule: পালটে গেল মাধ্যমিকের সূচি, কবে কোন পরীক্ষা হবে? দেখে নিন সময় ও পুরো তালিকা

মাধ্যমিক পরীক্ষার সূচি পালটে গেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

Madhyamik 2023 Full Schedule: ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি পালটে গেল। সকাল ১১ টা ৪৫ মিনিট থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে দুপুর ৩ টে পর্যন্ত। পরীক্ষার প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে।

পালটে গেল মাধ্যমিক পরীক্ষার সূচি। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের জন্য একটি বিষয়ের পরীক্ষার সূচির হেরফের করা হয়েছে। বাকি সূচি অপরিবর্তিত আছে বলে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে।

পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'দেখা গিয়েছে, ২৭ ফেব্রুয়ারি (সোমবার) সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের সঙ্গে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন মিলে গিয়েছে। তাই বৃহত্তর জনস্বার্থে ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ১ মার্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা আয়োজন করা হবে। ২৭ ফেব্রুয়ারি পরীক্ষার যে সময় এবং পরীক্ষাকেন্দ্র ছিল, তা ১ মার্চের পরীক্ষার ক্ষেত্রেও একই থাকবে। ২০২৩ সালের মাধ্যমিকের বাকি সূচি অপরিবর্তিত থাকবে।'

আরও পড়ুন: Madhyamik Exam 2023: এবার মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের দিনেই ফল পাবেন না এই প্রার্থীরা, জানাল পর্ষদ

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার নয়া সূচি (Madhyamik 2023 Full Schedule)

১) ২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): প্রথম পত্র। 

২) ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার): দ্বিতীয় পত্র।

৩) ২৫ ফেব্রুয়ারি (শনিবার): ভূগোল।

৪) ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার): জীবনবিজ্ঞান। 

৫) ১ মার্চ (বুধবার): ইতিহাস। 

৬) ২ মার্চ (বৃহস্পতিবার): অঙ্ক। 

৭) ৩ মার্চ (শুক্রবার): ভৌতবিজ্ঞান। 

৮) ৪ মার্চ (শনিবার): অপশনাল ইলেকটিভ সাবজেক্ট।

৯) ফিজিকাল এডুকেশন ও সোশ্যাল সার্ভিস: ৬ মার্চ, ৯ মার্চ, ১০ মার্চ, ১১ মার্চ এবং ১৩ মার্চ। 

১০) ওয়ার্ক এডুকেশন: ২৮ মার্চ, ২৯ মার্চ, ৩০ মার্চ, ৩১ মার্চ এবং ১ এপ্রিল।

প্রথম পত্রের পরীক্ষা: বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, মর্ডান টিবেটিয়ান, নেপাল, ওড়িয়া, গুরুমুখী (পঞ্জাবি), তেলুগু, তামিল, উর্দু এবং সাঁওতালির মধ্যে কোনও একটি বিষয়ের পরীক্ষা হবে।

দ্বিতীয় পত্রের পরীক্ষা: প্রথমত, ইংরেজি (যাঁদের প্রথম পত্রে ইংরেজি নেই, তাঁদের পরীক্ষা হবে)। দ্বিতীয়ত, বাংলা বা নেপালি (যদি ইংরেজি প্রথম পত্র থাকে)।

আরও পড়ুন: Madhyamik Exam: মাধ্যমিকে ইতিহাস পরীক্ষার সূচি বদল, নয়া তারিখ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ

মাধ্যমিক পরীক্ষার সময় (Madhyamik Exam 2023 Timings)

সকাল ১১ টা ৪৫ মিনিট থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে দুপুর ৩ টে পর্যন্ত। পরীক্ষার প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন