বাংলা নিউজ > কর্মখালি > Fake Job Offer: বিদেশ থেকে মোটা বেতনের চাকরির অফার? ফাঁসতে পারেন জালে, সতর্ক করল কেন্দ্র

Fake Job Offer: বিদেশ থেকে মোটা বেতনের চাকরির অফার? ফাঁসতে পারেন জালে, সতর্ক করল কেন্দ্র

প্রতীকী ছবি: ব্লুমবার্গ (Bloomberg)

আইটি-তে চাকরির কথা বলে মায়ানমারের এক প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছিল আইটি কর্মীদের। প্রতারণা চক্রটি কল সেন্টার ও ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির কাজ করত। চাকরির আশায় সেখানে গিয়ে ফেঁসে গিয়েছিলেন অল্পবয়সি কর্মীরা।

দারুণ হাইক নিয়ে থাইল্যান্ডে আইটি সেক্টরে চাকরি। প্রায় ১০০ জনেরও বেশি ভারতীয়কে এমনই ভুয়ো অফার দিয়েছিল এক প্রতারণা চক্র। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ফাঁদে ফেলা হত। তারপর মায়ানমারে নিয়ে গিয়ে আটকে রেখে বেআইনি কাজ করানো হত। শনিবার এই জাল চাকরির অফারের বিষয়ে জনসাধারণের উদ্দেশে সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় সরকার।

ঠিক কীভাবে প্রতারণা?

আইটি-তে চাকরির কথা বলে মায়ানমারের এক প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছিল আইটি কর্মীদের। ডিজিটাল সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভের ভুয়ো পদ দেওয়া হবে বলে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আদতে এগুলি কোনও আইটি সংস্থাই নয়। এই প্রতারণা চক্র কল সেন্টার ও ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির কাজ করত। চাকরির আশায় সেখানে গিয়ে ফেঁসে গিয়েছিলেন অল্পবয়সি কর্মীরা।

এখনও পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের উদ্যোগে থাইল্যান্ড ও মায়ানমারের বিভিন্ন অঞ্চলে এভাবে আটকে পড়া আরও ৬০ জনকে উদ্ধারের প্রচেষ্টা চলছে।

বিদেশ মন্ত্রকের পরামর্শ

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা অন্যান্য কোথাও পাওয়া এই ধরনের সন্দেহজনক চাকরির অফারে পা দেবেন না। এমনই পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক।

এই ধরণের সন্দেহজনক সংস্থাগুলি সাধারণত আইটি প্রশিক্ষিত যুবকদের টার্গেট করে। মায়ানমার, থাইল্যান্ডে লোভনীয় বেতন ও জীবনের লোভ দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন করে প্রতারণা চক্রগুলি। কিন্তু আদতে এগুলি ভুয়ো সংস্থা।

আরও পড়ুন: TCS-এ Work From Home শেষ, সপ্তাহে তিন দিন অফিসে আসবেন কর্মীরা

বিদেশ মন্ত্রক বলেছে, ভুক্তভোগীদের অবৈধভাবে সীমান্ত পার করিয়ে মায়ানমারে নিয়ে যাওয়া হয়। কঠোর পরিস্থিতিতে তাদের বন্দী করে রেখে কাজ করানো হয়।

ফলে বিদেশে চাকরির অফারে হ্যাঁ বলার আগে অবশ্যই উক্ত সংস্থার বিষয়ে ভাল করে জানা প্রয়োজন। ক্রস চেকিং করে জানতে হবে যে সেই সংস্থাই আসলে অফারটি দিচ্ছে কিনা। কোনও থার্ড পার্টি সংস্থা বা দালাল মারফত নিয়োগের ক্ষেত্রে আরও বেশি সাবধানতা প্রয়োজন।

আরও পড়ুন:

থাইল্যান্ডের এই সংস্থাগুলি আইটি কর্মীদের মায়ানমারের মায়াওয়াদ্দি এলাকায় নিয়ে যেত। সেখানে এমনিতেই স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির কারণে প্রবেশ করা কঠিন। সেখানেই আটকে রেখে জোর করে বেআইনি কাজ করানো হত আইটি কর্মীদের দিয়ে।

বন্ধ করুন