বাংলা নিউজ > কর্মখালি > PG admission: স্নাতকোত্তরে ভর্তি শুরু ১ সেপ্টেম্বর থেকে, ১ম সেমিস্টারের ক্লাস শুরু কবে? জারি উচ্চশিক্ষা দফতরের বিজ্ঞপ্তি

PG admission: স্নাতকোত্তরে ভর্তি শুরু ১ সেপ্টেম্বর থেকে, ১ম সেমিস্টারের ক্লাস শুরু কবে? জারি উচ্চশিক্ষা দফতরের বিজ্ঞপ্তি

স্নাতোকোত্তরে ভর্তির প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি উচ্চশিক্ষা দফতরের।(Representational photo) (HT_PRINT)

আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে স্নাতোকোত্তরে ছাত্র ভর্তির পক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য উচ্চ শিক্ষা দফতর। এই বিষয়ে এসেছে উচ্চ শিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি।

স্নাকোত্তোর স্তরে এবার ভর্তির বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা দফতর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে অই ভর্তি। এছাড়াও এই ভর্তির প্রক্রিয়াতে মেধা তালিকা প্রকাশের শেষ তারিখও জানিয়ে দিয়েছে দফতর।

আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে স্নাতোকোত্তরে ছাত্র ভর্তির পক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য উচ্চ শিক্ষা দফতর। এই বিষয়ে এসেছে উচ্চ শিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়েছে, প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করে দিতে হবে ৩ অক্টোবর থেকে। এছাড়াও গুরুত্বপূর্ণ ঘোষণায় বলা হয়েছে, ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়কে প্রকাশ করতে হবে তাদের মেধা তালিকা। জানা গিয়েছে, ঠাত্র ভর্তির প্রক্রিয়া হবে অনলাইনে। এছাড়াও বলা হয়েছে, স্নাতকস্তরে চূড়ান্ত সেমিস্টারের ফলাফল ৩১ অগাস্টের মধ্যে প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয়গুলিকে। ভর্তির প্রক্রিয়া নিয়েও বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে। নিজস্ব বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। যাতে বিশ্ববিদ্যালয়গুলির নিজস্ব পড়ুয়ারা সেখানেই পড়তে পারেন, সেইদিকে তাকিয়ে নিজস্ব পড়ুয়াদের জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ৮০ শতাংশ সংরক্ষণের কথাও বলা হয়েছে। বাকি বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে আসা পড়ুয়াদের জন্য আসন সংরক্ষণে কথা বলা হয়েছে।

( অন্য স্বাদের কিছু খবর- ভাগ করেছে সীমান্ত, এক করেছে PUBG! সীমা-সচিনের বিয়ে কি বৈধতা পাবে? প্রেম কাহিনি একনজরে)

( আরও পড়ুন- Theft in Temple: হনুমান চালিসা পাঠ করা শেষ করে প্রণামীর ৫ হাজার টাকা নিয়ে চম্পট দিল চোর! CCTV দিল ঘটনার হদিশ)

( Oil for Beard: বিরাটের মতো Cool ঘন-কালো দাড়ি রাখতে চাইছেন? এই তেলটির কথা জানেন তো! রইল টিপস)

এছাড়াও বলা হয়েছে, রবীন্দ্রভারতী, যাদবপুর, প্রেসিডেন্সির মতো ইউনিটর বিশ্ববিদ্যালয়গুলিকে নিজেরদের পড়ুয়াদের জন্য ৯০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। সেখানে বাকি ১০ শতাংশ আসন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আসা পড়ুয়াদের জন্য সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে। তবে একই সঙ্গে এও বলা হয়েছে যে, যদি নিজের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দিনে ওই সংরক্ষিত আসন ভর্তি না হয়, তাহলে সেখানে বাইরের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অন্তর্ভূক্ত করা যাবে। ভর্তির প্রক্রিয়াতে ইন্টারভিউ করে ভর্তির কথাও বলা হয়েছে। এই নিয়মাবলী রাজ্য়ের সমস্ত বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কর্মখালি খবর

Latest News

হারিয়ে যাওয়া যমজ বোনের গল্প নিয়ে জলসায় তিতিক্ষা-নন্দিনী, দুই শালিকের নায়ক কে? মাত্র ১৫ ম্যাচ ODI খেলা ক্রিকেটারকেই অধিনায়ক করল ECB…অজি সিরিজের দায়িত্বে ব্রুক! ‘পিরিয়ডস হলেই অশুচি! ঠাকুরঘরে ঢোকা ছিল নিষেধ, এটা নিয়ে বাড়িতে কথাও বলা যেত না’ কিছু ক্ষেত্রে UPIতে লেনদেনের সর্বোচ্চ সীমা বেড়ে ৫ লাখ, সোমবার থেকে নয়া নিয়ম আগামিকাল ভাদ্র সংক্রান্তিতে ঘরে ঘরে পূজিত হবে মা মনসা, জেনে নিন এই পুজোর মহত্ব শিশুর মায়ের পোশাক খুলে নেওয়ার চেষ্টা সরকারি হাসপাতালে, গ্রেফতার ওয়ার্ড বয় কলকাতা লিগের সুপার সিক্সে ধাক্কা মহমেডানের!ক্যালকাটা কাস্টমসের কাছে ২-১ গোলে হার ‘গানটার শ্লীলতাহানি করে ছাড়ল’,বেসুরো গান গেয়ে নেটপাড়ায় ট্রোলড তৃণমূলের রচনা ‘দাদু’, ‘বাপ্পাদা’, ‘সাহেব’ এরা কারা?‌ অডিয়ো ক্লিপের সূত্র ধরে তদন্তে নামল পুলিশ মুর্শিদাবাদে থাকাকালীন রাতভর… সন্দীপের বিরুদ্ধে বিস্ফোরক এক রূপান্তরকামী- Report

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.