শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এসএসসিতে প্রচুর নিয়োগের কথা আগেই জানিয়েছিলেন। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন নিয়োগের আগে নতুন নিয়োগবিধি তৈরি করা হবে। জানা গিয়েছে, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। ফলে একবার নিয়োগবিধি পাশ হয়ে গেলেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগ বিধি পাশ করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
আরও পড়ুন: ‘রাজভবনে কবি বসে আছেন’, আবার রাজ্যপালকে আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী
ষষ্ঠ জাতীয় নাটক উৎসব শুরু হয়েছে আজ শনিবার থেকে। তা চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। সেই উপলক্ষে সাংবাদিক বৈঠকে এ কথা নিয়োগ বিধি সম্পর্কে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, আগামী মন্ত্রিসভার বৈঠকে নিয়োগবিধি পাশ করা হবে বলে মনে হয়। তারপরে স্কুল সার্ভিস কমিশন নতুন নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। শিক্ষামন্ত্রীর কথা শুনে মনে হয়েছে মন্ত্রিসভার বৈঠকে খসড়া পেশ করা হলে তা পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর একবার নতুন নিয়োগবিধি পাশ হলে নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে স্কুল সার্ভিস কমিশন।
প্রসঙ্গত, স্কুলগুলিতে নিয়োগে দুর্নীতির পরেই চাকরি চলে যায় বহু শিক্ষকের। তাছাড়া নিয়োগের আশায় দিন গুনছেন বহু যোগ্য প্রার্থী। এই অবস্থায় নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি করলে সেক্ষেত্রে প্রার্থীদের আশার অবসান হবে। এদিন শিক্ষা মন্ত্রীর এই বক্তব্যের পরে নতুন করে নিয়োগের সম্ভাবনা প্রবল হয়েছে। উল্লেখ্য, শিক্ষামন্ত্রী এর আগে জানিয়েছিলেন প্রধান শিক্ষক, নবম–দশম এবং একাদশ–দ্বাদশে নতুন করে ২২ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। এদিন শিক্ষামন্ত্রীর বক্তব্যে সেই নিয়োগের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে, এই সমস্ত পদগুলিতে ধাপে ধাপে নিয়োগ করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। সেক্ষেত্রে প্রধান শিক্ষকে শূন্যপদে রয়েছে প্রায় ২,৫০০। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথমে প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ করা হবে। এর পরে ধাপে ধাপে নবম–দশম এবং একাদশ–দ্বাদশে শিক্ষক নিয়োগ করা হবে। তবে নতুন নিয়োগ বিধি পাশ হলেই এই কাজে হাত দেবে স্কুল সার্ভিস কমিশন। উল্লেখ্য, ষষ্ঠ জাতীয় চলচ্চিত্র উৎসবে রবীন্দ্রসদন, কলকাতার মধুসূদন মঞ্চ এবং গিরিশ মঞ্চের ১৬ টি থিয়েটারে নাটক দেখানো হবে বলে জানা গিয়েছে।