বাংলা নিউজ > কর্মখালি > UGC NET Admit Card 2020: প্রকাশিত কয়েকটি পেপারের অ্যাডমিট কার্ড, দেখুন পুরো সূচি

UGC NET Admit Card 2020: প্রকাশিত কয়েকটি পেপারের অ্যাডমিট কার্ড, দেখুন পুরো সূচি

জুন/সেপ্টেম্বর সেশনের ইউজিসি-নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হল (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডিরেক্ট লিঙ্ক দেখে নিন।

প্রকাশিত হল জুন/সেপ্টেম্বর সেশনের ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষার অ্যাডমিট কার্ড। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বিভিন্ন শিফটে ইউজিসি-নেট পরীক্ষা হবে। সেজন্য বিষয়ভিত্তিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রথম শিফটে পরীক্ষা হবে সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের সময় দুপুর ৩ টে থেকে সন্ধ্যা ৬ টা। আর পরীক্ষা হবে ২৪, ২৫, ২৯ ও ৩০ সেপ্টেম্বর, ১, ৭, ৯, ১৭, ২১, ২২ ও ২৩ অক্টোবর এবং ৫ নভেম্বর।

দেখুন পুরো সূচি

পরীক্ষার্থীরা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তাঁদের অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে। তারপর সাবমিট করতে হবে। যে প্রার্থীদের পরীক্ষা ২৪ এবং ২৫ সেপ্টেম্বর পড়েছে, তাঁদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। বাকি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডও শীঘ্রই প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।

ইউজিসি-নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড (UGC NET Admit card 2020) ডাউনলোডের প্রক্রিয়া 

১) অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in-তে যান। 

২) হোমপেজে ‘UGC NET admit card 2020' লিঙ্কে ক্লিক করুন।

৩) স্ক্রিনে নয়া পেজ খুলে যাবে।

৪) প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করুন।

৫) ইউজিসি-নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড (UGC NET Admit card 2020) দেখাবে।

৬) ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।

অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডিরেক্ট লিঙ্ক

বন্ধ করুন