উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির কোন স্কুলে চাকরির সুযোগ মিলতে পারে? এবার চূড়ান্ত শূন্যপদের তালিকা (ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট) প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। বিভিন্ন বিষয়, শিক্ষার মাধ্যম, ক্যাটেগরির নিরিখে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকার ভিত্তিতেই উচ্চ প্রাথমিকে প্রার্থীরা কোন স্কুলে চাকরি পাবেন, তা নির্ধারিত হতে চলেছে। যে শিক্ষক পদে নিয়োগের জন্য দিনকয়েক আগেই প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে।
কীভাবে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের চূড়ান্ত শূন্যপদের তালিকা দেখবেন?
১) 'West Bengal School Service Commission'-র অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com/sscorg/wbssc/home-তে যান।
২) হোমপেজে 'Important Notice' আছে। সেটার নীচের দিকে ‘Final Vacancy in r/o 1st SLST, 2016(AT), Upper Primary Level of Classes in compliance with solemn order dated 16.08.2023 in MAT 638 of 2021 & connected matters’ পাবেন। সেটার ঠিক নীচেই ‘Click here to view the Final Vacancy’ আছে। তাতে ক্লিক করতে হবে।
৩) তাহলেই পিডিএফ খুলে যাবে। তাতে বিষয় (যেমন- বাংলা, ইতিহাসের মতো বিষয়); মাধ্যম (বাংলা, উর্দু, হিন্দুর মতো মাধ্যমের স্কুল) এবং শূন্যপদের ক্যাটেগরি (জেনারেল, তফসিলি জাতি ও তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি) ভিত্তিতে শূন্যপদের তালিকা দেওয়া হয়েছে।
উচ্চপ্রাথমিকের শিক্ষক নিয়োগের চূড়ান্ত শূন্যপদের তালিকা
কীভাবে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল দেখবেন?
১) 'West Bengal School Service Commission'-র অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com/sscorg/wbssc/home-তে যেতে হবে।
২) ‘Provisional Panel and Waiting list in c/w Notice vide Memo No.905/6723(IV)/CSSC/ESTT/2023 Dated: 25.08.2023.’ আছে।
৩) সেটার নীচেই 'Click here to view the Panel' আছে। তাতে ক্লিক করতে হবে।
৪) তাহলেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেলের তালিকা খুলে যাবে। যা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখতে পারেন।
আরও পড়ুন: SSC 2023-এর CGL, CHSL, JE ও SI পরীক্ষার তারিখ ঘোষিত, সাইট থেকে কীভাবে জানবেন তথ্য, দেখে নিন
কীভাবে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্ট দেখবেন?
১) 'West Bengal School Service Commission'-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে চাকরিপ্রার্থীদের।
২) ‘Provisional Panel and Waiting list in c/w Notice vide Memo No.905/6723(IV)/CSSC/ESTT/2023 Dated: 25.08.2023.’ দেখতে পাবেন চাকরিপ্রার্থীরা।
৩) ‘Click here to view the Waitlist’ আছে। তাতে ক্লিক করতে হবে চাকরিপ্রার্থীদের। পিডিএফ খুলে যাবে। তা ডাউনলোড করে রেখে দিতে পারেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।