প্রকাশিত হল ২০২২ সালের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) সিভিল সার্ভিসেস ফাইনাল পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীরা UPSC-র অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in থেকে দেখতে পারবেন। দেশে প্রথম স্থান দখল করলেন ইশিতা কিশোর। প্রথম চারটি স্থানেই আছেন মহিলা প্রার্থীরা। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, এবার চাকরির জন্য ৯৩৩ জনের নাম সুপারিশ করা হয়েছে। যেখানে মোট শূন্যপদের সংখ্যা ১,০২২। সর্বাধিক শূন্যপদ আছে সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ 'এ'-তে।
কীভাবে UPSC Civil Services Final Result দেখবেন?
১) ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-তে যেতে হবে।
২) হোমপেজে ‘Final Result - Civil Services (Main) Examination, 2022’-র লিঙ্ক আছে। তাতে ক্লিক করতে হবে।
৩) একটি নয়া পিডিএফ খুলে যাবে। সেখানেই রেজাল্ট দেখতে পারেন। ওই পিডিএফ ডাউনলোড করে ভবিষ্যতের রেখে দিতে পারেন।
UPSC Civil Services Final Result 2022 দেখার ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে
UPSC Civil Services Final Result-র মেধাতালিকা
১) ইশিতা কিশোর।
২) গরিমা লোহিয়া।
৩) উমা হারাথি এন।
৪) স্মৃতি মিশ্র।
৫) ময়ূর হাজারিকা।
৬) গাহানা নভ্যা জেমস।
৭) ওয়াসিম আহমেদ ভট্ট।
৮) অনিরুদ্ধ যাদব।
৯) কণিকা গোয়েল।
১০) রাহুল শ্রীবাস্তব।
UPSC Civil Services Final Result-র আপডেট
১) ইউপিএসসির তরফে জানানো হয়েছে, এবার ‘দেশের সেরা’ চাকরির জন্য ৯৩৩ জনের নাম সুপারিশ করা হয়েছে (জেনারেল প্রার্থী ৩৪৫, আর্থিকভাবে দুর্বল শ্রেণির প্রার্থী ৯৯, অনগ্রসর শ্রেণির প্রার্থী ২৬৩, তফসিলি জাতিভুক্ত প্রার্থী ১৫৪, তফসিলি উপজাতিভুক্ত প্রার্থী ৭২)।
২) ২০২২ সালের সিভিল সার্ভিসেস এগজামিনেশন নিয়মের ২০ (৪) এবং (৫) ধারার আওতায় ১৭৮ জন প্রার্থীকে সংরক্ষিত রাখা হয়েছে (জেনারেল প্রার্থী ৮৯, আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থী ২৮, অনগ্রসর শ্রেণির প্রার্থী ৫২, তফসিলি জাতিভুক্ত প্রার্থী ৫, তফসিলি উপজাতিভুক্ত প্রার্থী ৪)।
আরও পড়ুন: UGC New Portal: ইউজিসির নতুন ২ টি পোর্টাল চালু, রয়েছে কোন বিশেষত্ব? জানুন বিস্তারিত
৩) মোট শূন্যপদ: ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে (আইএএস) ১৮০, ইন্ডিয়ান ফরেন সার্ভিসে (আইএফএস) ৩৮, ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে (আইপিএস) ২০০, সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ 'এ'-তে ৩৬, গ্রুপ 'বি' সার্ভিসেসে ১৩১।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)