প্রকাশিত হল 'স্টেট এলিজিবিটি টেস্ট'-র (সেট) ফলাফল। যে প্রার্থীরা সেট দিয়েছিলেন, তাঁরা পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.wbcsconline.in এবং www.wbcsc.org.in থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। সেইসঙ্গে চূড়ান্ত উত্তরপত্র (ফাইনাল অ্যানসার কি) ও কাট-অফ পার্সেন্টেজও প্রকাশিত হয়েছে। বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান-সহ ৩৩টি বিষয়ের ক্যাটেগরি ভিত্তিক কাট-অফ মার্কস জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। সেইসঙ্গে কোনও প্রার্থী পরবর্তী পর্যায়ের জন্য উত্তীর্ণ হয়েছেন কিনা, তা তাঁর রেজাল্টেই দেখিয়ে দেওয়া হবে।
সেটের বিভিন্ন বিষয়ের কাট-অফ পার্সেন্টেজ
কীভাবে সেটের ফাইনাল 'অ্যানসার কি' দেখবেন?
১) পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbcsc.org.in/wbcsc-তে যেতে হবে।
২) হোমপেজের উপরের দিকে 'State Eligibility Test (SET)' লেখা আছে। তাতে ক্লিক করতে হবে। সেখানে ‘Question Papers & Answer Key’-তে ক্লিক করতে হবে প্রার্থীদের।
৩) নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে 'SET QUESTION PAPER, ANSWER KEY AND JUMBLING ORDER'-র নীচে 'Select SET' ড্রপ-ডাউন বক্স আছে। তাতে ক্লিক করে '25th SET' বেছে নিতে হবে।
৪) একটি নয়া পেজ খুলে যাবে। আর ওই নয়া নিজের বিষয় এবং সেই প্রশ্নপত্রের সিরিজের বেছে নিতে হবে। তারপর স্ক্রিনে ফাইনাল অ্যানসার কি খুলে যাবে। যা ভবিষ্যতের জন্য ডাউনলোড হয়ে যাবে।
'স্টেট এলিজিবিটি টেস্ট'-র (সেট) চূড়ান্ত অ্যানসার কি দেখবেন কীভাবে? ক্লিক করুন এখানে
কীভাবে সেটের ফলাফল দেখতে পারবেন?
১) পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbcsc.org.in/wbcsc-তে যেতে হবে প্রার্থীদের।
২) 'Latest News'-এ 'Click Here for 25th SET Result' আছে। তাতে ক্লিক করতে হবে।
৩) নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। স্ক্রিনে আপনার প্রাপ্ত নম্বর দেখাবে। প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে কত পেয়েছেন, সেটাও দেখিয়ে দেবে। মোট নম্বর দেখাবে। সঙ্গে আপনি 'স্টেট এলিজিবিটি টেস্ট'-র (সেট) পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়েছেন কিনা, তাও জানিয়ে দেওয়া হবে।
'স্টেট এলিজিবিটি টেস্ট'-র (সেট) ফলাফল দেখবেন কীভাবে? ক্লিক করুন এখানে