বাংলা নিউজ > কর্মখালি > Reservation in Polytechnic and ITI: পলিটেকনিক, ITI, ভোকেশনাল সেন্টারে ২০% সংরক্ষণ মেয়েদের; ৫০% জেলার কোটা; কবে চালু?

Reservation in Polytechnic and ITI: পলিটেকনিক, ITI, ভোকেশনাল সেন্টারে ২০% সংরক্ষণ মেয়েদের; ৫০% জেলার কোটা; কবে চালু?

পলিটেকনিক ও আইটিআই কলেজে সংরক্ষণ থাকছে মহিলাদের জন্য। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)

রাজ্যের টেকনিকাল শিক্ষার ক্ষেত্রে জোড়া সংরক্ষণের নিয়ম চালু করতে চলেছে সরকার। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই), পলিটেকনিক কলেজ এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টারে সংরক্ষণের নিয়ম চালু করতে চলেছে রাজ্য সরকার।

পলিটেকনিক কলেজ, আইটিআই এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টারে মহিলাদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এমনই সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ রাজ্যের যে ৩,১৪৭টি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই), পলিটেকনিক কলেজ এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে, সেখানে ২০ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবেন মহিলারা। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, সাধারণত টেকনিকাল ক্ষেত্রে পুরুষদের সংখ্যা বেশি হয়ে থাকে। সেই পরিস্থিতিতে টেকনিকাল ক্ষেত্রেই মহিলাদের যাতে চাকরির সুযোগ বৃদ্ধি পায়, সেটা বিবেচনা করেই সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেইসঙ্গে কয়েকটি জেলার ক্ষেত্রে ৫০ শতাংশ 'ডোমিসাইল' কোটা কার্যকর হবে। অর্থাৎ যে জেলায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, সেই জেলার পড়ুয়াদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। যে নিয়ম ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হতে চলেছে।

মহিলাদের জন্য ২০ শতাংশ সংরক্ষণ

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যের পলিটেকনিক, আইটিআই এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সব কোর্সেই মহিলাদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। দ্বিতীয় পর্বের কাউন্সেলিংয়ের পরও যদি আসন ফাঁকা থাকে, তাহলে সেগুলিতে আর সংরক্ষণ থাকবে না। তাতে যে কেউ ভরতি হতে পারবেন। অর্থাৎ দ্বিতীয় পর্বের কাউন্সেলিংয়ের পরও মহিলাদের জন্য সংরক্ষিত আসন ফাঁকা থাকলে তখন সেগুলি সংরক্ষণের আওতার বাইরে চলে যাবে।

জেলার প্রার্থীদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই পলিটেকনিক কলেজ, আইটিআই এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টারে জেলাভিত্তিক আসন সংরক্ষণের নিয়ম চালু হতে চলেছে। অর্থাৎ যে জেলায় সংশ্লিষ্ট পলিটেকনিক কলেজ, আইটিআই এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে, সেই জেলার পড়ুয়াদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। বাকি ৫০ শতাংশ আসনে অন্য জেলার পড়ুয়ারাও ভরতি হতে পারবেন।

আরও পড়ুন: SSC Exam 2024: কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষাসূচি প্রকাশ! জানুন কোন মাসে কোন পরীক্ষা

তবে সব জেলায় সেই ৫০ শতাংশ সংরক্ষণের কোটা থাকছে না। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, চারটি জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং হাওড়া) থাকছে না সেরকম কোনও সংরক্ষণের বিষয়। সেইসঙ্গে কল্যাণী, চন্দননগর, চুঁচুড়া এবং শ্রীরামপুরের পলিটেকনিক কলেজ, আইটিআই এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টারে জেলাভিত্তিক আসন সংরক্ষণের নিয়ম চালু করা হবে না। অর্থাৎ কোনও নির্দিষ্ট জেলার পড়ুয়াদের ভরতি নেওয়ার নিয়ম কার্যকর হচ্ছে না ওই চারটি জেলা এবং চারটি শহরের পলিটেকনিক, আইটিআই এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলি।

আরও পড়ুন: WB Budget 2024: ট্রেনিং দিতে বরাদ্দ ২০০ কোটি টাকা! রাজ্যে এবার ‘অ্যাপ্রেন্টিস’ প্রকল্প, সুবিধা পাবেন কারা?

কর্মখালি খবর

Latest IPL News

4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি এবার বেটিংয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা, সহজেই জুয়াড়িরা বুঝে নিচ্ছেন ম্যাচের ভবিষ্যৎ দামে কম কাজে সমান, স্টার্কের মতোই রান খরচ করেছেন চামিরা, কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় প্রথাগত বোলিং করলে হবে না, অভিনব ট্যাকটিক্স নিতে হবে, নাইটদের দাওয়াই টেন্ডোর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.