HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > কর্মখালি > ফেব্রুয়ারির মধ্যেই পোশাক মিলবে স্কুল শিক্ষার্থীদের, SI-কে নির্দেশ নবান্নের

ফেব্রুয়ারির মধ্যেই পোশাক মিলবে স্কুল শিক্ষার্থীদের, SI-কে নির্দেশ নবান্নের

ফেব্রুয়ারিতে স্কুল শিক্ষার্থীদের পোশাক দেওয়া সম্পূর্ণ হবে বলে প্রশাসন সূত্রে খবর।

পড়ুয়াদের স্কুলের পোশাক দেওয়া সংক্রান্ত নির্দেশিকা প্রাপ্তির কথা মানছে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলিও। 

স্কুল শিক্ষার্থীদের পোশাক দেওয়ার প্রক্রিয়া শুরু করল পশ্চিমবঙ্গ সরকার। করোনা সংক্রমণের কারণে গত বছর ছাত্র-ছাত্রীদের পোশাক দেওয়া সম্ভব হয়নি। এবার পোশাক দেওয়ার জন্য স্কুলগুলির কাছে নির্দেশ পাঠানো হয়েছে। সব ঠিক থাকলে মার্চে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হতে পারে। তার আগেই ফেব্রুয়ারিতে পোশাক দেওয়া সম্পূর্ণ হবে বলে প্রশাসন সূত্রে খবর।

পড়ুয়াদের স্কুলের পোশাক দেওয়ার বিষয়টি দেখভাল করে সমগ্র শিক্ষা মিশনই। সমগ্র শিক্ষা মিশনের জেলা আধিকারিক সৌমনা বন্দ্যোপাধ্যায় বিষয়টি মেনে নিয়ে জানিয়েছেন, ‘আগামী মাসে ছাত্রছাত্রীদের স্কুলের পোশাক দেওয়া হবে। এ জন্য যে পদক্ষেপ নেওয়ার তা করা হচ্ছে।’ 

প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি রাজ্য থেকে এ ব্যাপারে জেলায় প্রয়োজনীয় নির্দেশ এসেছে। সেই নির্দেশিকা পাঠানো হয়েছে অবর বিদ্যালয় পরিদর্শকদের (এসআই) কাছে। এসআই-রাই চক্রস্তরে (সার্কল) প্রজেক্ট কো-অর্ডিনেটরের দায়িত্বে রয়েছেন। 

পড়ুয়াদের স্কুলের পোশাক দেওয়া সংক্রান্ত নির্দেশিকা প্রাপ্তির কথা মানছে স্কুলগুলিও। শালবনির জয়পুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত মণ্ডল বলেন, ‘গাইডলাইন মেনে পদক্ষেপ করা হবে।’ 

মেদিনীপুর সদর ব্লকের পলাশি প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম্যসুন্দর মহাপাত্র জানিয়েছেন, ‘স্কুলের তরফে যে পদক্ষেপ করার তা করা হচ্ছে।’

প্রশাসন সূত্রে খবর, ফেব্রুয়ারিতে স্কুল থেকে মিড ডে মিলের সামগ্রী বিলির সময়ই স্কুলের পোশাক দেওয়া হবে। মিড ডে মিলের সামগ্রী আনতে পড়ুয়াদের স্কুলে যেতে হয় না। তাদের অভিভাবকেরা যান। এ ক্ষেত্রেও অভিভাবকদের হাতেই স্কুলের পোশাক তুলে দেওয়া হবে। পোশাক নেওয়ার জন্য পড়ুয়াদের আর স্কুলে যেতে হবে না। জেলার এক শিক্ষা আধিকারিক বলেন, ‘স্কুল খোলা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তাই স্কুলের পোশাক অভিভাবকদের হাতে দেওয়া হবে বলেই ঠিক হয়েছে।’ 

শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পোশাক দেওয়া হয়। এ বার নবম শ্রেণির পড়ুয়াদেরও তা দেওয়া হবে। কারণ, গত বছর পোশাক দেওয়া হয়নি। গত বছর যারা অষ্টম শ্রেণিতে পড়ত, তারা এখন নবম শ্রেণিতে পড়ে। এ বারও স্বনির্ভর দলের মাধ্যমেই স্কুল পড়ুয়াদের পোশাক দেওয়া হবে। জানা যাচ্ছে, জেলায় শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়ুয়ার সংখ্যা প্রায় সাড়ে ছ’লক্ষ। প্রত্যেককে দু’সেট করে পোশাক দেওয়া হবে। স্কুলের দু’সেট পোশাক তৈরির জন্য পড়ুয়া পিছু ধার্য করা হয়েছে ৬০০ টাকা। অর্থাৎ, এ ক্ষেত্রে ব্যয় হবে প্রায় ৪০ কোটি টাকা। 

প্রশাসন সূত্রে খবর, চলতি মাসের মধ্যেই টাকা পৌঁছবে স্কুলগুলিতে। নির্দেশিকায় জানানো হয়েছে, জানুয়ারি মাসে মিড ডে মিলের সামগ্রী নিতে যখন স্কুলে আসবেন অভিভাবকেরা, তখন তাঁদের কাছ থেকে পড়ুয়াদের পোশাকের মাপ জেনে নিতে হবে। ১৩ জানুয়ারির মধ্যে মাপ জেনে নেওয়ার কাজ শেষ করতে হবে। ১৮ জানুয়ারির মধ্যে পোশাক সরবরাহকারী স্বনির্ভর দল বাছাই করতে হবে এবং ১৯ জানুয়ারির মধ্যে ওই দলকে বরাত দিতে হবে। ১৯ ফেব্রুয়ারির মধ্যে পোশাক দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। জেলার এক শিক্ষা আধিকারিক জানান, ‘পোশাকের মানের সঙ্গে কোনও রকম সমঝোতা করা হবে না।’

কর্মখালি খবর

Latest News

‘কান্নাকাটি বন্ধ কর তো’,বোলারদের উদ্দেশ্যে বার্তা বিরাটদের প্রাক্তন হেড স্যারের Pakistan বনাম New Zealand ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? সন্দেশখালিতে অস্ত্রের সঙ্গে কার্তুজের বিল হাতে পেলে CBI, খতিয়ে দেখছেন গোয়েন্দারা যেন সত্যিই রাম-সীতা! 'রামায়ণ'-এর সেট থেকে ফাঁস রণবীর-সাই-এর লুক মাথায় বিশাল ছাতা, মায়ের সঙ্গে পিসি করিনার বাড়িতে রাহা 'মন্ত্রিসভা জানতই না' পাহাড়ে শিক্ষক নিয়োগের ‘দুর্নীতির’ দায় এড়াতে মরিয়া রাজ্য রাশিয়া থেকে ভারতমুখী তৈলবাহী জাহাজে হুথি-হানা! আছড়ে পড়ল মিসাইল 'মা-বাবা বাড়িতে না থাকলেই...' ছোটবেলায় আত্মীয়ের হাতে যৌন হেনস্থার শিকার হন সু কপিল-সুনীল একসঙ্গে ফিরতেই সফল ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’, জমিয়ে হল পার্টি… Wolverhampton Wanderers vs Luton Town Live Score, Wolverhampton Wanderers 0-0 Luton Town EPL 2023

Latest IPL News

‘কান্নাকাটি বন্ধ কর তো’,বোলারদের উদ্দেশ্যে বার্তা বিরাটদের প্রাক্তন হেড স্যারের 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি এবার বেটিংয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা, সহজেই জুয়াড়িরা বুঝে নিচ্ছেন ম্যাচের ভবিষ্যৎ দামে কম কাজে সমান, স্টার্কের মতোই রান খরচ করেছেন চামিরা, কটাক্ষ সোশ্যাল মিডিয়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.