বাংলা নিউজ > কর্মখালি > Teachers' Recruitment in West Bengal: মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় ঘোষণা, আরও বেশিদিন করা যাবে আবেদন

Teachers' Recruitment in West Bengal: মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় ঘোষণা, আরও বেশিদিন করা যাবে আবেদন

শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনের সময়সীমা বাড়াল পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, বেসরকারি, সরকার-পোষিত মাদ্রাসায় নবম-দশম শ্রেণি ও একাদশ-দ্বাদশ শ্রেণিতে সহকারি শিক্ষক নিয়োগের জন্য সপ্তম 'স্টেট লেভেল সিলেকশন টেস্ট' (অ্যাসিসট্যান্ট টিটার) তথা SLST-র আবেদনের সময়সীমা বাড়িয়ে আগামী ১৯ জুন করা হয়েছে। 

শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনের সময়সীমা বাড়াল পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। সোমবার মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, বেসরকারি, সরকার-পোষিত মাদ্রাসায় নবম-দশম শ্রেণি ও একাদশ-দ্বাদশ শ্রেণিতে সহকারি শিক্ষক নিয়োগের জন্য সপ্তম 'স্টেট লেভেল সিলেকশন টেস্ট' (অ্যাসিসট্যান্ট টিটার) তথা SLST-র আবেদনের সময়সীমা বাড়িয়ে আগামী ১৯ জুন করা হয়েছে। যে আবেদনের মেয়াদ সোমবার (১২ জুন) শেষ হওয়ার কথা ছিল। একেবারে শেষমুহূর্তে আবেদনের মেয়াদ এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

কীভাবে আবেদন করতে হবে?

১) পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের (The West Bengal Madrasah Service Commission) অফিসিয়াল ওয়েবসাইট www.wbmsc.com-তে যেতে হবে।

২) হোমপেজের বাঁ-দিকে ‘7th STST(AT) 2023’ আছে। নীচেই 'Click here Application Portal' দেখতে পাবেন প্রার্থীরা। ওই লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে লেখা আছে, ‘All candidates are requested to follow the Official Website of the Commission - wbmsc.com from time to time. No separate information/intimation will be provided to the applicants’।

আরও পড়ুন: Appraisal - কোন ফর্মুলায় মাইনে বাড়তে পারে, জেনে নিন

৩) নয়া একটি পেজ খুলে যাবে। পেজের উপরের দিকেই ‘Online Application Portal for 7th SLST(AT) 2023’ আছে। নীচেই আছে 'INSTRUCTION FOR APPLYING FOR 7TH SLST(AT) 2023'। তার ঠিক নীচে আছে 'Apply Online'। ওই লিঙ্কে ক্লিক করতে হবে। তবে সেই লিঙ্কে ক্লিক করার আগে 'Instruction Guidelines'-তে ক্লিক করে আবেদনের নির্দেশিকা পড়ে নিতে হবে পড়ুয়াদের।

৪) 'Apply Online'-তে ক্লিক করলে নয়া একটি পেজ খুলে যাবে। ওই পেজ খুললেই স্ক্রিনে 'Instruction for online application' চলে আসবে। সেটা পড়ে নিতে হবে। আবেদনপত্র পূরণের সময় কী কী করতে হবে, তা দেওয়া যাবে। 'I Understand'-তে ক্লিক করতে হবে। 

৫) তারপর নাম, বাবার নাম, শিক্ষাগত তথ্য, জন্মতারিখ-সহ যাবতীয় তথ্য দিতে হবে। ধীরে-ধীরে আবেদনপত্র পূরণ করে হবে প্রার্থীদের। একেবারে শেষে ফি জমা দিতে হবে। ভবিষ্যতের জন্য আবেদনপত্র ডাউনলোড রেখে দিতে হবে প্রার্থীদের। তা প্রিন্ট-আউট করে রাখতে হবে।

মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের আবেদনের ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে

আরও পড়ুন: Fastest Train in British era: ব্রিটিশ আমলে ভারতের দ্রুততম ট্রেনের নাম জানেন? ২,৪৯৬ কিমি যেত মাত্র ৪৭ ঘণ্টায়!

মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা

প্রায় ২,০০০ সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা ১,৭২৯। যা পরবর্তীকালে হেরফের হতে পারে।

বন্ধ করুন