সাইবার ক্রাইম কনসালট্যান্ট (সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিবমঙ্গ পুলিশ। উত্তরবঙ্গের আটটি সাইবার ক্রাইম থানায় নিয়োগ করা হবে। আপাতত অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হবে।
আরও পড়ুন : সুবর্ণ সুযোগ! ২০৪ শূন্যপদে নিয়োগ করছে রাজ্য সরকার
শূন্যপদ সংখ্যা : আটটি (উত্তরবঙ্গের আটটি থানার জন্য আটজনকে নিয়োগ করা হবে)।
বেতন : প্রতি মাসে বেতন ৩৫,০০০ টাকা। কাজ ও উপস্থিতির উপর ভিত্তিতে বছরে ১,০০০ টাকা বেতন বাড়ার সুযোগ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা :
১) B.E/B.Tech/MCA হতে হবে। বা ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনটেশন ইঞ্জিনিয়ারিংয়ে সমতুল্য ডিগ্রি থাকতে হবে।
অথবা
২) BCA/ B.Sc. ডিগ্রি থাকলেও হবে। সেক্ষেত্রে কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন : West Bengal Government Jobs: লাইব্রেরিয়ান পদে নিয়োগ করছে PSC
আবেদনের প্রক্রিয়া :
১) http://www.wbpolice.gov.in ও www.banglarmukh.gov.in-তে যান।
২) ইচ্ছুক প্রার্খীরা নির্দিষ্ট ফরম্যাটে নিজেদের Resume পাঠান।
৩) igpnbr-slg@policewb.gov.in বা cybercrimenbr@gmail.com-তে মেল করুন।
আরও পড়ুন : West Bengal Government Jobs: ভোটের মুখে প্রায় ২০০০ শূন্যপদে নিয়োগ রাজ্যের
নিয়োগ প্রক্রিয়া : লিখিত পরীক্ষার পর প্রার্থীদের প্র্যাকটিকাল পরীক্ষায় ডাকা হতে পারে। যাঁরা যোগ্যতামান পেরোবেন, তাঁদের ইন্টারভিউয়ে ডাকা হবে।
আবেদনের শেষ তারিখ : ৬ মার্চ, ২০২০।