টানা তিন ম্যাচ জিতে যুব বিশ্বকাপের আগে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের ফাইনালে উঠল অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। লিগের তৃতীয় ম্যাচে ভারতের যুব দল কার্যত একতরফাভাবে উড়িয়ে দেয় আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে।
জোহানেসবার্গে টস জিতে আফগানদের শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক উদয় সাহারান। আফগানিস্তান ম্যাচের একেবারে প্রথম ওভার থেকে উইকেট হারাতে শুরু করে। শেষমেশ তারা দলগত ১০০ রানের গণ্ডিও টপকাতে পারেনি। ব্যাটিং বিপর্যয় সামলাতে না পেরে আফগানিস্তান ৩৩ ওভারে মাত্র ৮৮ রানেই অল-আউট হয়ে যায়।
সাত নম্বরে ব্যাট করতে নেমে নাসির হাসান দলের হয়ে সব থেকে বেশি ৩১ রান করেন। ৬৮ বলের ইনিংসে তিনি ২টি চার মারেন। সোহেল খান ৬৬ বলে ২১ রানের ধীর ইনিংস খেলেন। তিনিও ২টি চার মারেন। এছাড়া ১টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১১ রান করে আউট হন রহিমউল্লাহ জুরমতি। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। খাতা খুলতে পারেননি আফগানিস্তানের তিনজন ব্যাটার, যাঁদের মধ্যে রয়েছেন ক্যাপ্টেন নুমান শাহ।
ভারতের নমন তিওয়ারি ৭ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ১১ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ধনুষ গৌড়া ৮ ওভারে ২টি মেডেন-সহ ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। ৬ ওভারে ১টি মেডেন-সহ ২০ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন আরাধ্য শুক্লা। ৫ ওভারে ১৫ রান খরচ করে ২টি উইকেট নেন প্রিয়াংশু মলিয়া। উইকেট পাননি মুশির খান ও মুরুগান অভিষেক।
জবাবে ব্য়াট করতে নেমে ভারতের যুব দল ১২.১ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৯২ রান তুলে ম্যাচ জিতে যায়। ২২৭ বল বাকি থাকতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে ভারত। ওপেন করতে নেমে আদর্শ সিং ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন। তিনি ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন।
উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম ম্যাচে এই আফগানদের বিরুদ্ধেই ১১২ রান করে অপরাজিত থাকেন আদর্শ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তিনি ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এবার তৃতীয় ম্যাচে ফের হাফ-সেঞ্চুরি করলেন ভারতের বাঁ-হাতি ওপেনার।
ভারতের অপর ওপেনার ইন্নেশ মহাজন ৩টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৪ রান করে নট-আউট থাকেন মুশির খান। ২১ বলের ইনিংসে তিনি ৩টি চার মারেন।
এই জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত। দক্ষিণ আফ্রিকার যুব দলের বিরুদ্ধে শেষ লিগ ম্যাচটি ভারতের কাছে কার্যত নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়।