বুধবার রাতে গুজরাট টাইটানসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর ৪০ তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্তকে আশ্চর্যজনক ফর্মে দেখা গিয়েছে। গুজরাটের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলতে গিয়ে পন্ত মাত্র ৪৩ বলে ৫টি চার ও ৮টি আকাশচুম্বী ছক্কার সাহায্যে অপরাজিত ৮৮ রান করেন। এই সময় ঋষভ পন্ত গুজরাটের ফাস্ট বোলার মোহিত শর্মাকে একহাত নিয়েছিলেন।
ঋষভ পন্ত গুজরাট টাইটানসের এই বোলারকে এতটাই মারেন যে আইপিএলের ইতিহাসে আগে কখও কোনও ব্যাটসম্যান কোনও বোলারকে এতটা মারেননি। হ্যাঁ, এই সময়ে আরসিবি তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির রেকর্ডও ভেঙে দিয়েছেন পন্ত। এই দিন ঋষভের ব্যাটিং দেখে নিজেকে ধরে রাখতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। দিল্লির ইনিংসের শেষ ওভারে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে ঋষভের জন্য তিনি এমন একটি কাজ করলেন যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন… IPL 2024: কমলা টুপির দৌড়ে পন্ত-সুদর্শনদের লম্বা জাম্প, পার্পেল ক্যাপের রেসে চারে উঠলেন কুলদীপ
কখন ঘটনাটি ঘটেছে-
আসল দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং ইনিংসের সময় গুজরাট টাইটানসের হয়ে শেষ ওভারে বল করতে আসেন মোহিত শর্মা। এই ওভারে ঋষভ পন্ত মোট ৩১ রান নেন। এই ওভারের প্রথম বলে ২ রান নেওয়ার পরের বলটি ওয়াইড হয়ে যায়। এক বলে ৩ রান থাকার পর রুদ্রমূর্তি ধারণ করেন ঋষভ পন্ত। এরপরের বলে ছক্কা মারেন। ওভারের তৃতীয় বলে চার মারার পরে, ওভারের শেষ তিন বলে তিনটি ছক্কা মারেন ঋষভ পন্ত। এইভাবে শেষ ওভারে ৩১ রান নিয়ে দলের জন্য ২২৪/৪ রান তোলেন ঋষভ পন্ত।
আরও পড়ুন… IPL 2024 CSK vs LSG: এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ
কী করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
এরপরেই নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান সৌরভ গঙ্গোপাধ্যায়। আসলে ঋষভের এদিনের রুদ্রমূর্তি দেখে অবাক হয়ে যান সৌরভও। গাড়ি দুর্ঘটনার পরে যেভাবে পন্ত মাঠে ফিরে এসেছেন সেটাই সকলের কাছে একটা অনুপ্রেরণা ছিল, এরপরে ব্যাট হাতে তিনি যেভাবে প্রতিপক্ষ বোলারদের ক্লাস নিচ্ছে তা দেখে সকলেই অবাক হয়েছেন। সৌরভও ছাত্রের এমন পারফরমেন্স দেখে তাই নিজেকে ধরে রাখতে পারেননি। একটা বলে ধোনির মতো হেলিকপ্টার শট মারেন ঋষভ পন্ত, এরপরেই নিজের সিট ছেড়ে পন্তকে কুর্নিশ জানান সৌরভ। এই ভিডিয়ো জিও সিনেমার তরফ থেকে পাবলিশ করা হয়। এই ভিডিয়ো পোস্ট করার সময়ে তারা ক্যাপশনে লেখে, ‘যেমন গুরু, তেমন শিষ্য।’
আরও পড়ুন… গুণীকে গুণীর সম্মান, ISL লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগানকে গার্ড অফ অনার ওড়িশা এফসি-র
ম্যাচের ফল কী?
বুধবার রাতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল আইপিএল ২০২৪-এর চল্লিশতম ম্যাচ। এই খেলায় দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটানস। এই হাই-স্কোরিং ম্যাচে, স্বাগতিক দল গিলের গুজরাটকে পরাজিত করে। এই রোমাঞ্চকর ম্যাচে মাত্র চার রানের জেতে দিল্লি। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট। প্রথমে ব্যাট করতে এসে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে দিল্লি তোলে ২২৪ রান। জবাবে গুজরাট তোলে ২২০/৮ রান।