বাংলা নিউজ > ক্রিকেট > Ranji Trophy 2024: রঞ্জিতে চার-ছক্কার ঝড় তুলে IPL-এর মহড়া সারলেন অর্জুন তেন্ডুলকর, ডাবল সেঞ্চুরি হাতছাড়া সুয়াশের

Ranji Trophy 2024: রঞ্জিতে চার-ছক্কার ঝড় তুলে IPL-এর মহড়া সারলেন অর্জুন তেন্ডুলকর, ডাবল সেঞ্চুরি হাতছাড়া সুয়াশের

অর্জুন তেন্ডুলকর। ছবি- টুইটার।

Goa vs Chandigarh Ranji Trophy 2024: চণ্ডীগড়ের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে রানের পাহাড়ে চড়ে গোয়া।

চণ্ডীগড়ের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করলেন অর্জুন তেন্ডুলকর। ৮ নম্বরে ব্যাট করতে নেমে চার-ছক্কার ঝড় তোলেন সচিন পুত্র। পর্ভরিমের গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন অ্যাকাডেমি গ্রাউন্ডে রঞ্জির এলিট-সি গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে গোয়া ও চণ্ডীগড়। এই ম্যাচের প্রথম ইনিংসে নিশ্চিত ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেন সুয়াশ প্রভুদেশাই।

গোয়া প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে তোলে। শতরান করেন দীপরাজ গাঁওকর। হাফ-সেঞ্চুরি করেন কৃষ্ণমূর্তি সিদ্ধার্থ। হাফ-সেঞ্চুরির দোরগোড়া থেকে সাজঘরে ফেরেন ইশান গাড়েকর, রাহুল ত্রিপাঠী ও ক্যাপ্টেন দর্শন মিশাল।

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে গোয়া প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ২৬৭ রান তোলে। ১২৪ রানে নট-আউট ছিলেন সুয়াশ। রাহুল ত্রিপাঠী নট-আউট ছিলেন ব্যক্তিগত ১২ রানে। দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে গোয়া তাদের প্রথম ইনিংসে ব্যাট ছেড়ে দেয় ৭ উইকেটে ৬১৮ রান তুলে।

প্রভুদেশাই ১৯৭ রানে আউট হয়ে বসেন। অর্থাৎ, মাত্র ৩ রানের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। ৩৬৪ বলের ইনিংসে সুয়াশ ১৮টি চার ও ১টি ছক্কা মারেন। রাহুল ত্রিপাঠী ৬টি বাউন্ডারির সাহায্যে ৭০ বলে ৪০ রান করে মাঠ ছাড়েন। দর্শন ৬টি বাউন্ডারির সাহায্য়ে ৭৩ বলে ৪৬ রান করে আউট হন।

আরও পড়ুন:- India A vs England Lions: টেস্ট দলে সুযোগ পাওয়া দুই কিপারের জোরদার লড়াই, ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি জুরেল-ভরতের

সাত নম্বরে ব্যাট করতে নেমে দীপরাজ গাঁওকর ১০১ বলে ১১৫ রানের আগ্রাসী ইনিংস খেলে নট-আউট থাকেন। তিনি ১৫টি চার ও ৪টি ছক্কা মারেন। আট নম্বরে ব্যাট করতে নেমে অর্জুন তেন্ডুলকর ৭০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ৬০ বলের ঝোড়ো ইনিংসে তিনি ৬টি চার ও ৪টি ছক্কা মারেন। মোহিত রেডকর ২টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১৪ রান করে নট-আউট থাকেন।

আরও পড়ুন:- Ranji Trophy 2024: জায়গা হচ্ছে না ভারতীয়-এ দলেও, গুজরাটের বোলারদের যথেচ্ছ ‘পিটিয়ে’ ক্ষোভ মেটালেন মায়াঙ্ক

তার আগে প্রথম দিনে ওপেনার ইশান ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮০ বলে ৪৫ রান করে আউট হন। কৃষ্ণমূর্তি সিদ্ধার্থ করেন ৭৭ রান। ১৫৯ বলের ইনিংসে তিনি ৯টি চার মারেন। ৬ রান করে সাজঘরে ফেরেন স্নেহাল।

চণ্ডীগড় প্রথম ইনিংসে ৯ জন বোলারকে ব্যবহার করে। ২টি উইকেট নেন জগজিৎ সিং। ১টি করে উইকেট নেন রাজ বাওয়া, অর্পিত পান্নু, আর্সলান খান ও কুণাল মহাজন। উইকেট পাননি সন্দীপ শর্মা, মুরুগান অশ্বিন, গৌরব পুরি ও হরনূর সিং। চণ্ডীগড় পালটা ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৭৩ রান তোলে।

ক্রিকেট খবর

Latest News

পুরুষদের কু-প্রস্তাব নিয়ে কথা হচ্ছে, অথচ যে মেয়েরা কাজ পেতে কম্প্রোমাইজের…: এনা চিন কি বিনিয়োগ করার অনুমতি পাবে ভারতে? অবস্থান খোলসা করলেন এস জয়শঙ্কর মইজ্জুর ভারত সফরের আগে মোদীকে অপমানসূচক মন্তব্য করা মলদ্বীপের ২ মন্ত্রীর ইস্তফা আত্মহত্যাই করেছেন অনিল, দাবি পুলিশের! মালাইকার মা বললেন 'ওর কোনও সমস্যা ছিল না…' ‘আমি পুজোয় আছি…’, বার্তা স্বস্তিকার! ট্রোলে জবাব,‘ইচ্ছে না হলে টেক্কা দেখবেন না’ মহিলা ডাক্তারকে হুমকির অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে! কোথায় ঘটল? Axis, HDFC ব্যাঙ্ককে আর্থিক জরিমানা করল RBI, কারণটা জেনে নিন 'ময়নাতদন্ত করতে দেব না'! চিকিৎসককে হুমকি রোগীর পরিবারের ‘পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন?’ নামানো হয়নি নির্দিষ্ট স্টেশনে, প্রৌঢ়ের মৃত্যুতে রেলের গাফিলতি, অভিযোগে বিক্ষোভ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.