রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা - এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত বল করেছেন শাহিন শাহ আফ্রিদি। বিশেষত যেভাবে আউটসুইঙ্গার দিয়ে ‘সেট-আপ’ করে রোহিতকে আউট করেন শাহিন, সেটা দেখার মতো ছিল। হার্দিককে যে স্লোয়ার বলে আউট করেন, তাতেও পাকিস্তানি পেসারের স্কিল ফুটে উঠেছে। সবমিলিয়ে ১০ ওভারে ৩৫ রান খরচ করে চার উইকেট নেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার। আর তাঁর প্রশংসা করতে গিয়ে ভারতীয় ব্যাটারদের ছোট করে দেখান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন যে শাহিনকে ‘ওরা (ভারতীয়রা) খেলতে পারে না।’ যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলের মুখে পড়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। ভারতীয় নেটিজেনরা তাঁকে ট্রোল তো করেছেন, বাদ দেননি পাকিস্তানের নেটিজেনরা।
শনিবার বিকেল ৪ টে ৭ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ (পুরনো টুইটার) পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী লেখেন, 'শাহিন।' ততক্ষণে রোহিতকে আউট করে ফেলেছেন পাকিস্তানের তারকা পেসার। শেষপর্যন্ত নিজের ১০ ওভারের কোটা চার উইকেট নেন। সেই পরিস্থিতিতে নিজের প্রথম টুইট রিটুইট করে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ‘ওরা (ভারতীয়রা) ওকে খেলতে পারে না।’
তারপরই সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলের মুখে পড়েন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। একজন বলেন, 'এই লোকটা ওদের প্রধানমন্ত্রী ছিলেন?' অপর একজন বলেন, ‘বুমরাহকে আসতে দিন (যদিও বুমরাহের মুখে পড়তে হয়নি বাবর আজমদের, কারণ বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে গিয়েছে)।’ আবার পাকিস্তানের আর্থিক দুর্দশা নিয়ে খোঁচা দিয়ে এক নেটিজেন বলেন, 'আপনারা (আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারকে) টাকা শোধ করতে পারেন না।' একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘এসব কথা না ভেবে নিজের দেশের দিকে নজর দিন। কাজে দেবে।’
আরও পড়ুন: IND vs PAK: পূর্বাভাস সত্যি, ভেসে গেল ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি, সুপার ফোরে পাকিস্তান
তবে শুধু ভারতীয়রা নন, পাকিস্তানিরা নেটিজেনরাও তাঁকে তুমুল ট্রোল করেন। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির প্রসঙ্গ তুলে ধরে এক নেটিজেন বলেন, ‘লজ্জা লাগা দরকার আপনার। ইমরান খানের সঙ্গে লড়তে পারেন না।’ অপর এক পাকিস্তানি নেটিজেন বলেন, ‘আপনিই (পাকিস্তানি দলের জন্য) অপয়া।’
(২০২৩ সালের এশিয়া কাপের যাবতীয় তথ্য, বিশ্লেষণ ও টাটকা আপডেট দেখতে এখানে ক্লিক করুন)