অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে ২০২৩ এশিয়া কাপ। সে কারণেই ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। দল ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে দলের সমন্বয় নিয়ে উত্তর দিতে এসেছিলেন প্রধান নির্বাচক অজিত আগারকর ও টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। অনেক প্রশ্নই উঠে আসে এই সাংবাদিক সম্মেলনে। এই সময় কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস নিয়েও প্রশ্ন করা হয়। এর মধ্যে দীর্ঘদিন ধরে দল থেকে ছিটকে হওয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্তের ফিটনেস ও তাঁর দলে ফেরা নিয়েও প্রশ্ন উঠেছিল।
২০২২ সালের ডিসেম্বরে একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ঋষভ পন্ত। এরপরই তাঁর হাঁটুর অস্ত্রোপচারও করতে হয়। গত কয়েক মাস ধরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন পন্ত। এই সময়ে, একটি অনুশীলন ম্যাচে তাঁকে ব্যাট করতে দেখা গিয়ছিল। পন্তের ব্যাট করার ভিডিয়োটিও অতীতে খুব দ্রুত ভাইরাল হয়েছিল। এর পর দলে তাঁর তাড়াতাড়ি ফেরা নিয়েও আলোচনা শুরু হয়। এবার পন্তের দলে ফেরা নিয়ে রোহিতের কাছেই প্রশ্ন করা হল।
ঋষভ পন্তের ফিটনেস নিয়ে করা প্রশ্নে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা বলেন, এশিয়া কাপের দল বাছাই পর্যন্ত তিনি পুরোপুরি ফিট নন। এর পর রোহিতকে যখন প্রশ্ন করা হয়েছিল বিশ্বকাপ পর্যন্ত পন্তের ফিট থাকার বিষয়ে, তিনি বলেছিলেন যে আজ যে রিপোর্ট এসেছে তাতে তিনি এই মুহূর্তে ফিট নন। ঋষভ পন্তের চোটের আপডেট সম্পর্কে রোহিত শর্মাকে জিজ্ঞাসা করেছিল। তাকে প্রশ্ন করা হয়েছিল ঋষভ পন্ত কি বিশ্বকাপে কামব্যাক করতে পারবেন? এই প্রশ্নের জবাবে, রোহিত শর্মা বলেছিলেন, ‘দুর্ভাগ্যবশত, ঋষভ পন্ত এখনও প্রস্তুত নন।’ রোহিত শর্মাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে বিশ্বকাপ পর্যন্ত পন্তের ফিট থাকার কোন সম্ভাবনা আছে কি না? জবাবে রোহিত বলেন, ‘আজকের রিপোর্ট অনুযায়ী, ঋষভ পন্ত এশিয়া কাপের জন্য ফিট নন।’
রোহিত শর্মাও এখানে দলের ব্যাটিং অর্ডার নিয়ে অনেক কথা বলেছেন। রোহিত বলেছেন, দলের ব্যাটিং অর্ডার নমনীয় থাকবে। তাকে নমনীয়তা থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘নমনীয়তা গুরুত্বপূর্ণ, তবে এর অর্থ এই নয় যে ওপেনারকে সাত নম্বরে পাঠানো।’ গত ৪-৫ বছরে তিন নম্বরে ব্যাট করেছেন কোহলি। চার নম্বর এবং পাঁচ নম্বরের জন্য, খেলোয়াড়কে অলস হতে হবে। আমার ক্যারিয়ারের সময়ও এটি ঘটেছে। আমরা ওপেনারকে নীচে নামাব না। সেই পাগলামি করব না।’
চতুর্থ স্থানে টিম ইন্ডিয়া কাকে সুযোগ দেবে, তা এখনও ঠিক হয়নি। রোহিত বলেন, ‘আমাদের কিছু জন আছে যারা চার নম্বরে ব্যাট করতে পারে। এখানে অনেক চ্যালেঞ্জ রয়েছে, চাপের মধ্যে পারফর্ম করা খেলোয়াড়রা ইনজুরিতে পড়েছেন। আমরা বাকিদের সুযোগ দেব।’ একদিকে যেখানে তারকা ব্যাটসম্যান কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার দলে ফিরেছেন, সেখানে জায়গা পাননি যুজবেন্দ্র চাহাল ও অশ্বিন।