Howrah-NJP Special Train Details: হাওড়া থেকে উত্তরবঙ্গগামী স্পেশাল ট্রেন চালু করল রেল, জানুন সময় ও স্টপেজের বিশদ
Updated: 06 May 2024, 11:41 AM ISTতাপপ্রবাহের জেরে পূর্ব ঘোষিত দিনের বহু আগেই ছুটি পড়েছে স্কুলগুলিতে। এই আবহে অনেকেই পরিবার নিয়ে দক্ষিণবঙ্গের দহনজ্বালা থেকে বাঁচতে উত্তরবঙ্গে পাড়ি দিচ্ছেন। তবে এরই মধ্যে দেখা দিয়েছে টিকিটের আকাল। তবে এই সমস্য দূর করতে স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
পরবর্তী ফটো গ্যালারি