সাপের পর এবার করোনা আতঙ্ক! শ্রীলঙ্কার মাটিতে Asia Cup 2023 আয়োজন নিয়ে চিন্তায় উদ্যোক্তারা। শ্রীলঙ্কায় এশিয়া কাপের আয়োজন করাটা কতটা সুরক্ষিত হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর কারণ লঙ্কা প্রিমিয়ার লিগ চলাকালীন দেখতে পাওয়া গিয়েছিল শ্রীলঙ্কার প্রতিটা স্টেডিয়ামের উইকেটই বড্ড স্লো। তার উপর ম্যাচ চলাকালীন ২ বার মাঠের মধ্যে সাপ ঢুকে পড়েছিল। আর এবার কোভিডের আতঙ্ক শুরু হয়েছে। এশিয়া কাপ ২০২৩ শুরুর আগেই টুর্নামেন্ট ঘিরে ফের করোনার ভয়। আর কয়েকদিন বাদেই শুরু হবে এশিয়া কাপের আসর তার আগে করোনায় আক্রান্ত শ্রীলঙ্কার ২ ক্রিকেটার। খবর পাওয়া যাচ্ছে লঙ্কা ব্রিগেডের ওপেনিং ব্যাটার আবিষ্কা ফার্নান্ডো এবং দলের উইকেটরক্ষক কুশল পেরেরা করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও এই বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক খবর দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আসন্ন টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার কোনও সিদ্ধান্ত গ্রহণ করে কি না, সে দিকেই সকলের নজর।
উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন আবিষ্কা ফার্নান্ডো। শ্রীলঙ্কা বনাম জিম্বাবোয়ে একদিনের ক্রিকেট সিরিজের ঠিক আগেই এই ঘটনা ঘটেছিল। প্রায় ২ সপ্তাহ তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। এরপর বুস্টার ডোজও নেন আবিষ্কা ফার্নান্ডো। অন্যদিকে ২০২১ সালের অগস্ট মাসে কুশল পেরেরাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তখন শ্রীলঙ্কায় সীমিত ওভারের ক্রিকেট সিরিজ খেলতে এসেছিল দক্ষিণ আফ্রিকা।
আগামী ৩০ অগস্ট থেকে এশিয়া কাপের আসর বসতে চলেছে। এবারের টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজন করা হচ্ছে। অর্থাৎ পাকিস্তানে খেলা হবে চারটে ম্যাচ, আর বাকি ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। যদিও এই টুর্নামেন্টের আয়োজন পাকিস্তান করছে, তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপে এই টুর্নামেন্টের বহু ম্যাচ টিম ইন্ডিয়া কোনও শর্তেই পাকিস্তানে খেলতে যাবে না। এরপরই হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজন করা হতে চলেছে।
এবারের এশিয়া কাপ টুর্নামেন্টে আগামী ২ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। এই হাইভোল্টেজ ম্যাচটি শ্রীলঙ্কার ক্যান্ডিতে আয়োজন করা হবে। ভারত এবং পাকিস্তান ছাড়াও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং নেপাল। ৬ দলকে মোট ২ ভাগে ভাগ করা হয়েছে। এ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। অন্যদিকে বি গ্রুপে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। তবে টুর্নামেন্ট শুরুর আগে করোনার আতঙ্কে সকলেই ভয় পেতে শুরু করেছে। এখন দেখার উদ্যোক্তারা করোনার সঙ্গে লড়াই করার জন্য কোন উপায় বা কোন পদক্ষপ নেয়।