লখনউয়ের বিপক্ষে আইপিএলের ম্যাচে হারের পর বিরক্ত চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং। নিজেদের হোম গ্রাউন্ডে খেলা হলেও পিচ তাঁদের মনের মতো হয়নি, ফ্লেমিংয়ের কথায় তা স্পষ্ট। অন্যান্যবার দেখা যায় চেন্নাইয়ের পিচ স্পিন সহায়ক হয়। সেই মতো থিকসানা বা স্যান্টনাররা বোলিং করে দলকে গুরুত্বপূর্ণ উইকেট এনে দেন। জাদেজা তো আছেনই। কিন্তু এবারের আইপিএলে চেন্নাইয়ের পিচে স্পিনাররা তেমন সুবিধাই পাচ্ছেন না, বরং পেসাররাই দাগ কাটছেন। যা নিয়ে বেজায় দুশ্চিয়ান্তায় সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাঁর ওপর দলে অধিনায়ক বদল হয়েছে। ফলে খেলোয়াড়দের মোটিভেশনের দায়িত্ব অন্যান্যবারের তুলনায় এবার বেশি কিউয়িদের প্রাক্তন অধিনায়কেj ওপর। কিন্তু পিচের কারণে যে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে এবারের আইপিএলে তা এক কথায় স্বীকার করে নিলেন ফ্লেমিং। পরিস্থিতি এতটাই জটিল, যে বাধ্য হয়ে লখনউয়ের বিপক্ষে নিজেদের দলের দুই সেরা স্পিনার রবীন্দ্র জাদেজা এবং মইন আলিকে মাত্র ২ ওভার করে বোলিং করান চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ। তারই মধ্যে ডিউ ফ্যাক্টর রয়েছে, যা স্পিনারদের বল ঘোরানোর ক্ষমতা হ্রাস পাইয়েছে।
আট ম্যাচ থেকে আট পয়েন্ট। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারে জোড়া সাক্ষাৎ-এই হেরেছে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে। এবারে চারটি হোম ম্যাচের মধ্যে মাত্র ৪টি উইকেট পেয়েছে স্পিনাররা, বাকি ২২টা উইকেট নিয়েছে পেসাররা। দলে চোটাঘাত রয়েছে একাধিক। কখনও রাহানে কাফ মাসেলে চোট ধরা পড়ে মাঠের বাইরে ছিলেন, তো কখনও পথিরানাকে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য বাইরে বসতে হয়েছিল। মে মাসের ১ তারিখের পর মুস্তাফিজুর রহমানকেও পাওয়া যাবে না। চোট পেয়ে ছিটকে যাওয়া ডেভন কনওয়ের বদলি রিচার্ড গ্লিসন এখনও দলের সঙ্গে যোগ দেননি। এত সমস্যার মাঝেও দল চেষ্টা চালাচ্ছে, কিন্তু পিচ থেকে একটুও সুবিধা না পাওয়ায় হতাশ কোচ ফ্লেমিং।
আরও পড়ুন-IPL 2024-মানুষের মধ্যে ভগবান! SRH-র বিস্ফোরণের মধ্যেও বুমরাহের বোলিং দেখে মুগ্ধ স্টেইন
ব্ল্যাক ক্যাপসদের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন ক্রিকেটার বলছেন, ‘এখানে উইকেট থেকে কোনও সুবিধা পাওয়া যাচ্ছে না। এর আগে একটা পিচ ছিল, যেখানে টার্ন ছিল, আমরা সহজে জিততে পারতাম। হোম গ্রাউন্ডে খেলা হওয়ায় সেরকমভাবেই দল বেছে নিতে হয়। কিন্তু সেখানে যদি সুবিধা না পাওয়া যায়, তাহলে তো সেটা ঠিক নয়। তবে সেসব নিয়ে শুধু ভাবলে হবে না, আরও ভালো ভাবে ফিরতে হবে। কয়েক ম্যাচ পরই মুস্তাফিজুর চলে যাবে। মিচেলকেও টপ অর্ডারে খেলাতে চলেছি আমরা। ওই পজিশনে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন খেলছে’।
আরও পড়ুন-IPL 2024- চুক্তি থেকে বাদ, আইপিএলে শতরানের পর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন স্টইনিস
রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাইতে ম্যাচ রয়েছে ধোনিদের। সেখানে ট্রাভিস হেডকে চুপ করিয়ে রাখতে পারেন কিনা দীপক চাহার, পথিরানারা, সেদিকেই চোখ সকলের।