বহুদিন বাদে কাঙ্খিত সাফল্য পেয়েছেন অক্ষয় কুমার। টাইগার শ্রফের সঙ্গে তাঁর সিনেমা বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ পেরিয়েছে ১০০ কোটির ঘর। আপাতত খিলাড়ি কুমার ব্যস্ত রয়েছেন জলি এলএলবি ৩-এর কাজে। আর সেই শ্যুটের মাঝেই রাজস্থানের পুষ্করে পুজো দিলেন তিনি। গেলেন সেখানকার বিখ্যাত ব্রহ্মা মন্দিরে। সাদা পোশাকে বেশ কিছুক্ষণ মন্দিরে কাটান তিনি। পুরোহিতের সঙ্গে তোলা একটি ছবিও ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।
ব্রহ্মা মন্দিরে অক্ষয়:
অক্ষয় কুমারের কেরিয়ারে এখন ব্যর্থতাই পরপর। বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ বহুকষ্টে ১০০ কোটির ঘর পেরোতে পারলেও, বিগত কয়েক বছরে ওএমজি ২ ছাড়া অক্ষয়ের ঝুলিতে বড় সাফল্য নেই বললেই চলে। তবে তিনি যে থমকে যেতে রাজি নন, তা বুঝিয়ে দিয়েছে কাজের প্রতি তাঁর উৎসাহ। এত সহজে হাল ছাড়ার বান্দা নন তিনি।
দেখুন ব্রহ্ম মন্দিরে অক্ষয় কুমারের ছবিগুলি-
অভিনেতার পোস্টে এক ব্যক্তি মন্তব্য করেন, ‘ঠাকুরকে মন থেকে ডাকুন, যাতে একটা অন্তত হিট দেয়’। দ্বিতীয়জন লিখলেন, ‘আমাদের বিশ্বাস তুমি ফিরে আসবে আক্কি, একটা ভালো স্ক্রিপ্ট খোঁজ, তারপর আমরা সবাই তোমার সঙ্গে।’ তৃতীয়জনের মন্তব্য়, ‘এই লোকটাকে সবসময়ই হ্যান্ডসাম লাগে।’
আরও পড়ুন: টাইটানিক, লর্ড অফ রিংস খ্যাত বার্নার্ড হিলস প্রয়াত হলেন ৭৯ বছর বয়সে।
পুষ্করের বিখ্যাত ব্রহ্মা মন্দির:
রাজস্থানের ঐতিহ্যবাহী শহর হল পুষ্কর। আজমের থেকে দূরত্ব ১১ কিমি। পুষ্কর হ্রদের কাছে অবস্থিত এই মন্দিরটি। যা প্রায় ২০০০ বছর আগে তৈরি করা হয়েছিল বলে বিশ্বাস। এর বর্তমান রূপটি নির্মিত হয় ১৪ শতকে। প্রায় ৫০০টির বেশি মন্দির রয়েছে এখানে। তবে সেগুলোর মধ্যে ব্রহ্মা মন্দিরটি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। কিংবদন্তি অনুসারে, ব্রহ্মা যজ্ঞ করার জন্য পৃথিবীতে অবতরণ করেছিলেন এবং তাঁর মন্দির নির্মাণের জন্য এই পবিত্র স্থানটিকে বেছে নিয়েছিলেন।
জলি এলএলবি ৩-এর আপডেট
জলি এলএলবি ফ্র্যাঞ্চায়েজির প্রথম পার্টে অভিনয় করেন আরশাদ ওয়ারসি। যা ছিল সুপার ডুপার হিট। এরপর দ্বিতীয় কিস্তিতে মুখ্য চরিত্রে দেখা যায় অক্ষয় কুমারকে। সেই ছবিও খারাপ ফল করেনি। তবে তিন নম্বর পার্টে মুখোমুখি দুই জলি।
কদিন আগে শ্যুট শুরুর খবর দিয়েছিলেন অক্ষয় কুমার। একটি ভিডিয়ো শেয়ার করে নিয়েছিলেন কালো পোশাকে তাঁর আর আরশাদের। যেখানে তাঁরা একে-অপরের প্রতিপক্ষ। আর ক্যাপশনে লেখেন, ‘কে আসল আর কে নকল সেটা তো এখন বোঝা যাচ্ছে না, তবে যাই হোক না কেন, বেশ মজাদার একটা অভিজ্ঞতা হতে চলেছে। আমাদের সঙ্গে থাকবেন, জয় মহাকাল। ’