জম্মু ও কাশ্মীরের পুঞ্চে জঙ্গি হামলায় সম্প্রতি শহিদ হয়েছেন বায়ুসেনার এক আধিকারিক। সেই জঙ্গি হামলাকে এবার 'পূর্বপরিকল্পিত স্টান্ট' হিসেবে আখ্যা দিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জলন্ধর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী চরণজিৎ সিং চন্নি। তাঁর দাবি, লোকসভা ভোটের আগে কেন্দ্রের বিজেপি সরকার ইচ্ছে করে এই হামলা ঘটিয়েছে। তাঁর কথায়, 'এটা কোনও জঙ্গি হামলা নয়। এটা পুরো স্টান্টবাজি। যখনই নির্বাচন আসে, তখনই এই ধরনের স্টান্ট করা হয়। বিজেপির জয় নিশ্চিত করার জন্যেই এই সব স্টান্ট করা হয়। এই হামলা পূর্বপরিকল্পিত ছিল। এর মধ্যে কোনও সত্যতা নেই।' কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, 'মানুষকে মেরে তাদের মৃতদেহ নিয়ে খেলা করতে ভালো ভাবেই জানে বিজেপি।' (আরও পড়ুন: ভোটারদের ফোন নম্বর নিয়ে বড় প্রতিশ্রুতি TMC-র, বিধি ভঙ্গের অভিযোগ BJP-র)
আরও পড়ুন: খেলা ঘুরবে বাঁকুড়ায়? সুভাষের বিরুদ্ধে বিদ্রোহী BJP নেতাকে সমর্থন হিন্দু সংগঠনের
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের পুলওয়ামা হামলার পরও বিরোধীরা অভিযোগ করেছিল, ভোটের আবহে জনসমর্থন পেতে ৪০ জন সিআরপিএফ জওয়ানকে 'বলি' হতে দিয়েছিল বিজেপি। পরে বালাকোট এয়ারস্ট্রাইকের 'প্রমাণ' চেয়েছিল কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীরা। সেই সময় এই নিয়ে বেশ বিতর্ক হয়েছিল। পরে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মলিক দাবি করেছিলেন, কেন্দ্রের গাফিলতিতেই নাকি ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন: সন্দেশখালি 'স্টিং অপারেশন' নিয়ে গঙ্গাধরের সাফাইয়ের পর 'অন্য সুর' রেখার গলায়
এদিকে রবিবার পঞ্জাবে ভোট প্রচারে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। পুঞ্চ হামলা নিয়ে চন্নির বিতর্কিত দাবির পরিপ্রেক্ষিতে পালটা জবাব দেন বিজেপি নেতা। তিনি বলেন, 'কংগ্রেসের জন্যে আমার একটা প্রশ্ন আছে: ১৯৬২, ৯১৬৫, ১৯৭১ সালের যুদ্ধগুলি নির্বাচনে জেতার জন্যে করা হয়েছিল? এই ধরনের বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীদের ক্ষমা চাওয়া উচিত। তারা বারবার আমাদের সামরিক বাহিনীর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। কংগ্রেস আর কত নীচে নামবে? নির্বাচনে জেতার জন্য আমাদের বীর জওয়ানদের আর কত অপমান করবে?'
উল্লেখ্য, শনিবার বায়ুসেনার কনভয়তে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই হামলায় পাঁচ বায়ুসেনা আধিকারিক গুরুতর ভাবে জখম হন। তাঁদের মধ্যে একজন পরবর্তীতে শহিদ হন। শহিদ বায়ুসেনা আধিকারিকের নাম কর্পোরাল ভিক্কি পাহাড়ে। সেই জঙ্গি হামলা নিয়েই বিতর্কিত মন্তব্য করেন চরণজিৎ চন্নি। আর তারই জবাবে কংগ্রেসকে পালটা আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।