বাংলা নিউজ > ক্রিকেট > জীবনকৃতির টাকা নিলেন না, ২ লাখ টাকা দান ইডেনের মাঠকর্মীদের, মন জিতলেন বাংলার প্রাক্তন ক্রিকেটারের

জীবনকৃতির টাকা নিলেন না, ২ লাখ টাকা দান ইডেনের মাঠকর্মীদের, মন জিতলেন বাংলার প্রাক্তন ক্রিকেটারের

রাজু মুখোপাধ্যায়ের হাতে জীবনকৃতি সম্মান তুলে দিচ্ছেন সিএবি সভাপতি। ছবি-পিটিআই (PTI)

এবার সিএবির পক্ষ থেকে জীবনকৃতি সম্মান দেওয়া হয় প্রাক্তন বাংলার ক্রিকেটার রাজু মুখোপাধ্যায়কে। জীবনকৃতি পুরস্কারের ২ লক্ষ টাকা ইডেনের মাঠ কর্মীদের দান করলেন তিনি।

শনিবার ছিল সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন নামিদামি মানুষেরা। এমনকী এই মঞ্চে গানও করেন নচিকেতা। সঞ্চালক হিসেবে দেখা গিয়েছে মিরকে। এই মঞ্চেই ঘটল অসাধারণ মুহূর্ত। ক্রিকেটপ্রেমীরা সকলেই জানে রাজু ওরফে সত্যব্রত মুখোপাধ্যায়কে। সঙ্গে তিনি যে বড় মনেরও মানুষ তার প্রমাণ দিলেন সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। এই মঞ্চে সত্যব্রত মুখোপাধ্যায়কে দেওয়া হয় জীবনকৃতি পুরস্কার। এর সঙ্গে সঙ্গেই তিনি যখন জানতে পারেন তাঁকে ২ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে। তখন তা শুনতে পেরে তিনি বলেন এই অর্থ ইডেনের মাঠ কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হোক, তাহলেই তিনি খুশি হবেন। এই বিষয়ে রাজু মুখোপাধ্যায় বলেন, 'আমাকে যে ২ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে সেটা আমাকে না দিয়ে সেই টাকা মাঠকর্মীদের মধ্যে ভাগ করে দিলে আমি সব থেকে বেশি খুশি হব।'

বর্তমান সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করেন নতুন এক পুরস্কার যাতে চালু করা যায় তার জন্য। রাজু মুখোপাধ্যায়ের কথায়, 'স্নেহাশিস তুমি তো সিএবির সভাপতি হয়ে মাঝেমধ্যেই অনেক নতুনত্ব কিছু কর। আমার মনে হয় এর পরের বছর থেকেই মরণোত্তর জীবনকীর্তি সম্মান যদি দিতে পারো তাহলে খুব ভালো হয়। কারণ পঙ্কজ রায় এই সম্মানের যোগ্য। কিন্তু তিনি তো আর এখন বেঁচে নেই। তাই যদি মরণোত্তর জীবন কীর্তি দেওয়া যায় তাহলে ভাল হয়। তিনি যদি এই সম্মান না পান আমার হাতে এই সম্মান কিভাবে তার মানাবে।'

সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে জীবনকৃতি পুরস্কার দেওয়া হয় প্রাক্তন মহিলা ক্রিকেটার শর্মিলা চক্রবর্তীকে। এই পুরস্কার নিয়ে তিনি বলেন, 'এই সম্মান দেওয়ার জন্য সিএবিকে অনেক ধন্যবাদ। আমি গর্ববোধ করছি। এই অনুষ্ঠান আয়োজন করার জন্য তাদেরকে সাধুবাদ জানাই।' এর সঙ্গে সঙ্গে বর্তমান ক্রিকেটারদেরও পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। সিএবির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন সুদীপ ঘরামি। বর্ষসেরা বোলারের পুরস্কার পেয়েছেন আকাশদীপ তবে এই দুই ক্রিকেটার বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। জেন্টালম্যান ক্রিকেটের পুরস্কার পেয়েছেন, অনুষ্টুপ মজুমদার। এই পুরস্কার নিয়ে তিনি বলেন, 'সিএবি আমাকে অনেক কিছু দিয়েছে। এই পুরস্কারের জন্য অনেক ধন্যবাদ। আমি সারা জীবন সততার সঙ্গে ক্রিকেট খেলে যাবার চেষ্টা করেছি যার পুরস্কার আজ দেওয়া হলো বলে মনে করছি।'

এদিনের অনুষ্ঠানে বিশ্বকাপ ট্রফিও সবার সামনে নিয়ে আসা হয় এই দিন অনুষ্ঠানের পর সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, 'আমরা এই অনুষ্ঠান খুব ভালোভাবেই করার চেষ্টা করেছি। সিএবির পুরস্কার বিতরণী অনুষ্ঠান মানে একটা আলাদা মঞ্চ। আমরা যখন ক্রিকেট খেলতাম সে সময় পুরস্কার পাওয়ার চেষ্টা করতাম অনেক। বর্তমান ক্রিকেটারদের মধ্যেও এই খিদে রয়েছে। আগামী প্রজন্ম যত ভালো করবে ততই বাংলার ক্রিকেট এগিয়ে যাবে।'

বন্ধ করুন