শুভমন গিল যে অনেকেরই হার্টথ্রব, তা সোশ্যাল মিডিয়া খুললেই বোঝা যায়। অনেকে তো গিল যে দলে খেলেন, সেই দলকেই শুধুমাত্র সমর্থন করেন। আর গিলের প্রতি সেই ভালোবাসার মাত্রা যে কতটা হতে পারে, সেটা এক যুবতীর প্রতিক্রিয়া দেখে বোঝা গেল। গিলকে দেখে তাঁর চোখ-মুখের এমনই অভিব্যক্তি হল, যে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের একাংশ তো বলতে শুরু করেছেন, ‘যুবতীর যেমন অভিব্যক্তি ছিল, (গিলকে দেখলে) আমারও ঠিক সেরকম হবে।’ একজন তো আবার একধাপ এগিয়ে বলেছেন, ‘হিরো এন্ট্রি নিতেই সকলের দিলের ঘণ্টি বেজে গিয়েছে।’ বাকিরাও ওই ভিডিয়ো আপ্লুত হয়ে গিয়েছেন। আর ওই যুবতীর জায়গায় নিজেকে দেখতে পাচ্ছেন।
ভাইরাল ভিডিয়োটা দেখেছেন তো? কখন ঘটেছে?
আইপিএলের মধ্যেই গুজরাট টাইটানসের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে টিম হোটেলে চেক-ইন করছিলেন গিল। টিম হোটেলে যেমন প্রত্যেক খেলোয়াড়কে বরণ করে নেওয়া হয়, সেরকমভাবেই অভ্যর্থনা জানানো হচ্ছিল গুজরাটের অধিনায়ককে। কিন্তু সেইসব ছাপিয়ে ওই যুবতীর প্রতিক্রিয়া যাবতীয় নজর কেড়ে নিয়েছে।
আরও পড়ুন: IPL 2024: T20 ক্রিকেটের ইতিহাসে বিরল নজির মহেন্দ্র সিং ধোনির, স্পর্শ করলেন বিরাট কোহলিকে
গুজরাটের তরফে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে, তাতে দেখা গিয়েছে যে গিলরা যেখান দিয়ে ঢুকছেন, তাঁর দু'পাশে দাঁড়িয়ে আছেন অনেকে। তাঁরা হাততালি দিয়ে গুজরাটের খেলোয়াড়দের অভ্যর্থনা জানাচ্ছেন। গিলের বাঁ-দিকে যাঁরা ছিলেন, তাঁরাও হাততালি দিচ্ছেন। আর এক যুবতী কার্যত হতভম্ব হয়ে গিলকে দেখতে থাকেন। তাঁর যে অভিব্যক্তি ছিল, সেটা ভাষায় বর্ণনা অত্যন্ত দুষ্কর। ওটা ওই যুবতীর পুরো ‘ফ্যান মুহূর্ত’ ছিল।
ওই যুবতী আসলে কে, তা জানা না গেলেও তাঁর অভিব্যক্তিতে মজে গিয়েছে নেটপাড়া। এক নেটিজেন বলেন, ‘গিল সাব সবসময় কিল করেন।’ অপর এক নেটিজেন বলেন, ‘ক্যাপ্টেন সাব তো দিনে-দিনে আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’ একজন আবার বলেন, ‘আমার যদি ওঁর সঙ্গে দেখা হয়, তাহলে আমারও এরকম অভিব্যক্তি হবে।’ অপর একজন বলেন, ‘এক হি তো দিল হ্যা, কিতনে বার জিতেগো।’ এক নেটিজেন আবার বলেন, ‘প্রিন্স।’
আরও পড়ুন: IPL 2024: ১০৫ রানের ইনিংস খেলে Orange Cap-র দৌড়ে রোহিতের লম্বা জাম্প! চাহালের দখলে Purple Cap
আর সেই ‘প্রিন্স’ গিল এবার আইপিএলে গুজরাটের অধিনায়কত্ব করছেন। আপাতত পয়েন্ট তালিকায় ছয় নম্বরে আছে গিলের দল। ছ'টি ম্যাচ খেলেছে। তিনটি জিতেছে। তিনটি ম্যাচে হেরেছে। সপ্তম ম্যাচে আগামী বুধবার (১৭ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আমদাবাদে খেলবেন গিলরা। আর কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে গিলদের ম্যাচ আছে আগামী ১৩ মে। আমদাবাদে সেই ম্যাচ হবে। এবার ইডেনে গুজরাটের খেলা পড়েনি।
আরও পড়ুন: T20-তে মানিয়ে নিতে কিছুটা সময় লাগছিল- শুরুতে সাফল্য না পাওয়ার কারণ বোঝালেন মিচেল স্টার্ক