পাঁচবারের চ্যাম্পিয়নদের সঙ্গে ২০২২-এর ট্রফিজয়ীদের লড়াই। তবে আমদাবাদে গুজরাট টাইটানস বনাম মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২৪-এর পঞ্চম লিগ ম্যাচটি মাত্রা পাচ্ছিল অন্য কারণে। এই ম্যাচটি বিবেচিত হচ্ছিল গুজরাট টাইটানস বনাম হার্দিক পান্ডিয়ার লড়াই হিসেবে। ২০২২ সালে আইপিএলের আঙিনায় আবির্ভাবেই হার্দিক পান্ডিয়ার হাত ধরে চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটানস। ২০২৩ সালে ফের হার্দিকের নেতৃত্বেই আইপিএলের ফাইনালে ওঠে টাইটানস। পরপর দু'বার ক্যাপ্টেন হিসেবে গুজরাটকে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ফাইনালে তোলার পরে এবছর হঠাৎই দল ছাড়েন পান্ডিয়া। তিনি ফেরেন পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে। রবিবার মুম্বইয়ের নেতা হিসেবে গুজরাটের বিরুদ্ধে মাঠে নামেন হার্দিক। স্বাভাবিকভাবেই স্পটলাইট ছিল তাঁর দিকে। যদিও রোহিতের হাত থেকে নেতৃত্ব নিয়ে হার্দিক পান্ডিয়া মুম্বইকে টুর্নামেন্টের শুরুতে সাফল্য এনে দিতে ব্যর্থ হন। প্রথম ম্যাচে গুজরাটের বাধা টপকানো সম্ভব হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষে।
GT vs MI Live Score: শেষ হল গুজরাট বনাম মুম্বই ম্যাচের লাইভ ব্লগ
গুজরাট টাইটানস বনাম মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২৪-এর পঞ্চম লিগ ম্যাচের লাইভ ব্লগ শেষ হল এখানেই। ম্যাচের প্রতিটি মুহূর্তের বিস্তারিত বিবরণ জানতে চোখ রাখুন এই ব্লগে। এছাড়া আইপিএল সংক্রান্ত যাবতীয় খবর, স্কোর আপডেট, তথ্য-পরিসংখ্যানের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
GT vs MI Live Score: ম্যাচের সেরা সুদর্শন
মুম্বই ইন্ডিয়ান্স জিতলে নিঃসন্দেহে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার উঠত জসপ্রীত বুমরাহর হাতে। তবে মুম্বই শেষমেশ হেরে যাওয়ায় ট্র্যাজিক হিরো হয়ে থেকে যেতে হয় বুমরাহকে। গুজরাট টাইটানসের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৪৫ রানের লড়াকু ইনিংস খেলা সাই সুদর্শন শেষমেশ ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। তিনি ৩৯ বলের ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা মারেন।
GT vs MI Live Score: রুদ্ধশ্বাস জয় গুজরাট টাইটানসের
জয়ের জন্য শেষ ২ বলে ৯ রান দরকার ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। তবে তারা ২ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। গুজরাট টাইটানসের ৬ উইকেটে ১৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ৯ উইকেটে ১৬২ রানে আটকে যায়। ৬ রানের উত্তেজক জয় তুলে নেয় গুজরাট টাইটানস। বুমরাহ ও মুলানি উভয়েই ব্যক্তিগত ১ রানে অপরাজিত থাকেন। উমেশ যাদব ৩ ওভারে ৩১ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। সুতরাং, ক্যাপ্টেন হিসেবে নিজের প্রথম ম্যাচেই জয়ের মুখ দেখেন শুভমন গিল। মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয় হার্দিক পান্ডিয়াকে।
GT vs MI Live Score: পরপর ২ বলে হার্দিক ও চাওলাকে ফেরালেন উমেশ
শেষ ওভারে বল করতে আসেন উমেশ যাদব। তাঁর প্রথম বলে ছক্কা মারেন হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় বলে চার মারেন তিনি। তবে তৃতীয় বলে ফের বড় শট খেলার চেষ্টায় আউট হয়ে বসেন মুম্বই দলনায়ক। ১৯.৩ ওভারে উমেশ যাদবের বলে রশিদ খানের হাতে ধরা পড়ে যান হার্দিক। ৪ বলে ১১ রান করে মাঠ ছাড়েন তিনি। মুম্বই ১৬০ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পীযূষ চাওলা। তবে তিনি মাঠে নেমে প্রথম বলেই আউট হয়ে বসেন। ১৯.৪ ওভারে উমেশ যাদবের বলে রশিদ খানের হাতে ধরা পড়েন পীযূষ। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন তিনি। মুম্বউ ১৬০ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জসপ্রীত বুমরাহ।
GT vs MI Live Score: একই ওভারে তিলক ও কোয়েটজিকে ফেরালেন জনসন
১৯তম ওভারে বল করতে আসেন স্পেনসার জনসন। প্রথম বলেই ছক্কা মারেন তিলক বর্মা। তবে দ্বিতীয় বলে আউট হয়ে বসেন তিনি। ১৮.২ ওভারে জনসনের বলে পরিবর্ত ফিল্ডার অভিনব মনোহরের হাতে ধরা পড়েন তিলক বর্মা। তিনি ১৯ বলে ২৫ রান করেন। মারেন ১টি চার ও ১টি ছক্কা। মুম্বই ১৪৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেরাল্ড কোয়াটজি। ওভারের শেষ বলে আউট হয়ে বসেন তিনি। বড় শট নেওয়ার চেষ্টায় বল হাওয়ায় ভাসিয়ে বসেন জেরাল্ড। দৌড়ে গিয়ে নিজেই ক্যাচ ধরেন বোলার জনসন। ৩ বলে ১ রান করে মাঠ ছাড়েন কোয়েটজি। মুম্বই ১৫০ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শামস মুলানি। জিততে শেষ ওভারে ১৯ রান দরকার মুম্বইয়ের। জনসন ২ ওভারে ২৫ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন।
GT vs MI Live Score: ডেভিডকে ফেরালেন মোহিত
১৮তম ওভারে বল করতে আসেন মোহিত শর্মা। এটি তাঁর কোটার শেষ ওভার। ওভারের দ্বিতীয় বলে চার মারেন টিম ডেভিড। তৃতীয় বলে ২ রান নেন তিনি। চতুর্থ বলেও ২ রান নেন ডেভিড। পঞ্চম বলে কোনও রান ওঠেনি। ওভারের শেষ বলে মোহিতকে উইকেট দিয়ে বসেন ডেভিড। ১৭.৬ ওভারে মোহিত শর্মার বলে বড় শট নেওয়ার চেষ্টায় ডেভিড মিলারের হাতে ধরা পড়েন টিম ডেভিড। ১০ বলে ১১ রান করেন তিনি। মারেন ১টি চার। মুম্বই ইন্ডিয়ান্স ১৪২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। মোহিত ৪ ওভারে ৩২ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। তিলক ব্যাট করছেন ১৯ রানে। জিততে ২ ওভারে ২৭ রান দরকার মুম্বইয়ের।
GT vs MI Live Score: কৃপণ বোলিং রশিদ খানের
১৭তম ওভারে মাত্র ৩ রান খরচ করেন রশিদ খান। গুজরাট টাইটানস চাপ বাড়াচ্ছে মুম্বই শিবিরে। ১৭ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৪ উইকেটে ১৩৩ রান। তিলক বর্মা ১৭ বলে ১৯ রান করেছেন। তিনি ১টি চার মেরেছেন। ৪ বলে ৩ রান করেছেন টিম ডেভিড। রশিদ খান ৪ ওভারে মাত্র ২৩ রান খরচ করেন। যদিও কোনও উইকেট পাননি তিনি। জয়ের জন্য শেষ ৩ ওভারে ৩৬ রান দরকার মুম্বই ইন্ডিয়ান্সের। সুতরাং, জিততে হলে ওভার প্রতি ১২ রান তুলতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। এমন পরিস্থিতিতে কাজটা নিতান্ত সহজ হবে না মুম্বই শিবিরের পক্ষে।
GT vs MI Live Score: ব্রেভিসকে ফেরালেন মোহিত
বড় ধাক্কা মুম্বই শিবিরে। ১৬তম ওভারে সেট হয়ে যাওয়া ডেওয়াল্ড ব্রেভিসকে ফেরালেন মোহিত শর্মা। ১৫.৫ ওভারে মোহিতের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ব্রেভিস। মোহিত নিজের বলে রোহিতের ক্যাচ ধরতে না পারলেও এবার আর ভুল করেননি। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন ব্রেভিস। ৩৮ বলে ৪৬ রান করেন তিনি। মারেন ২টি চার ও ৩টি ছক্কা। দলগত ১২৯ রানে ৪ উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাট করতে নামেন টিম ডেভিড। জিততে ৪ ওভারে ৩৯ রান দরকার মুম্বইয়ের। মোহিত ৩ ওভারে ২৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। তিলক ১৮ রানে ব্যাট করছেন।
GT vs MI Live Score: ৫ ওভারে ৪৩ রান দরকার মুম্বইয়ের
১৪তম ওভারে বল করতে আসেন মোহিত শর্মা। তাঁর ওভারের তৃতীয় বলে চার মারেন তিলক বর্মা। ওভারে ৯ রান ওঠে। মোহিত শর্মা ২ ওভারে ১৯ রান খরচ করেছেন। ১৫তম ওভারে রশিদকে আক্রমণে নিয়ে আসে গুজরাট টাইটানস। কৃপণ বোলিং করেন রশিদ। সেই ওভারে মাত্র ৫ রান খরচ করেন তিনি। ১৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১২৬ রান। ৩৭ বলে ৪৬ রান করেছেন ডেওয়াল্ড ব্রেভিস। মেরেছেন ২টি চার ও ৩টি ছক্কা। ১০ বলে ১৫ রান করেছেন তিলক বর্মা। মেরেছেন ১টি চার। রশিদ খান ৩ ওভারে ২০ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি তিনি। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৪৩ রান দরকার মুম্বই ইন্ডিয়ান্সের।
GT vs MI Live Score: রোহিতকে ফেরালেন সাই কিশোর
১৩তম ওভারে মুম্বই শিবিরে মোক্ষম আঘাত হানেন সাই কিশোর। ১২.১ ওভারে সাই কিশোরের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রোহিত। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন হিটম্যান। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৪৩ রান করে মাঠ ছাড়েন তিনি। মুম্বই দলগত ১০৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তিলক বর্মা। সাই কিশোরের ওভারে ৫ রান ওঠে। ১৩ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১১২ রান। সাই কিশোর ৪ ওভারে ২৪ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। ৩১ বলে ৪৩ রান করে অপরাজিত রয়েছেন ডেওয়াল্ট ব্রেভিস। ৪ বলে ৪ রান করেছেন তিলক বর্মা।
GT vs MI Live Score: ১০০ টপকাল মু্ম্বই ইন্ডিয়ান্স
১১তম ওভারে সাই কিশোরের পঞ্চম বলে ছক্কা মারেন ডেওয়াল্ড ব্রেভিস। ওভারে ৯ রান ওঠে। সাই কিশোর ৩ ওভারে ১৯ রান খরচ করেছেন। এখনও কোনও উইকেট পাননি তিনি। ১২তম ওভারে প্রথমবার বল করতে আসেন মোহিত শর্মা। তাঁর প্রথম বলে চার মারেন ব্রেভিস। সেই সঙ্গে মুম্বই তাদের দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায়। ওভারের শেষ বলে রোহিতের ক্যাচ ধরার সুযোগ হাতছাড়া করেন বোলার মোহিত। সেই ওভারে ১০ রান ওঠে। ১২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ১০৭ রান। ৩০ বলে ৪২ রান করেছেন ডেওয়াল্ড ব্রেভিস। ২৮ বলে ৪৩ রান করেছেন রোহিত শর্মা। রোহিত ৭টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ২টি চার ও ৩টি ছক্কা মেরেছেন ব্রেভিস।
GT vs MI Live Score: ১০ ওভারে ৮১ দরকার মুম্বইয়ের
নবম ওভারে পুনরায় বল করতে আসেন সাই কিশোর। ওভারের তৃতীয় বলে চার মারেন রোহিত শর্মা। ৭ রান ওঠে সাই কিশোরের ওভারে। তিনি ২ ওভারে মোটে ১০ রান খরচ করেন। দশম ওভারে বল করতে আসেন স্পেনসার জনসন। তাঁর প্রথম বলেই ছক্কা মারেন ডেওয়াল্ড ব্রেভিস। তৃতীয় বলে চার মারেন রোহিত শর্মা। ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করেন রোহিত। ওভারের শেষ বলে আরও একটি চার মারেন রোহিত। দশম ওভারে ১৭ রান ওঠে। অর্ধেক ইনিংস শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ৮৮ রান। জিততে শেষ ১০ ওভারে ৮১ রান দরকার মুম্বইয়ের। রোহিত ২৪ বলে ৪০ রান করেছেন। মেরেছেন ৭টি চার ও ১টি ছক্কা। ২২ বলে ২৬ রান করেছেন ডেওয়াল্ড ব্রেভিস। তিনি ১টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ১ ওভারে ১৭ রান খরচ করেছেন জনসন।
GT vs MI Live Score: রশিদকে ছক্কা ব্রেভিসের
সপ্তম ওভারে বল করতে আসেন সাই কিশোর। তিনি মাত্র ৩ রান খরচ করেন। অষ্টম ওভারে পুনরায় বল করতে আসেন রশিদ খান। তাঁর ওভারের প্রথম বলেই ছক্কা মারেন ডেওয়াল্ট ব্রেভিস। যদিও ওভারে আর কোনও বাউন্ডারি হজম করেননি আফগান তারকা। প্রথম বলে ছক্কা খেলেও ওভারে ৯ রানের বেশি খরচ করেননি রশিদ। ৮ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ৬৪ রান। ১৯ বলে ২৬ রান করেছেন রোহিত শর্মা। মেরেছেন ৪টি চার ও ১টি ছক্কা। ১৫ বলে ১৬ রান করেছেন ডেওয়াল্ড ব্রেভিস। মেরেছেন ১টি চার ও ১টি ছক্কা। রশিদ খান ২ ওভারে ১৫ রান খরচ করেছেন। যদিও এখনও কোনও উইকেট পাননি তিনি।
GT vs MI Live Score: পাওয়ার প্লেতে ৫০ টপকাল মুম্বই ইন্ডিয়ান্স
গত ওভারে রান খরচ করলেও আজমতকে টানা তিন ওভার বল করতে পাঠায় টাইটানস। পঞ্চম ওভারে ৬ রান খরচ করেন তিনি। ১টি চার মারেন ব্রেভিস। আজমত ৩ ওভারে ২৭ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন। ষষ্ঠ ওভারে বল করতে আসেন রশিদ খান। ম্যাচে প্রথমবার স্পিন আক্রমণ শানায় গুজরাট। রশিদের ওভারে ৬ রান ওঠে। ১টি চার মারেন রোহিত শর্মা। পাওয়ার প্লের ৬ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ৫২ রান। ১৬ বলে ২৪ রান করেছেন রোহিত শর্মা। মেরেছেন ৪টি চার ও ১টি ছক্কা। ৬ বলে ৬ রান করেছেন ডেওয়াল্ড ব্রেভিস। তিনি ১টি চার মেরেছেন।
GT vs MI Live Score: উমেশের ওভারে চার-ছক্কা রোহিতের
শুরুতেই ২টি উইকেট হারালেও রান তোলার গতি কমেনি মুম্বই ইন্ডিয়ান্সের। চতুর্থ ওভারে উমেশ যাদবের দ্বিতীয় বলে চার মারেন রোহিত শর্মা। চতুর্থ বলে ছক্কা হাঁকান তিনি। ওভারে মোট ১০ রান ওঠে। ৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ৪০ রান। ১০ বলে ১৮ রান করেছেন রোহিত শর্মা। মেরেছেন ৩টি চার ও ১টি ছক্কা। উমেশ যাদব নিজের প্রথম ২ ওভারে ১৯ রান খরচ করেন। এখনও উইকেট নিতে পারেননি তিনি। যদিও নিজের প্রথম ওভারেই রোহিতকে আউট করার সুযোগ তৈরি করেছিলেন তিনি। ঋদ্ধি সুযোগ কাজে লাগাতে পারেননি।
GT vs MI Live Score: নমনকে ফেরালেন আজমত
তৃতীয় ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে ৩টি চার মারেন নমন ধীর। পঞ্চম বলে ছক্কা মারেন তিনি। শেষ বলে নমনকে এলবিডব্লিউর ফাঁদে জড়ান আজমত। প্রাথমিকভাবে আম্পায়ার আউট দেননি নমনকে। তবে রিভিউ নিয়ে সাউল্য পায় গুজরাট টাইটানস। ১০ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন নমন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। মুম্বই দলগত ৩০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেওয়াল্ড ব্রেভিস। তিনি লিউক উডের বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন। আজমতউল্লাহ ওমরজাই ২ ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন। ৮ রানে ব্যাট করছেন রোহিত শর্মা।
GT vs MI Live Score: রোহিতের ক্যাচ ছাড়লেন ঋদ্ধি
শুরুতেই জীবনদান পেলেন রোহিত শর্মা। দ্বিতীয় ওভারে বল করতে আসেন উমেশ যাদব। দ্বিতীয় বলে ১ রান নেন নমন ধীর। তৃতীয় বল রোহিতের ব্যাটের কানা নিয়ে ঋদ্ধির হাতে লাগে। বল দস্তানাবন্দি করতে পারেননি সাহা। বল চলে যায় বাউন্ডারি লাইনের বাইরে। সাহা ক্যাচ ধরলে ১ বলেই আউট হয়ে মাঠ ছাড়তে হতো রোহিতকে। ওভারের শেষ বলে হিটম্যান চার মারেন। ২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটে ১১ রান। ৮ রানে ব্যাট করছেন রোহিত। ২ রান করেছেন নমন ধীর। উমেশ নিজের প্রথম ওভারে ৯ রান খরচ করেন।
GT vs MI Live Score: প্রথম ওভারেই আউট ইশান কিষান
গুজরাট টাইটানস সাই সুদর্শনকে বসিয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামায় মোহিত শর্মাকে। মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও ইশান কিষান। টাইটানসের হয়ে বোলিং শুরু করেন আজমতউল্লাহ ওমরজাই। প্রথম ওভারের চতুর্থ বলে আজমত সাজঘরে ফেরান ইশানকে। ৪ বল খেলেও খাতা খুলতে পারেননি ইশান। মুম্বই রানের খাতা খোলার আগে উইকেটের খাতা খোলে। ব্যাট করতে নামেন নমন ধীর। প্রথম ওভারে মুম্বই ১ উইকেট হারিয়ে ২ রান সংগ্রহ করে। তাও ১ রান আসে ওয়াইড থেকে।
GT vs MI Live Score: তেওয়াটিয়া আউট, গুজরাটকে নাগালে বাঁধল মুম্বই
ইনিংসের শেষ ওভারে বল করতে আসেন জেরাল্ড কোয়েটজি। প্রথম বলে বড় শট নিতে গিয়ে নমনের হাতে ধরা পড়েন রাহুল তেওয়াটিয়া। ১৫ বলে ২২ রান করেন তিনি। মারেন ২টি চার ও ১টি ছক্কা। গুজরাট ১৬১ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রশিদ খান। শেষ ওভারে ৭ রান ওঠে। গুজরাট নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৮ রান তোলে। ৫ বলে ৬ রান করে নট-আউট থাকেন বিজয় শঙ্কর। ৩ বলে ৪ রান করে অপরাজিত থাকেন রশিদ খান। কোয়েটজি ৪ ওভারে ২৭ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। সুতরাং, জয়ের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের দরকার ১৬৯ রান।
GT vs MI Live Score: বুমরাহর বোলিং কোটা শেষ
১৯তম ওভারে বল করতে আসেন জসপ্রীত বুমরাহ। এটি তাঁর বোলিং কোটার শেষ ওভার। ওভারে মোট ৭ রান ওঠে। তবে ১ রান আসে লেগ-বাই হিসেবে। অর্থাৎ, বুমরাহ ৪ ওভারের বোলিং কোটায় ১৪ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। ১৯ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ৫ উইকেটে ১৬১ রান। ১৪ বলে ২২ রান করেছেন রাহুল তেওয়াটিয়া। তিনি ১টি ছক্কা ও ২টি চার মেরেছেন। ৩ বলে ৩ রান করেছেন বিজয় শঙ্কর। আরও পড়ুন:- Hardik booed in Ahmedabad: হার্দিকের নাম ঘোষণা হতেই চরম কটাক্ষ আমদাবাদের! 'রোহিত, রোহিত' শব্দে কাঁপল মাঠ
GT vs MI Live Score: ১৫০ টপকাল গুজরাট টাইটানস
১৮তম ওভারে বল করতে আসেন লিউক উড। তাঁর প্রথম বলেই ছক্কা মারেন রাহুল তেওয়াটিয়া। দ্বিতীয় বলে কোনও রান ওঠেনি। তৃতীয় ও চতুর্থ বলে পরপর ২টি চার মারেন তেওয়াটিয়া। পঞ্চম বলে ২ রান নেন তিনি। তার পরেও একটি বিমারে নো-বল করেন উড। নো-বলের পরে ১টি ওয়াইড বল করেন লিউক। শেষ বলে ফ্রি-হিট কাজে লাগাতে পারেননি তেওয়াটিয়াষ তিনি শেষ বলে ১ রান নেন। ওভারে ১৯ রান ওঠে। ১৮ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ৫ উইকেটে ১৫৪ রান। রাহুল তেওয়াটিয়া ১০ বেল ১৮ রান করেছেন। উড ২ ওভারে ২৫ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
GT vs MI Live Score: বুমরাহর তৃতীয় শিকার সুদর্শন
একই ওভারে একজোড়া উইকেট তুলে নিলেন জসপ্রীত বুমরাহ। ১৭তম ওভারে ডেভিড মিলারের পরে সাই সুদর্শনকেও আউট করেন তিনি। ১৬.৩ ওভারে বুমরাহর বলে তিলক বর্মার হাতে ধরা পড়েন সাই সুদর্শন। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন সাই। ৩৯ বলে ৪৫ রান করেন সুদর্শন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। গুজরাট টাইটানস দলগত ১৩৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাহুল তেওয়াটিয়া। বুমরাহ নিজের ৩ ওভারে মাত্র ৮ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।
GT vs MI Live Score: মিলারকে ফেরালেন বুমরাহ
১৬তম ওভারে পুনরায় বল করতে আসেন জেরাল্ড কোয়েটজি। তাঁর প্রথম বলে ২ রান নেন মিলার। দ্বিতীয় বলে চার মারেন তিনি। ওভারে মোট ৯ রান ওঠে। কোয়াটজি ৩ ওভারে ২০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। ১৭তম ওভারে বল করতে আসেন জসপ্রীত বুমরাহ। প্রথম বলেই তিনি তুলে নেন ডেভিড মিলারের উইকেট। ১৬.১ ওভারে বুমরাহর স্লোয়ার বলে বড় শট নিতে গিয়ে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন মিলার। ১১ বলে ১২ রান করেন তিনি। মারেন ১টি চার। টাইটানস ১৩৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিজয় শঙ্কর।
GT vs MI Live Score: খরুচে বোলিং হার্দিকের
ইনিংসের ১৫তম ওভারে পুনরায় বল করতে আসেন হার্দিক পান্ডিয়া, যিনি নিজের প্রথম ২ ওভারে ২০ রান খরচ করেন। হার্দিকের এই ওভারের প্রথম ২ বলে ১টি করে সিঙ্গল নেন সুদর্শন ও মিলার। তৃতীয় বলে চার মারেন সুদর্শন। চতুর্থ বলে ২ রান নেন তিনি। পঞ্চম বলে ১ রান নেন সাই। শেষ বলে ১ রান নেন মিলার। সুতরাং, হার্দিকের এই ওভারে মোট ১০ রান ওঠে। ১৫ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ৩ উইকেটে ১২৪ রান। ৩৬ বলে ৪৪ রান করেছেন সাই সুদর্শন। মেরেছেন ৩টি চার ও ১টি ছক্কা। মিলার ৬ বলে ৪ রান করেছেন। হার্দিক ৩ ওভারে ৩০ রান খরচ করেছেন। উইকেট পাননি এখনও।
GT vs MI Live Score: টাইটানসকে টানছেন সুদর্শন
১৩তম ওভারে বল করতে এসে মাত্র ২ রান খরচ করেন জসপ্রীত বুমরাহ। তিনি নিজের প্রথম ২ ওভারে ৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। ১৪তম ওভারে পুনরায় বল করতে আসেন জেরাল্ড কোয়েটজি। তাঁর ওভারের চতুর্থ বলে চার মারেন সাই সুদর্শন। কোয়েটজির ওভারে ৮ রান ওঠে। ১৪ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ৩ উইকেটে ১১৪ রান। সাই সুদর্শন ৩২ বলে ৩৬ রান করেছেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৪ বলে ২ রান করেছেন ডেভিড মিলার। কোয়েটজি নিজের প্রথম ২ ওভারে ১১ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
GT vs MI Live Score: ১০০ টপকাল গুজরাট টাইটানস
আইপিএলে নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নিলেন জেরাল্ড কোয়েটজি। ১১.৬ ওভারে প্রোটিয়া পেসারকে তুলে মারেন আজমতউল্লাহ ওমরজাই। বাউন্ডারি লাইনে তিলক বর্মার হাতে জমা পড়ে বল। ১১ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন আফগান তারকা। মারেন ১টি চার ও ১টি ছক্কা। গুজরাট টাইটানস ১০৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেভিড মিলার। কোয়েটজি নিজের প্রথম ওভারে ৪ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। সাই সুদর্শন ২৪ বলে ২৯ রানে ব্যাট করছেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
GT vs MI Live Score: ১০০ টপকাল গুজরাট টাইটানস
১১তম ওভারে বল করতে আসেন পীযূষ চাওলা। ওভারের প্রথম বলেই ছক্কা মারেন সাই সুদর্শন। পঞ্চম বলে ছক্কা হাঁকান আজমতউল্লাহ ওমরজাই। ওভারে ১৭ রান ওঠে। চাওলা নিজের প্রথম ৩ ওভারে ৩১ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। ১২তম ওভারে গুজরাট টাইটানস দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায়। জেরাল্ড কোয়েটজিকে ইনিংসের ১২তম ওভারে প্রথমবার ব্যবহার করে মুম্বই। ১১.২ ওভারে কোয়েটজির বলে সাই সুদর্শন ১ রান নেওয়ার মাত্রই দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে গুজরাট টাইটানস।
GT vs MI Live Score: অর্ধেক ইনিংস শেষ
নবম ওভারে শামস মুলানি মাত্র ৩ রান খরচ করেন। তিনি নিজের প্রথম ৩ ওভারে ২৪ রান খরচ করেন। দশম ওভারে বল করতে আসেন নমন ধীর। তাঁর প্রথম বলেই চার মারেন সাই সুদর্শন। দ্বিতীয় বলে ১ রান নেন তিনি। তৃতীয় বলে চার মারেন আজমতউল্লাহ। নমনের ওভারে মোট ১৩ রান সংগ্রহ করে টাইটানস। ১০ ওভারের শেষে গুজরাটের স্কোর ২ উইকেটে ৮২ রান। ১৭ বলে ১৮ রান করেছেন সাই সুদর্শন। তিনি ১টি চার মেরেছেন। ৬ বলে ৭ রান করেছেন আজমত। তিনিও ১টি চার মেরেছেন।
GT vs MI Live Score: গিলকে ফেরালেন পীযূষ চাওলা
অষ্টম ওভারে বল করতে আসেন পীযূষ চাওলা। শুরুতেই চাওলার ওয়াইড বল বাউন্ডারির বাইরে চলে যায়। ৭.৪ ওভারে পীযূষ চাওলার বলে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন শুভমন গিল। তবে তিনি বাউন্ডারি লাইনে রোহিত শর্মার হাতে ধরা পড়ে যান। ২২ বলে ৩১ রান করে মাঠ ছাড়েন গুজরাট দলনায়ক। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। টাইটানস দলগত ৬৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আজমতউল্লাহ ওমরজাই। ৮ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ৬৬ রান। চাওলা ২ ওভারে ১৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
GT vs MI Live Score: ৫০ টপকাল গুজরাট টাইটানস
সপ্তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় গুজরাট টাইটানস। শামস মুলানির ওভারে ৯ রান সংগ্রহ করে টাইটানস। যদিও কোনও বাউন্ডারি হজম করেননি মুলানি। ওভারে ৩টি দুই রান নেন গিল। ২টি সিঙ্গল আসে ওভারে। মুলানি ১টি ওয়াইড বল করেন। তিনি নিজের প্রথম ২ ওভারে ২১ রান খরচ করেন। ৭ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ১ উইকেটে ৫৬ রান। গিল ২০ বলে ৩০ রান করেছেন। মেরেছেন ৩টি চার ও ১টি ছক্কা। ৭ বলে ৫ রান করেছেন সাই সুদর্শন।
GT vs MI Live Score: পাওয়ার প্লে-র খেলা শেষ
দুই প্রান্ত দিয়েই স্পিন আক্রমণ শানায় মুম্বই। ষষ্ঠ ওভারে বল করতে আসেন এমআইয়ের অভিজ্ঞ স্পিনার পীযূষ চাওলা। পাওয়ার প্লে-র মধ্যে বল করেও চাওলা নিজের প্রথম ওভারে মাত্র ৪ রান খরচ করেন। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ১ উইকেটে ৪৭ রান। শুভমন গিল ১৬ বলে ২৩ রান করেছেন। সাই সুদর্শন ব্যাট করছেন ব্যক্তিগত চার রানে। তিনি ৫টি বল খেলেছেন। গিল ৩টি চার ও ১টি ছক্কা মারলেও সাই সুদর্শন এখনও কোনও বাউন্ডারি মারেননি। মুম্বই পাওয়ার প্লে-তেই তাদের ৫ জন বোলারকে ব্যবহার করে।
GT vs MI Live Score: মুলানিকে চার-ছক্কায় স্বাগত গিলের
পঞ্চম ওভারে বল করতে আসেন শামস মুলানি। অর্থাৎ, ম্যাচে প্রথমবার স্পিন আক্রমণ শানায় মুম্বই ইন্ডিয়ান্স। ওভারের চতুর্থ বলে চার মারেন শউবমন গিল। শেষ বলে ছক্কা হাঁকান তিনি। পঞ্চম ওভারে ১২ রান ওঠে। ৫ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ১ উইকেটে ৪৩ রান। ১৪ বলে ২২ রান করেছেন গিল। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ১ বলে ১ রান করেছেন সাই সুদর্শন। অর্থাৎ, আইপিএল অভিষেকে নিজের প্রথম ওভারেই খরুচে প্রমাণিত হন মুম্বইয়ের ঘরোয়া ক্রিকেটের সুপারস্টার স্পিনার।
GT vs MI Live Score: ঋদ্ধিকে ফেরালেন জসপ্রীত বুমরাহ
চতুর্থ ওভারে বল করতে আসেন জসপ্রীত বুমরাহ। চতুর্থ বলে চার মারেন ঋদ্ধিমান সাহা। ওভারের শেষ বলে নিখুঁত ইয়র্কারে ঋদ্ধিকে বোল্ড করেন বুমরাহ। ১৫ বলে ১৯ রান করেন সাহা। তিনি ৪টি চার মারেন। গুজরাট টাইটানস ৩১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সাই সুদর্শন। বুমরাহ নিজের প্রথম ওভারে ৪ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। শুভমন গিল ব্যাট করছেন ব্যক্তিগত ১১ রানে। ৯ বলের ইনিংসে গুজরাট দলনায়ক ২টি চার মেরেছেন। ৪ ওভার শেষে টাইটানসের স্কোর ১ উইকেটে ৩১ রান।
GT vs MI Live Score: হার্দিকের ওভারে জোড়া বাউন্ডারি ঋদ্ধির
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন মুম্বই দলনায়ক হার্দিক পান্ডিয়া। ওভারের প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন ঋদ্ধিমান সাহা। তৃতীয় বলে ১ রান নেন তিনি। ওভারের শেষ ৩টি বলে ব্যাট করেন শুভমন গিল। তিনি কোনও রান সংগ্রহ করতে পারেননি। সুতরাং, তৃতীয় ওভারে ৯ রান ওঠে। ৩ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর বিনা উইকেটে ২৭ রান। ঋদ্ধিমান সাহা ৯ বলে ১৫ রান করেছেন। মেরেছেন ৩টি চার। শুভমন গিল ৯ বলে ১১ রান করেছেন। তিনি ২টি চার মেরেছেন। হার্দিক পান্ডিয়া ২ ওভারে ২০ রান খরত করেছেন। নতুন বলে কোনও উইকেট তুলতে পারেননি তিনি।
GT vs MI Live Score: লিউক উডকে বাউন্ডারি গিলের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন লিউক উড, যিনি মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে প্রথমবার আইপিএল খেলতে নেমেছেন। ওভারে র দ্বিতীয় বলে ১ রান নেন ঋদ্ধিমান সাহা। তৃতীয় বলে ১ রান নেন গিল। পঞ্চম বলে লেগ-বাই হিসেহে এক রান পায় টাইটানস। ওভারের শেষ বলে চার মারেন শুভমন গিল। দ্বিতীয় ওভারে ৭ রান ওঠে। ২ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর বিনা উইকেটে ১৮ রান। গিল ১১ রানে ব্যাট করছেন। ৬ রান করেছেন ঋদ্ধিমান সাহা। গিল ২টি চার মেরেছেন। ঋদ্ধিমান মেরেছেন ১টি চার।
GT vs MI Live Score: গিলের সঙ্গে ওপেনে ঋদ্ধি, নতুন বল হাতে নিলেন হার্দিক
শুভমন গিলের সঙ্গে ওপেন করতে নামেন ঋদ্ধিমান সাহা। জসপ্রীত বুমরাহ, জেরাল্ড কোয়েটজির মতো আগুনে পেসার থাকতেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন হার্দিক পান্ডিয়া। প্রথম বলেই চার মারেন ঋদ্ধিমান সাহা। দ্বিতীয় বলে ১ রান নেন তিনি। তৃতীয় বলে কোনও রান ওঠেনি। চতুর্থ বলে চার মারেন শুভমন গিল। পঞ্চম বলে কোনও রান ওঠেনি। শেষ বলে মিস ফিল্ডের সুযোগ নিয়ে ২ রান সংগ্রহ করেন শুভমন। সুতরাং, ম্যাচে প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ১১ রান সংগ্রহ করে গুজরাট টাইটানস। শুভমন গিল ৬ রানে ব্যাট করছেন। ঋদ্ধিমান সাহা করেছেন ৫ রান।
GT vs MI Live Score: মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ
ইশান কিষান (উইকেটকিপার), রোহিত শর্মা, নমন ধীর, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), টিম ডেভিড (অস্ট্রেলিয়া), শামস মুলানি, জেরাল্ড কোয়েটজি (দক্ষিণ আফ্রিকা), পীযূষ চাওলা, জসপ্রীত বুমরাহ ও লিউক উড (ইংল্যান্ড)। অর্থাৎ, মুম্বই তিনজন বিদেশি ক্রিকেটার নিয়ে লড়াই শুরু করছে প্রথম ম্যাচে। যদিও তাদের ইমপ্যাক্ট পরিবর্তের তালিকায় রয়েছেন তিনজন বিদেশি ক্রিকেটার। সুতরাং, প্রয়োজন মতো ম্যাচের পরবর্তী সময়ে একজন ভারতীয় ক্রিকেটারকে বসিয়ে একজন বিদেশি ক্রিকেটারকে মাঠে নামাতে পারে এমআই। মুম্বই ইন্ডিয়ান্সের ইমপ্যাক্ট পরিবর্ত- ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), রোমারিও শেফার্ড (ওয়েস্ট ইন্ডিজ), বিষ্ণু বিনোদ, নেহাল ওয়াধেরা ও মহম্মদ নবি (আফগানিস্তান)। মুম্বইয়ের হয়ে এই ম্যাচে প্রথমবার মাঠে নামছেন নমন, মুলানি, কোয়েটজি ও উড।
GT vs MI Live Score: গুজরাট টাইটানসের প্রথম একাদশ
ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমন গিল (ক্যাপ্টেন), সাই সুদর্শন, বিজয় শঙ্কর, ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), রাহুল তেওয়াটিয়া, আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), রশিদ খান (আফগানিস্তান), উমেশ যাদব, সাই কিশোর ও স্পেনসার জনসন (অস্ট্রেলিয়া)। গুজরাট টাইটানসের ইমপ্যাক্ট পরিবর্ত- বিআর শরৎ, মোহিত শর্মা, মানব সুতার, অভিনব মনোহর ও নূর আহমেদ (আফগানিস্তান)। উল্লেখ্য, এই ম্যাচে গুজরাট টাইটানসের হয়ে অভিষেক হয় তিনজন ক্রিকেটারের। টাইটানসের জার্সিতে প্রথমবার মাঠে নামছেন উমেশ যাদব, আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান) ও স্পেনসার জনসন (অস্ট্রেলিয়া)।
GT vs MI Live Score: টস জিতলেন হার্দিক পান্ডিয়া
গুজরাট টাইটানসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর হাই-ভোল্টেজ ম্যাচে টস জিতলেন হার্দিক পান্ডিয়া। টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। সুতরাং, আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামছে হোম টিম গুজরাট টাইটানস। রান তাড়া করবে মুম্বই ইন্ডিয়ান্স। টসের পরে হার্জিক পান্ডিয়া জানান যে, গুজরাট তাঁর জন্মস্থান, তবে তাঁর ক্রিকেটীয় যাত্রা যথার্থই উড়ান নেয় মুম্বইয়ে। সুতরাং, গুজরাট ছেড়ে মুম্বই শিবিরে যোগ দেওয়ার প্রচ্ছন্ন সাফাই দিয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। উল্লেখ্য, শুভমন গিলের ক্যাপ্টেন হিসেবে এটিই প্রথম আইপিএল ম্যাচ। সুতরাং, ক্যাপ্টেন্সি অভিষেকে টস হারলেন তিনি।
GT vs MI Live Score: চোখ থাকবে ঋদ্ধিমান সাহার দিকে
চোটের জন্য মহম্মদ শামি আইপিএল ২০২৪ থেকে ছিটকে গিয়েছেন। সুতরাং, গুজরাট টাইটানসের জার্সিতে এবছর তাঁকে মাঠে নামতে দেখা যাবে না। তবে টাইটানসের হয়ে যথারীতি মাঠে নামবেন বাংলার ঘরের ছেলে ঋদ্ধিমান সাহা। নতুন মরশুমের শুরুতে ঋদ্ধিমান কেমন পারফর্ম্যান্স উপহার দেন, সেদিকে চোখ থাকবে বাংলার ক্রিকেটপ্রেমীদের। ঋদ্ধিমান গত বছর গুজরাটের হয়ে ১৭টি ম্যাচে মাঠে নেমে ২৩.১৯ গড়ে ৩৭১ রান সংগ্রহ করেন। কোনও শতরান না করলেও ঋদ্ধি গত বছর আইপিএলে হাফ-সেঞ্চুরি করেন ২টি। তিনি ১২৯.২৭ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন। সাকুল্যে ৪৭টি চার ও ৮টি ছক্কা মারেন তিনি। ক্যাচ ধরেন ৯টি এবং স্টাম্প-আউট করেন ২টি।
GT vs MI Live Score: হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত
হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৪-এর পঞ্চম লিগ ম্যাচে সম্মুখসমরে গুজরাট টাইটানস ও মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের লাইভ স্কোর ও যাবতীয় ঘটনাবলির আপডেট পাবেন এই ব্লগে। উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই পাঁচবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগের খেতাব ঘরে তুলেছে। গুজরাট টাইটানস ২টি মরশুমে অংশ নিয়ে ইতিমধ্যেই একবার আইপিএল চ্যাম্পিয়ন্স হয়েছে এবং একবার রানার্স হয়ে অভিযান শেষ করেছে। টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম দুই শক্তিশালী দলের মুখোমুখি লড়াইয়ে কারা শেষ হাসি হাসে, সেটাই হবে দেখার।