অ্যাডিলেডে জয়ের পর ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। কিন্তু এই মুহূর্তে বড় চাপে রয়েছে অজিরা। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের জবাবে দ্রুত উইকেট হারিয়ে ব্যাকফুটে প্যাট কামিন্সরা। ইতিমধ্যেই, অর্ধেকের বেশি দল ফিরে গিয়েছে প্যাভিলিয়নে। তবে দ্বিতীয় দিনের খেলায় চা পানের বিরতির সময় ফক্স ক্রিকেটের সঙ্গে এক সাক্ষাৎকারে বসেন কিংবদন্তি অজি ক্রিকেটার অ্যালান বর্ডার। সেখানে তিনি মুখ খুললেন নিজের পারকিনসন্স রোগ নিয়ে। প্রাক্তন অজি তারকা দাবি করলেন যে এই রোগ নিয়ে তিনি একেবারেই ভয় পাচ্ছেন না, তবে ধীরে ধীরে অবনতি হওয়ার ব্যাপারটা তাঁকে চিন্তায় রেখেছে। এখানেই শেষ নয়, বর্ডার আরও দাবি করেছেন যে এই বিষয়ে তিনি যতো কম জানতে পারবেন, ততোই তাঁর জন্য ভালো।
কিংবদন্তি ক্রিকেটার বলেন, 'পারকিনসন্স রোগ ছাড়া আমার শরীর এই মুহূর্তে ভাল আছে। এটা এক ধরনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যার জেরে আমাদের ব্রেন ডোপামিন তৈরি করা বন্ধ করে দেয় এবং এর জন্য আমাদের মাসেল ও নার্ভাস সিস্টেমে সমস্যা দেখা দেয়। যদিও সত্যি বলতে গেলে এই রোগটা নিয়ে আমার একেবারেই কোনও রকমের কোনও ভয় নেই। তবে যেটা আমাকে এই মুহূর্তে চিন্তায় রেখেছে সেটা হল এই রোগ কিভাবে ধীরে ধীরে শরীরকে অবনতির পথে নিয়ে যায়। তবে এই ক্ষেত্রে আমি একটাই জিনিস ঠিক করেছি যে আমি যতো এটার সম্বন্ধে কম জানবো, ততোই আমার ভালো। অন্যদিকে আমার স্ত্রী যেন এই বিষয়ে সবকিছু জেনে বসে রয়েছে।'
পাশাপাশি, প্রাক্তন অজি তারকা আরো জানিয়েছেন যে এই রোগ থাকা সত্ত্বেও তিনি আগের মতোই গল্ফ খেলছেন এবং হাঁটতে বেরোচ্ছেন। বর্ডার বলেন, 'তবে এই রোগ আমার দৈনন্দিন জীবনে কোনও বাধা সৃষ্টি করতে পারেনি। আমি আগের মতোই গল্ফ খেলি। এছাড়া আগে আমি যেরকম হাটতে যেতাম, এখনও সেটা করতে পারি। রোজের জীবনে মানুষ যা করে আমি সবই করতে পারি। তবে হ্যাঁ আমি আর আগের মতো ম্যারাথন দৌড় দৌড়াতে পারব না। তবে জেন আমার পুরো খেয়াল রাখে এবং অনেকেই আমার জন্য শুভকামনা করে। সত্যি বলতে গেলে জীবনটা একেবারে পাল্টে গেছে। জানিনা আমি আর আগের মতো মানসিকতা নিয়ে লোকের সঙ্গে কথা বলতে পারি কিনা।'