বাংলা নিউজ > ক্রিকেট > মোটেই ভয় পাচ্ছি না, তবে আমি চিন্তিত… পারকিনসন্স রোগ নিয়ে মুখ খুললেন বর্ডার

মোটেই ভয় পাচ্ছি না, তবে আমি চিন্তিত… পারকিনসন্স রোগ নিয়ে মুখ খুললেন বর্ডার

কিংবদন্তি অ্যালান বর্ডার। ছবি-এক্স

পারকিনসন্স রোগে আক্রান্ত প্রাক্তন অজি তারকা অ্যালান বর্ডার। যদিও তিনি এই রোগকে মোটেই ভয় পাচ্ছেন না। বরং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে চান।

অ্যাডিলেডে জয়ের পর ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। কিন্তু এই মুহূর্তে বড় চাপে রয়েছে অজিরা। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের জবাবে দ্রুত উইকেট হারিয়ে ব্যাকফুটে প্যাট কামিন্সরা। ইতিমধ্যেই, অর্ধেকের বেশি দল ফিরে গিয়েছে প্যাভিলিয়নে। তবে দ্বিতীয় দিনের খেলায় চা পানের বিরতির সময় ফক্স ক্রিকেটের সঙ্গে এক সাক্ষাৎকারে বসেন কিংবদন্তি অজি ক্রিকেটার অ্যালান বর্ডার। সেখানে তিনি মুখ খুললেন নিজের পারকিনসন্স রোগ নিয়ে। প্রাক্তন অজি তারকা দাবি করলেন যে এই রোগ নিয়ে তিনি একেবারেই ভয় পাচ্ছেন না, তবে ধীরে ধীরে অবনতি হওয়ার ব্যাপারটা তাঁকে চিন্তায় রেখেছে। এখানেই শেষ নয়, বর্ডার আরও দাবি করেছেন যে এই বিষয়ে তিনি যতো কম জানতে পারবেন, ততোই তাঁর জন্য ভালো।

কিংবদন্তি ক্রিকেটার বলেন, 'পারকিনসন্স রোগ ছাড়া আমার শরীর এই মুহূর্তে ভাল আছে। এটা এক ধরনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যার জেরে আমাদের ব্রেন ডোপামিন তৈরি করা বন্ধ করে দেয় এবং এর জন্য আমাদের মাসেল ও নার্ভাস সিস্টেমে সমস্যা দেখা দেয়। যদিও সত্যি বলতে গেলে এই রোগটা নিয়ে আমার একেবারেই কোনও রকমের কোনও ভয় নেই। তবে যেটা আমাকে এই মুহূর্তে চিন্তায় রেখেছে সেটা হল এই রোগ কিভাবে ধীরে ধীরে শরীরকে অবনতির পথে নিয়ে যায়। তবে এই ক্ষেত্রে আমি একটাই জিনিস ঠিক করেছি যে আমি যতো এটার সম্বন্ধে কম জানবো, ততোই আমার ভালো। অন্যদিকে আমার স্ত্রী যেন এই বিষয়ে সবকিছু জেনে বসে রয়েছে।'

পাশাপাশি, প্রাক্তন অজি তারকা আরো জানিয়েছেন যে এই রোগ থাকা সত্ত্বেও তিনি আগের মতোই গল্ফ খেলছেন এবং হাঁটতে বেরোচ্ছেন। বর্ডার বলেন, 'তবে এই রোগ আমার দৈনন্দিন জীবনে কোনও বাধা সৃষ্টি করতে পারেনি। আমি আগের মতোই গল্ফ খেলি। এছাড়া আগে আমি যেরকম হাটতে যেতাম, এখনও সেটা করতে পারি। রোজের জীবনে মানুষ যা করে আমি সবই করতে পারি। তবে হ্যাঁ আমি আর আগের মতো ম্যারাথন দৌড় দৌড়াতে পারব না। তবে জেন আমার পুরো খেয়াল রাখে এবং অনেকেই আমার জন্য শুভকামনা করে। সত্যি বলতে গেলে জীবনটা একেবারে পাল্টে গেছে। জানিনা আমি আর আগের মতো মানসিকতা নিয়ে লোকের সঙ্গে কথা বলতে পারি কিনা।'

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগেব অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো সরকারি হাসপাতালগুলির নিরাপত্তায় বাড়তি জোর, ইলেকট্রিক সাইকেলে কলকাতা পুলিশ ষষ্ঠীর সাজে ঝলমলে কাজল, গল্প জুড়লেন বোনের সঙ্গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.