শুভব্রত মুখার্জি: বর্তমান সময়ে ভারত তো বটেই, বিশ্ব ক্রিকেটেও সব থেকে জনপ্রিয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দেশের জার্সিতে হোক কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গাতেই সমান ভাবে সফল তিনি। পাশাপাশি বেশ ধারাবাহিকও বটে। তবে একদিনে তিনি বিরাট কোহলি হয়ে যাননি। রীতিমতো পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে এই উচ্চতায় পৌঁছেছেন তিনি। অনেক আত্মত্যাগ, অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে তাঁকে পার করতে হয়েছে এই ধাপ। তবেই তিনি এই জায়গায় পৌঁছতেই পেরেছেন। তবে বিরাট কোহলি জানিয়েছেন, আজকের দিনে দাঁড়িয়ে তিনি যখন তাঁর অতীতের দিকে তাকান তখন তিনি আত্মত্যাগ অথবা লড়াইয়ের মতন শব্দগুলো ব্যবহার করতে পারেন না!
আরও পড়ুন: বেগুনি টুপির লড়াইয়ে যুজিকে টপকে বড় লাফ হর্ষালের, কমলা ক্যাপের তালিকায় শুভমন উঠে এলেন চারে
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যে ভিডিয়োতে বিরাটকে এই কথা বলতে শোনা গিয়েছে। গৌরব কাপুরের একটি টক শো'তে এই কথা বলেছেন বিরাট। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘সত্যি বলতে আমার জায়গায় বসে আমি এই আত্মত্যাগ বা লড়াইয়ের মতন শব্দগুলো ব্যবহার করতে পারিনা।’ তিনি আরও যোগ করেছেন ‘ আমার জন্য কোনও ধরনের কোনও লড়াই ছিল না, কোনও রকম আত্মত্যাগ ছিল না। আমি সেটাই করছি, যেটা আমি করতে ভালোবাসি। আর এতে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি কারণ সবাই এটা করার সুযোগ পায় না।’
কেন তিনি এমনটা বলছেন! সেই সবও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি। কোহলি বলেছেন, ‘স্ট্র্যাগল তাদের হয়, যাদের দুই বেলার রুটির যোগান হয় না। যাদের জীবনে বেঁচে থাকতে প্রচুর লড়াই করতে হয়। যারা দু'বেলা, দু'মুঠো খাবার ঠিক করে পায় না। আপনি নিজের কঠোর পরিশ্রমকে লড়াই বলে তাঁকে গ্লোরিফাই অবশ্যই করতে পারেন। অনেকটা কেকের উপর ওই চেরি ফল দেওয়ার মতন। আপনাকে তো কেউ বলছে না যে, আপনাকে জিমে যেতেই হবে। পরিশ্রম করতেই হবে। তবে হ্যা, এটা আমাদের প্রফেশনে প্রয়োজন। নাহলে টিকে থাকাটা মুস্কিল। কারণ দিনের শেষে তোমার পরিবারকে তোমাকে খাওয়াতে হবে। আর সেটার চেষ্টা প্রত্যেকে করে যাচ্ছে। আমি কৃতজ্ঞ। বলা যায়, আমি ভাগ্যবান যে, আমি এমন একটা জায়গায় রয়েছি, যে জায়গায় আমি থাকার স্বপ্ন বরাবর দেখেছি।’