বাংলা নিউজ > ক্রিকেট > IND vs AUS: মায়ের ‘ডেবিউ ম্যাচে’ হাফ-সেঞ্চুরি করেও আক্ষেপ গিলের, বাবার পরামর্শ মেনে চলতে পারেননি যে!

IND vs AUS: মায়ের ‘ডেবিউ ম্যাচে’ হাফ-সেঞ্চুরি করেও আক্ষেপ গিলের, বাবার পরামর্শ মেনে চলতে পারেননি যে!

আউট হয়ে সাজঘরে ফিরছেন শুভমন গিল। ছবি- পিটিআই।

India vs Australia 1st ODI: মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হাফ-সেঞ্চুরি করলেও শতরানের সুযোগ হাতছাড়া করেন শুভমন গিল।

বার দুয়েক আইপিএল ম্যাচ খেলেছেন, তবে এর আগে কখনও ঘরের মাঠ মোহালিতে জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি পঞ্জাবের ছেলে শুভমন গিলের। অবশেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে সেই সুযোগ চলে আসে গিলের সামনে। প্রথমবার দেশের জার্সিতে নিজের ডেরায় মাঠে নেমেই সুপারহিট গিল। দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করে স্মরণীয় করে রাখলেন ঘরের মাঠে নিজের প্রথম ওয়ান ডে ম্যাচ।

শুক্রবার মোহালিতে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন গিল। অস্ট্রেলিয়ার ২৭৬ রানের জবাবে ৫ উইকেটে ২৮১ রান তুলে ম্যাচ জিতে যায় ভারত। দলের জয়, সঙ্গে নিজের হাফ-সেঞ্চুরি, স্বাভাবিকভাবেই ম্যাচের শেষে খুশি দেখায় গিলকে। তবে আক্ষেপ একটা রয়েই যায় যে, সেঞ্চুরি করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন এদিন।

ম্যাচের শেষে জিও সিনেমার ক্যামেরায় গিল জানান যে, মোহালিতে তিনি যেমন প্রথমবার দেশের হয়ে মাঠে নামলেন, ঠিক তেমনই এই প্রথমবার ভারতীয় দলের কোনও ম্যাচ দেখতে এলেন তাঁর মা। আসলে শুক্রবার মোহালির গ্যালারিতে উপস্থিত ছিলেন গিলের পরিবারের প্রায় সব সদস্যই। গিলের মা আগে আইপিএল ম্যাচ দেখলেও কখনও টিম ইন্ডিয়ার খেলা দেখেননি। সুতরাং, মায়ের আন্তর্জাতিক ডেবিউ ম্যাচে হাফ-সেঞ্চুরি করতে পারা তৃপ্তি দিচ্ছে শুভমনকে।

আরও পড়ুন:- World Cup 2023 Prize Money: ট্রফি ছাড়াও বিশ্বচ্যাম্পিয়নরা পকেট ভরে টাকা নিয়ে মাঠ ছাড়বে, পুরস্কার মূল্য ঘোষণা করল ICC

গিল এও জানান যে, ম্যাচের আগে তাঁর মা কোন মন্ত্র দিয়েছিলেন তাঁকে। ম্যাচের আগে যখন মায়ের সঙ্গে শেষবার কথা হয় শুভমনের, তখন একটাই পরামর্শ পেয়েছিলেন মায়ের কাছ থেকে। ‘নিজের মতো করে খেলো। মেলে ধরো নিজেকে।’

আরও পড়ুন:- IND vs AUS 1st ODI: মোহালিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের আগেই বিশ্বসেরা ভারত

গিল অবশ্য এও স্বীকার করে নেন যে, তাঁর উচিত ছিল নিজের ইনিংসকে আরও বড় রূপ দেওয়া। কেননা বাবার কাছ থেকে শিখেছেন, পরিস্থিতি যখন অনুকূল থাকে, বড় রান করার সুযোগ হাতছাড়া করা উচিত নয়। গিল বলেন, ‘বাবা সব সময় আমার খেলার বড় সামলোচক। স্বীকার করতেই হয় যে, এখানে বড় রানের সুযোগ হাতছাড়া করেছি। সুযোগ পেলে নিজের ইনিংসকে আরও বড় রূপ দিতে হয়, এটা বাবার কাছ থেকেই শিখেছি। বিশেষ করে সব কিছু যখন ঠিকঠাক চলছে, বল ব্যাটে লাগছে, তার পরেও যদি বড় রান না করা যায়, তাহলে সেটার সুযোগ হাতছাড়া করা ছাড়া আর কিছু নয়।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন