বেন স্টোকসবর্তমানে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড সারা বিশ্বকে ব্যাজবলের স্বাদ দিয়েছে। গোটা বিশ্বে ব্যাজবল রাজত্ব করলেও ভারতের মাটিতে এসে ব্যর্থ হয়েছে বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামদের টেস্ট ক্রিকেটের এই কৌশল। ব্যাজবলকে আকাশ থেকে মাটিতে এনে ফেলেছে রোহিত অ্যান্ড কোম্পানি। প্রথম ম্যাচে জয় পেলেও ভারতের বিরুদ্ধে ১-৪ ব্যবধানে সিরিজ হেরেছে ইংল্যান্ড। এই সিরিজ হারের ফলে যে সব কিংবদন্তিরা একটা সময়ে ব্যাজবলের প্রশংসা করতেন তারা এখন তাদের দলকে নিজেদের মনোভাব পরিবর্তন করার পরামর্শ দিচ্ছেন। দলের কোচ এবং ব্যাজবলের জনক ব্রেন্ডন ম্যাককালাম নিজেও এই বিষয়টি বুঝতে পেরেছেন।
আরও পড়ুন… প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের দৌড় থেকে ছিটকে গেলেন বজরং পুনিয়া, রবি দাহিয়া!
ব্রেন্ডন ম্যাককালামের মতে ইংল্যান্ডকে উন্নতি করতে হবে
ব্রেন্ডন ম্যাককালাম টেলিগ্রাফে তাঁর কলামে লিখেছেন যে তার দলের উন্নতি করার দরকার রয়েছে। নিউজিল্যান্ডের প্রাক্তন এই তারকা বলেছেন, ‘যখন আপনার সঙ্গে এমন কিছু ঘটে, তখন আপনি বুঝতে পারেন যে আপনাদের উন্নতি করার দরকার রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে আমরা এ বিষয়ে কাজ করব। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, পরের বার আমরা যখন ভারতে যাব, তখন এটি সম্পূর্ণ ভিন্ন হবে।’
আরও পড়ুন… ভিডিয়ো: BAN vs SL 3rd T20I ম্যাচে দারুণ রান আউট করে ধোনির স্মৃতিকে ফিরিয়ে আনলেন লিটন দাস
পরিবর্তন এসেছে ইংল্যান্ডে দুই বছরে
ব্রেন্ডন ম্যাককালাম আরও লিখেছেন, ‘আমরা যেখান থেকে শুরু করেছি এবং আজ যেখানে আছি গত দুই বছরে আমরা খুব ভালো করেছি। আমরা আমাদের প্রতিভা বুঝতে পেরেছি। আমরা দেখেছি এই সময়ের মধ্যে কিছু খেলোয়াড় অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। আমাদের ক্রমাগত উন্নতি করতে হবে, কারণ বিশ্বে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। যাইহোক, আমরা যদি আজকের মতো থাকি, তাহলে আমরা শক্তভাবে কোনও দলের মুখোমুখি হতে পারব না।’
ইংল্যান্ডের চেয়ে ভারত অনেক ভালো খেলে ছিল
ব্রেন্ডন ম্যাককালাম আরও লিখেছেন, ‘ভারত ইংল্যান্ডকে তাদের স্টাইলে খেলার সুযোগ দেয়নি। এতে তার খেলোয়াড়দের মনে সন্দেহ তৈরি হয়।’ তিনি লিখেছেন, ‘ভারতকে তাদের দুর্দান্ত খেলার কৃতিত্ব দেওয়া উচিত। তাদের ওপর সবসময় ভালো করার চাপ থাকে। তারা যেভাবে সেই চাপ সামলায় তাতেই বোঝা যায় তারা কতটা মেধাবী। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। গুরুত্বপূর্ণ মুহূর্তে ওরা আমাদের কাছ থেকে ম্যাচ কেড়ে নিয়ে গিয়েছে। তারা আমাদের চেয়ে অনেক ভালো খেলে ছিল। এই সফর থেকে আমরা অনেক কিছু শিখেছি।’