ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ইতিমধ্যেই ভারতের টেস্ট ক্য়াপ হাতে পেয়েছিন তিনজন ক্রিকেটার। যা ইঙ্গিত, ধরমশালায় সিরিজের শেষ টেস্টে আরও এক ক্রিকেটার প্রথমবার ভারতের টেস্ট জার্সিতে আত্মপ্রকাশ করতে পারেন। সিরিজের পঞ্চম টেস্টে অভিষেক হতে পারে কর্ণাটকের টপ অর্ডার ব্যাটার দেবদূত পাডিক্কালের।
হাদরাবাদে সিরিজের প্রথম টেস্টে চোট পেয়ে দ্বিতীয় টেস্ট থেকে জাদেজা ও রাহুল ছিটকে যাওয়ায় বিশাখাপত্তনমে অভিষেক হয় রজত পতিদারের। পরে রাজকোটে সিরিজের তৃতীয় টেস্টে অভিষেক হয় মিডল অর্ডার ব্যাটার সরফরাজ খান ও উইকেটকিপার ধ্রুব জুরেলের। সুতরাং, ধরমশালায় পাডিক্কাল টেস্ট ক্যাপ হাতে পেলে চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে এই সিরিজে প্রথমবার টেস্ট খেলতে নামবেন পাডিক্কাল।
ভারত সিরিজের শেষ ৩টি টেস্টের জন্য যখন দল ঘোষণা করে, লোকেশ রাহুলের নাম ছিল সেই স্কোয়াডে। যদিও ফিট হয়ে উঠলে তবেই মাঠে নামতে পারবেন, এমন শর্ত ঝুলিয়ে দেওয়া হয়েছিল তাঁর সামনে। শেষমেশ রাজকোটের তৃতীয় টেস্ট থেকে লোকেশ ছিটকে যাওয়ায় জাতীয় নির্বাচকরা দেবদূত পাডিক্কালকে স্কোয়াডে জায়গা করে দেন।
লোকেশ রাহুল রাঁচির চতুর্থ টেস্টেও মাঠে নামতে পারেননি। ফলে স্কোয়াডের সঙ্গে থেকে গিয়েছেন পাডিক্কাল। এদিকে রজত পতিদার টিম ম্যানেজমেন্টের আস্থার যথাযথ মর্যাদা দিতে পারেননি। তাই ধরমশালার পঞ্চম টেস্টে তাঁকে বসিয়ে অন্য কাউকে মাঠে নামাতে চাইছেন রাহুল দ্রাবিড়রা। লোকেশ রাহুল ফিট হয়ে গেলে পতিদারের বদলে তাঁর মাঠে নামা কার্যত নিশ্চিত।
তবে লোকেশ অলিখিত ডেডলাইন ২ মার্চের মধ্যে পুরপুরি ম্যাচ ফিট হয়ে উঠতে পারবেন কিনা সন্দেহ। বিসিসিআই তাঁকে বিদেশে পাঠায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে। উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে এই ডাক্তারের তত্ত্বাবধানেই লোকেশ তাঁর চোটের জায়গায় অস্ত্রোপচার করিয়েছিলেন।
লোকেশ ফিট না হলে পাডিক্কালের সামনে রাস্তা পরিষ্কার বলা যায়। ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেট হোক অথবা ভারতীয়-এ দলের হয়ে বেসরকারি টেস্ট, লাল বলের ক্রিকেটে যেখানেই মাঠে নেমেছেন পাডিক্কাল, ঝুড়ি ঝুড়ি রান সংগ্রহ করেছেন। যে রকম স্বপ্নের ফর্মে রয়েছেন কর্ণাটকের তারকা ক্রিকেটার, তাতে এমন পরিস্থিতিতে তাঁকে মাঠে নামানোর সুবর্ণ সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে।
দেবদূত পাডিক্কাল এবারের রঞ্জি ট্রফির চার ম্যাচে মাঠে নেমে ৩টি সেঞ্চুরি করেন। পঞ্জাবের বিরুদ্ধে ১৯৩, গোয়ার বিরুদ্ধে ১০৩ ও তামিলনাড়ুর বিরুদ্ধে ১৫১ রান করেন তিনি। মাঝে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বেসরকারি টেস্ট সিরিজের ৩টি ইনংসে ব্যাট করে যথাক্রমে ১০৫, ৬৫ ও ২১ রান সংগ্রহ করেন পাডিক্কাল। শেষ ১০টি ফার্স্ট ক্লাস ইনিংসে দেবদূতের ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ৩০, ১৯৩, ৪২, ৩১, ১০৩, ১০৫, ৬৫, ২১, ১৫১ ও ৩৬ রান।