ধরমশালায় ইনিংস সহ ৬৪ রানে ম্যাচ জিতল ভারত। আড়াই দিনেই শেষ হল পঞ্চম টেস্ট। চোখের নিমেষে গুরিয়ে যায় ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার। এক ইনিংস ও ৬৪ রানের ব্যবধানে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে নেয় ভারত। পাশাপাশি, সিরিজের ফলাফল দাঁড়াল ৪-১। চলতি টেস্টে টিম ইন্ডিয়ার তরফ থেকে এসেছে বেশকিছু নজরকাড়া পারফরম্যান্স। ব্যাট হাতে একদিকে যখন তরুণরা দুর্দান্ত ইনিংস খেলেছে, তেমনই বল হাতেও সিনিয়ররা দুর্দান্ত বোলিং করেছেন। সবমিলিয়ে, একটি দুর্দান্ত টিম গেমের উদাহরণ তুলে ধরেছে রোহিত শর্মা ও তাঁর বাহিনী।
তবে পঞ্চম টেস্টে ইংল্যান্ডের হয়ে সকল ক্রিকেটপ্রেমীর দৃষ্টি আকর্ষণ করেছেন তরুণ স্পিনার শোয়েব বশির। তিনি বল হাতে নিয়েছেন পাঁচটি উইকেট। তবে এই সিরিজে, এই নিয়ে তিনি দ্বিতীয়বার ফাইফার নিলেন শোয়েব এবং এর সঙ্গে গড়ে ফেললেন একটি রেকর্ডও। কি সেই রেকর্ড? তিনি, ১৪৭ বছরের ইতিহাসে ইংল্যান্ডের প্রথম বোলার যে ২১ বছর বয়স হওয়ার আগেই দুবার ফাইফার নিলেন। এই মুহূর্তে তাঁর বয়স ২০ বছর ১৩৩ দিন।
শনিবার, অর্থাৎ ৯ মার্চ, তৃতীয় দিনের খেলা খেলতে নামে দুই দল। ৮ উইকেটে ৪৭৩ রান নিয়ে খেলতে নামে ভারত। তবে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তারা। মাত্র চার রান যোগ করেই পড়ে যায় বাকি দুটি উইকেট। অর্থাৎ ৪৭৭ রানে অলআউট হয়ে যায় সকলে। এদিন পাঁচটি উইকেট নেন শোয়েব বশির এবং গড়েন একটি রেকর্ড। ১২৫তম ওভারে জসপ্রীত বুমরাহর উইকেট নিয়ে তিনি প্রথম ইংলিশ বোলার হলেন যিনি ১৪৭ বছরে প্রথমবার ২১ বছর পূর্ণ হওয়ার আগে টেস্ট ক্রিকেটে ফাইফার নিয়েছেন। যদিও এই সিরিজেই তিনি নিজের প্রথম ফাইফারটি নিয়েছিলেন। সেটি ছিল চতুর্থ টেস্টে। এর আগে এই কৃতিত্ব করে দেখেছিলেন দলের আরও এক তরুণ স্পিনার রেহান আহমেদ। ২০২২ সালে তিনি এটি করে দেখিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। তখন তাঁর বয়স ছিল ১৮ বছর ১২৬ দিন।
উল্লেখ্য, এই সিরিজের পর এবার ক্রিকেট বিশ্বের অধিকাংশ ক্রিকেটার খেলতে নামবে আইপিএল। প্রথম ম্যাচ রয়েছে চলতি মাসের ২১ তারিখে। আইপিএল শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই খেলা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার দেখার বিষয় কেমনভাবে প্রস্তুত করে দুই দল নিজেদের।